এসইও শিখুন [পর্ব-০১] :: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কি?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করিলাম. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছে।

আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি।

আজ থেকে আমি আপনাদের সাথে এসইও এর  উপর তৈরি করা আমার ধারাবাহিক টিউটোরিয়াল গুলা শেয়ার করব, ইনশাআল্লাহ। টিউটোরিয়াল গুলা থাকছে কি করে করে অনপেইজ, অফপেজ এসইও করবেন এবং ব্যাকলিংক করতে পারবেন। সব শেষে থাকবে কি করে upwork এ প্রফাইল খুলবেন এবং জবের জন্য এপ্লাই করবেন।

(প্রতি সপ্তাহে ২ টি করে টিউটোরিয়াল মোট ২০-২৫ টি মত  টিউটোরিয়াল দেওয়া হবে)

এই পর্বে আমরা যা শিখব তা হল:

  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কি?
  • কি ওয়র্ড কি?

 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কি?

https://www.youtube.com/watch?v=f0xG7eMqf18

আর বর্তমান সময়ে এসইও  সেকশনে মার্কেটপ্লেসগুলোতে প্রচুর পরিমান কাজ পাওয়া যায়।

শুধু  আপওর্কেই  10,030 আপ  জব থাকছে প্রতি দিন  বুঝতেই পারছেন  এসইও  সেকশনে মার্কেটপ্লেসগুলোতে অবস্থা।

তাই আমি আপনাদের জন্য চেষ্টা করব এসইও  এর সম্পূর্ন টিউটোরিয়াল দিতে। সবাই ভালো থাববেন আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রন রইল।

টিউটোরিয়াল কেমন হলো টিউনামেন্টস করে জানাতে ভুলবেন না। টিউমেন্টস এ উৎসাহ দিলে আশা করেই নেক্সট টিউটোরিয়াল টি আরো ভালো হবে।

আর টিউটোরিয়াল বুঝতে কোন ধরনের সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে করতে পারেন ফেসবুকে আমি

আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামি টিউটোরিয়ালে, আল্লাহ হাফেজ।

Level 0

আমি আল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন। আর একটি কথা যাদের ইউটিউব এর চ্যানেল আছে তারা আমার চ্যানেল এর Subscriber হবেন এবং আপনাদের চ্যানেলের লিঙ্ক কমেন্টে/রিপ্লাই দিবেন আমিও আপনাদের চ্যানেলের Subscriber হব।এতে আমরা সবাই উপকৃত হব আর সার্বক্ষণিক সবাই সবার ভিডিও পোস্ট গুলোতে একটিভ থাকতে পারব।
ধন্যবাদ।
https://www.youtube.com/channel/UC7xxjLh1WOFpZ54EtEzI1tA

    আপনার মতামত প্রদানের জন্য ধন্যবাদ।

ভাই এখানে আলোচনা করলে হয়না?

    আপনার মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আমি মনে করি ১০ মিনিটের ভিডিও দিয়ে যা শিখা যাবে তা ২ ঘন্টা পড়ে ও শিক্ষা যাবে না। তাই ভিডিও টিউটিরিয়াল আকারে দিলাম।

ধন্যবাদ ।

    আপনার মতামত প্রদানের জন্য আপনাকেও ধন্যবাদ।

    টিউনামেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো লিখেছেন। আপনার সম্পূর্ণ পোষ্টটি মনোযোগ সহকারে পড়েছি। আপনার ব্লগের এসইও সংক্রান্ত পোস্টগুলো নতুনদের মনে আগ্রহ তৈরি করতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।