সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন [পর্ব-০৯] :: অনপেজ অপ্টিমাইজেশনে সাধারণত যা যা করতে হবে

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সম্মানিত ভিসিটর আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি।তবে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারনে অনেক দেরিতে টিউন্টি করার জন্য।ভাইয়েরা আমার অনেক কাজ তার মধ্যে সময় বের করে আপনাদের কাছে আসি।

অবশ্যই সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন।চলুন শুরু করা যাক আজকের বিষয় নিয়ে আজকের বিষয় হচ্ছে "অনপেজ অপ্টিমাইজেশনে সাধারণত যা যা করতে হবে" নিম্নে তা নিয়ে আলোচনা করা হলঃ

অনপেজ অপ্টিমাইজেশনে সাধারণত যা যা করতে হবে:

  • ১.সার্চইঞ্জিন গুলোতে ওয়েবসাইট সাবমিট করা।
  • ২.বিভিন্ন ওয়েবমাস্টার টুলস এ সাইট ভেরিফাই করা।
  • ৩.সাইট ম্যাপ তৈরি ও সাবমিট করা।
  • ৪.অ্যানালাইটিক টুলের মাধ্যমে সাইটের যাচাই বাচাই করা।
  • ৫.নিয়মিত পর্যবেক্ষেণ করা।

বিশেষ দ্রষ্টব্যঃ

এই কাজ গুলো করার আগে আপনার ওয়েবসাইটটিকে এসইও উপযোগী করতে হবে।সেখানে এসইও এর কিছু বেসিক কাজ করতে হবে,যেমন- কিওর্য়াড রিসার্চ,মেটা ট্যাগ ইত্যাদি।এবং এই কাজগুলো করার পরে ওয়েবসাইট রেডি হয়ার পরেই মুলত এসইওর অনপেজ এর আসল কাজ গুলো শুরো হবে।

কাজেই এসইও শুরু করার জন্য প্রথমে এসইও উপযোগী ওয়েবসাইট চাই।সেটা ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের সাইট টি এসইও উপযোগী কিনা যাচাই করতে হবে এবং নিজের সাইট হলে এসইও উপযোগী করে তৈরী করতে হবে।

আপনারা যারা টিউনটি বুজতে পারেন নি অথবা বুজতে কষ্ট হয়েছে তাদের জন্য আমি একটি ভিডিও টিটোরিয়াল বানিয়েছি ভিডিও লিঙ্কঃ

Level 0

আমি তারেক মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস