Black Hat vs White Hat SEO – কে জিতবে ?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

এই টিউনটি সম্পূর্ণ আমার দৃষ্টিকোণ থেকে লেখা। ব্যক্তি বিশেষে মতামত ভিন্ন হতে পারে।

সালাম ও শুভেচ্ছা নিবেন।

কালো টুপি নাকি সাদা টুপি এই নিয়ে এসইও প্রেমীদের মধ্যে তর্ক লেগেই থাকে। কেউ ব্ল্যাক হ্যাটকে র‍্যাকিং আসার জন্য ব্যবহার করে কেউ বা ওয়াইট হ্যাটকে। কিন্তু কোন পদ্ধতিটি সঠিক বা ব্যবহার করা উচিত? তা নিয়েই আজকে আলোচনা করব।

Black hat vs White hat

গুগল প্রদত্ত নিষিদ্ধ পদ্ধতিঃ

একদা এক সময় বিভিন্ন ভাবে গুগলের এলগোরিদমকে বিভিন্নভাবে প্রভাবিত করে র‍্যাকিং এ আসা যেত (এখন করা যায়)তাই গুগল কিছু পদ্ধতি অবলম্বন করতে বারণ করে।   Google Webmaster ব্লগ থেকে নিচের ছবিটি নেয়া হয়েছে।

black hat seo tehniques

কালো টুপি বনাম সাদা টুপি এবং আমরাঃ

সাধারণভাবে উপরে উল্লেখিত কাজগুলো আমরা যারা করি না তারা নিজেদেরকে সাদা মনের মানুষ বলে থাকি :p। এবং আমরা যারা পিবিএন ব্যবহার করি তারা নিজেদেরকে গ্রে হ্যাট মার্কেটার বলে থাকি (সবাই না)।

Man Wearing white and black hat

কালো টুপির মানুষেরা কেমন করে র‍্যাকিং এ আসে তা আমরা জানি। তবু ছবিটি দিলাম। (ভাল্গসে তাই)

Black Hat Marketer Wanted!

চলুন সাদা টুপির মানুষেরা কেমন করে র‍্যাকিং এ আসে তা আরেক বার দেখে নিই :

- ভালো কনন্টেন লিখে (কনন্টেন ইস কিং)

- ভালো অন পেইজ অপটিমাজেশন করে।

আর ব্যাকলিংকিং এর ক্ষেত্রেঃ

- আর্টিকেল ডাইরেক্টরি

- ওয়েব ২.০

- প্রেস রিলিজ

- ব্লগ টিউমেন্টিং

- গেস্ট টিউন

- ফোরাম টিউনিং/সিগনেচার।

- ডাইরেক্টোরি সাবমিশন ইত্যাদি করে

কিন্তু সমস্যা হচ্ছে গুগল ম্যানুয়েল ব্যাক্লিংক পছন্দ করে না। কারণ ব্যাক্লিংক গুগল এলগোরিদম কে অতিরিক্ত প্রভাবিত করার ক্ষমতা রাখে। যেমন, ওয়েব ২.০ এখনও ভালো কাজ করে কিন্তু এটি গুগলের নীতি বিরোদ্ধী। আর কিভাবে ব্লগ টিউমেন্টে মাত্রারিক্ত স্প্যাম হচ্ছে তা ত আমাদের সবার জানা। তাই আমরা কখনই নিজেকে ১০০% ওয়াট হ্যাট অপটিমাইজার বলতে পারব না।

আমার মতে,

 ওয়াট হ্যাট বলে কিছু নেই, সব মিডিয়ার সৃষ্টি

আমরা সবাই কম বেশী ব্ল্যাক হ্যাট পদ্ধতি ব্যবহার করি। এতে ভয় বা লজ্জার কিছু নেই। কিন্তু

কেন ব্ল্যাক হ্যাট পদ্ধতি থেকে আমরা বের হতে পারছি না?

কারণটি খুবই সহজ। একটু খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু অন পেইজ অপটিমাইজেশেনের সময় কোন কালো টুপির পদ্ধতি অবলম্বন করি না। যত ঝামেলা বাঁধে ব্যাক্লিংকিনের সময়। কারণ অন পেইজ নিয়ে গুগলের সুনির্দিষ্ট গাইড লাইন আছে। কিন্তু অফ পেইজের ক্ষেত্রে  সুনির্দিষ্ট  কোন গাইড লাইন নেয়। শুধু বলা হয়েছে এটি করা যাবে না ওটি করা যাবে না।

র‍্যাকিং এ আসতে হলে কি করতে হবে তা গুগল কখনই প্রকাশ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

কারণ গুগল ৯৭% আয় করে তার অ্যাডসেন্স থেকে। গুগল যদি র‍্যাকিং এর সব সিক্রেট প্রকাশ করে দেয় তাহলে খুব কম মানুষই গুগলকে টাকা দিয়ে অ্যাড কিনে টপে থাকতে চাইবে।

তাই কালো এবং সাদা টুপির খেলা চলতেই থাকবে।

ধন্যবাদ।

Level 0

আমি কটলার সাহেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি কটলার সাহেব। মার্কেটিং এর জনক ফিলিপ কটলার থেকে নামখানা মেরে দিয়েছি :p বর্তমানে অনলাইন মার্কেটিং এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস