স্প্যামি ব্যাকলিঙ্কস দূর করুন – আপনার ওয়েবসাইট কে গুগল পেনাল্টি থেকে বাঁচান

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

কয়েক মাস আগে টেকটিউনসে একটি ফ্রি এস.ই.ও বিষয়ক লেখা টিউন করেছিলাম। টিউনে আমার বিজনেস সাইটের একটা লিংক ছিল। আজকে অনেক দিন পর ব্যাকিলিংক চেক করে দেখি ... এত গুলো ব্যাকলিংক। সব এসেছে বিভিন্ন বাংলাদেশি Wapka সাইট থেকে। টিটিতে যে আর্টিকেলটি টিউন করেছিলাম, উনারা "মানে মহামান্য স্প্যামারা" সেই টিউন নিজ দায়িতে উনাদের সাইটে আপলোড করে দিয়েছে। এই হল সেই সাইগুলোর লিস্টঃ

spammy links list

টিউন কপি করেছে ত ভাল কথা, সেই সাথে আমার বিজেনেস সাটেরও লিঙ্ক চলে গেছে। এবার লেও ঠেলা।

আমার একটা টিউনের থেকে এই অবস্থা। তাহলে আপনারা যারা নিয়মিত ব্লগ লেখেন তাদের কি অবস্থা হবে !!

স্প্যামি ব্যাকলিংক থেকে মুক্তির উপায়ঃ

আগে Google Webmaster Tools থেকে সহজেই এইসব লিঙ্ক Disavow করা যেত। এখন ব্যাপারটা একটু জটিল।

বিঃদ্রঃ ১০০% শিওর না হলে, লিঙ্ক ডিলেট করবেন না। এতে আপনার র‍্যাকিং এ বিরাট পরিবর্তন হতে পারে।

আসুন দেখি কিভাবে স্প্যামি লিঙ্ক ডিলেট করা যায়  -

পদ্ধতি ১ - বিভিন্ন পেইড টুলস ব্যবহার করে  লিংক Disavow করা যায়। আপনার যদি অনেক বেশি ব্যাকলিংক থাকে তাহলে এই পদ্ধতি শ্রেয়। এই পদ্ধতির সমস্যা হচ্ছে, পেইড টুলসগুলো সকল ব্যাকলিংক ইনডেক্স করে না বা দেরি করে।

পদ্ধতি ২ যে ওয়েবসাইট আপনার সাইটকে ব্যাকলিংক দিয়েছে, সেই সাইটের এডিটরকে ইমেলের মাধ্যমে নির্দেষ দিন, যেন সে আপনার ব্যাকলিংকটি মুছে ফেলে। (গুগল এই পদ্ধটি রিকমান্ড করে)

পদ্ধতি ৩ - ম্যানুয়ালি লিঙ্ক Disavow করা।  আমরা এই পদ্ধতিতে স্প্যামি লিঙ্ক ডিসাভাও করব।

নিচের ধাপগুলো ফলো করুনঃ

- Google Webmaster Tools  এ লগ ইন করুন। এরপর আপনার সাইটি সিলেক্ট করুন

- তারপর Links To Your Site এই ট্যাবে ক্ল্রিক করুন।

এখান থেকে Download More Sample Links এ ক্লিক করে আপনার সাইটের ব্যাকলিংকের লিস্টগুলো ডাউনলোড করে নিন।

যেগুলো ভাল সেগুলো ব্যাকলিংক সেগুলো ফাইল থেকে ডিলেট করে দিন। শুধুমাত্র স্প্যামি সাইটগুলো রেখে দিন (নিচের ছবির মত)।

spammy links list

এবার আপনি ২ ভাবে লিঙ্কগুলো ডিলেট করতে পারবেনঃ

১. শুধুমাত্র নির্দিষ্ট লিঙ্ক Disavow করা।

অথবা  ২. ঐ ওয়েবসাইট থেকে আসা যেকোন লিঙ্ক চিরকালের মত Disavow করা।

(Disavow: বলতে লিঙ্ক ডিলেট করা বোঝায় না। কারণ গুগল কোন ওয়েবসাইটে লগ ইন করে কিছু ডিলেট করতে পারে না :p Disavow দ্বারা নির্দিষ্ট লিঙ্ক বা ওয়েবসাইটেকে অস্বীকার করাকে বোঝায়। মানে গুগলকে আপনি বলবেন যে, ঐ ওয়েবসাটের সাথে আমার কোন সম্পর্ক নেই)

শুধুমাত্র নির্দিষ্ট লিঙ্ক Disavow করার পদ্ধতিঃ

স্প্যামি ব্যাক্লিঙ্কগুলো এবার কপি করে একটি .txt ফাইলে নিয়ে আসুনঃ

এবার এই ফাইলটি যেকোন নাম দিয়ে সেইভ করেন।

- তার পর এই লিঙ্কে যান ঃ https://www.google.com/webmasters/tools/disavow-links-main

এখন Disavow Links এ ক্লিক করুন। তারপর একটি ডায়ালোগ বক্স আসবে -

এখান থেকে আপনার .txt টি ফাইলটি আপলোড করে সাবমিট করে দিন। বেস... আপনার কাজ শেষ।

নির্দিষ্ট ওয়েবসাইট থেকে চিরকালের মত Links Disavow করার পদ্ধতিঃ

যে ওয়েব সাইট গুলো আমার বা আপনার টিউন কপি করেছে, সে একই কাজ আবার করতে পারে (এমনকি এই টিউনটিও কপি করতে পারে :p)। তাই চিরকালের মত ঐ সব সাইট থেকে লিংক আসা বন্ধ করতে নিচের ধাপ অনুসরণ করতে পারেন।

এক্সেল শীটে সেই স্প্যামি লিঙ্ক গুলো আবার বের করুন।  এবার এক্সেলে কিছু ফিল্টার প্রয়োগ করবঃ

১. CTR+F চাপুন। একটি ডায়লোগ বক্স আসবে। এখানে http://www. লেখে Replace all দিন।

excel filter

২. এরপর https://www. লিখে Replace All দিন -

৩.  এরপর শুধু http:// লিখে replace all দিনঃ

৪. এখন সর্বশেষঃ /*   লেখে replace all দিন।

এখন নিচের ছবির মত দেখতে লাগবে -

এখন শুধু url গুলোর আগে   domian:  লিখুন। তার পর .txt ফাইলে সেইভ করুন -

 

এবার উপরে উল্লেখিত পদ্ধতিতে Google Webmaster Tools submit করে দিন।

যদি আপনার কাছে এটা অনেক ঝামেলার ব্যবাপার হয়, তাহলে স্প্যামি লিঙ্কসগুলো ডিলেট না করলেও চলবে। কারণ গুগল নিজেই বুঝতে পারে, কোন গুলো কোয়ালিটি লিঙ্ক এবং কোনগুলো স্প্যামি। তবে অতিরিক্ত স্প্যামি ব্যাকলিংকস হলে, নিজে দায়িতেই সরানো উচিত।

সময় পেলে ঘুরে আসবেন আমার ওয়েবসাইটে seo banglagesh 

ধন্যবাদ।

Level 0

আমি কটলার সাহেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি কটলার সাহেব। মার্কেটিং এর জনক ফিলিপ কটলার থেকে নামখানা মেরে দিয়েছি :p বর্তমানে অনলাইন মার্কেটিং এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস