কোন ওয়েবসাইটের পরিচিতির জন্য ও Search Engine Optimization এর ক্ষেত্রে মেটা ট্যাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। On-Page SEO-র জন্য এটাই প্রথম ধাপ। তাই প্রত্যেক Web Developer অথবা SEO Analyst এর জন্য মেটা ট্যাগুলো কোনটার কী কাজ তা জানা একান্ত প্রয়োজন। মেটা ট্যাগ কখনোই ওয়েবপেজে দৃশ্যমান হয় না, এটা লুকানো অংশ। এটা ওয়েবপেজের ভিতরে head ট্যাগের মধ্যে থাকে। সার্চ ইঞ্জিন ঠিক-ই সেখান হতেই তথ্য পড়ে নিবে। এই লেখাটি মূলত HTML এবং HTML5 ওয়েবসাইটের জন্য প্রযোজ্য। (যারা CMS দিয়ে ওয়েবসাইট তৈরি করছেন, তাদের জন্য আলাদা প্লাগিন রয়েছে, সেই আলোচনা আরেকদিন)
Meta Description
মেটা ডেসক্রিপসান হল আপনার সাইটটি কি সম্পর্কিত তার বর্ণনা, তবে ১৫০ শব্দের বেশি না হওয়াই ভালো। যখন কেউ সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটি দেখবে, তখন টাইটেল লিঙ্কের নিচে এই লেখাটি দেখাবে। মেটা ডেসক্রিপসানের কোডটি হলঃ <meta name="description" content="Techtunes is the world's first, the largest, most popular complete unicode based technology social media, social network, on-line community and bangla technology blogging platform in Bangladesh where people blog about advance computing, mobile, IT news, new gadget, science; technology; more in bangla language."/>
Meta Keywords
এই ট্যাগে আপনার ওয়েবসাইটের ফোকাস কীওয়ার্ড গুলো একে একে বসাবেন। যেমনঃ আপনার সাইটটি যদি প্রযুক্তি সংক্রান্ত হয় তবে সেক্ষেত্রে প্রযুক্তির সাথে মিলে এমন কীওয়ার্ড দিবেন। Meta Keywords কোডটি হলঃ <meta name="keywords" content="Technology, Tech Article, Blogging Platform, Tech News"/>
এই ট্যাগটি দিয়ে সার্চ ইন্জিনকে বোঝানো হয় যে সাইটটি কে তৈরী করেছে। এই ট্যাগে আপনি আপনার দিবেন। Meta Author কোডটি হলঃ <meta name="author" content="Web Developer Company name">
Meta Language
মেটা ল্যাংগুয়েজ ব্যবহার করে সাইটকে জানানো হয় যে সাইটটি কোন ভাষায় তৈরি। যেমনঃ আপনার সাইট যদি ইংরেজিতে হয় তবে en দিবেন, বাংলায় হলে bn, এভাবে। ভাষার দুই অক্ষরভিত্তিক কোডের জন্য উইকিপিডিয়ার এই পেজটি দেখুনঃ https://en.wikipedia.org/wiki/List_of_ISO_639-1_codes আর, Meta Language কোডটি হচ্ছেঃ <META HTTP-EQUIV="Content-Language" content="bn"/>
এখানেই কিন্তু শেষ না
এছাড়াও আছে Copyright, Robots, Character Set, Cache ইত্যাদি। সহজভাবে টেক্সট ফরম্যাটে নমুনা দেখিয়ে দেয়া হল। একই সাথে তা কিভাবে এই মেটা ট্যাগ ওয়েবসাইটে অ্যাড করবো, তার পদ্ধতি
.html ফাইলটি Notepad অথবা Notepad++ টেক্সট এডিটর দিয়ে খুলুন
তারপর নিচের মত করে head ট্যাগের ঠিক শুরুর পর-ই বসিয়ে দিন
<html> <head> <title>Techtunes | World's First, The Largest and Most Popular Bangla : THE BLUE PART</title> <meta name="description" content="Techtunes is the world's first : THE BLACK PART"> <meta name="keywords" content="Blogging Platform, Technology, Keyword 3, Keyword phrase"> <meta name="author" content="Techtunes"> <meta http-equiv="content-language" content="bn"> <meta name="copyright" content="Techtunes"> <meta name="robots" content="INDEX,FOLLOW"> <meta http-equiv="content-type" content="text/html;charset=UTF-8"> <meta http-equiv="cache-control" content="CACHE"> </head> <body>
আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ। এটা কি ব্লগ সাইট নাকি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য প্রযোজ্য। অবশ্য বিষয়গুলো একটু চিত্র সহকারে ব্যাখ্যা করলে নতুনদের বুঝতে সুবিধা হত। তবুও একটি ভাল কনটেন্ট।
মিঃ ডিয়ার ব্রাদার, একটি বিষয় আমার জানার প্রয়োজন ছিল। তাহলো আমার ওয়ার্ডপ্রেস সাইটে Yost SEO প্লাগিন ব্যবহার করছি। এবং সেখানে যাবতীয় বিষয় সেট করেছি। তারপরেও কি থীমে উক্ত বিষয়গুলো যোগ করতে হবে কি??
শেয়ার করার জন্য ধন্যবাদ। এটা কি ব্লগ সাইট নাকি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য প্রযোজ্য। অবশ্য বিষয়গুলো একটু চিত্র সহকারে ব্যাখ্যা করলে নতুনদের বুঝতে সুবিধা হত। তবুও একটি ভাল কনটেন্ট।