আপনার একটি ওয়েবসাইট আছে কিন্তু সার্চ ইঞ্জিনে সাবমিট করা নেই। ফলাফল আপনার ওয়েবসাইট খুব বেশি কাজে দিবে না। আপনি সফল হতে পারবেন না সার্চ ইঞ্জিনে সাবমিট ছাড়া। কারন মানুষ প্রয়োজনে সার্চ ইঞ্জিনেই আগে সার্চ করে। হোক সেটা নিউজ কিংবা কেনাকাটা কিংবা দরকারী কিছু। তাই আপনাকে অবশ্যই এদিকে নজর দিতে হবে। সার্চ ইঞ্জিনে আপনার সাইট সাবমিট করতে হবে ভালোভাবে।
সার্চ ইঞ্জিনে সাবমিটের ফলে সার্চ ইঞ্জিনের বুট আপনার সাইটে প্রবেশ করে আপনার কন্টেন্ট গুলো সেই সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করে। এরপর কোন ভিজিটর সার্চ ইঞ্জিনে আপনার কোন কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার কন্টেন্টের সাথে মিলে গেলে সেটাও ভিজিটরের সামনে উপস্থাপন করে।
উদাহরন স্বরূপ এই টিউনটির টাইটেল " ২০০+ সার্চ ইঞ্জিনে সাবমিট করুন আপনার ওয়েবসাইট"। আপনি যদি গুগল ইয়াহুতে এই টাইটেল কিংবা এর সাথে মিল রেখে সার্চ করেন তবে সার্চ রেজাল্টে এই টিউনের লিংক ও থাকবে। এটা সার্চ বুট খুজে বের করে আপনার সামনে উপস্থাপন করবে। আর যদি সার্চ ইঞ্জিনে এই সাইট সাবমিট করা না থাকতো তবে সেটা দেখাতো না এবং আপনারা এই টিউনটি গুগল ইয়াহু থেকে পেতেন না।
শুধু মাত্র গুগল ও বিং ছাড়া অন্য সাইটে আপনার ওয়েবসাইট সাবমিট কঠিন। কিন্তু গুগল ইয়াহু ছাড়াও দুনিয়াই কয়েকশত সার্চ ইঞ্জিন আছে। যেগুলোতে সাবমিটের ফলে আপনি পেতে পারেন অনেক ভিজিটর। বেড়ে যাবে আপনার ব্যকলিংক। কমে যাবে র্যাংক। মূলবান ট্রাফিক পাওয়া যাবে সার্চ ইঞ্জিনে সাবমিটের ফলে।
গুগলে সাবমিট করবেন যেভাবেঃ
এই লিংকে ক্লিক করুন।
একটি বক্স এবং একটি ক্যাপচা পাবেন। বক্সে আপনার ওয়েবসাইটের URL দিন এবং সাবমিট করুন।
আপনার মেইলে গুগলের একটি মেইল যাবে এবং সেটা কনফার্ম করলেই হয়ে যাবে গুগল সাবমিট।
বিংতে সাবমিট করুনঃ
লিংকে যান। একটা বক্স এবং ক্যাপচা পাবেন। বক্সে আপনার ওয়েবসাইটের URL দিন এবং সাবমিট করুন।
এবার অন্য সাইট গুলোতে সাবমিট করবেন যেভাবেঃ
এটা একটি সাবমিশন সাইট। আপনি এই সাইট থেকে ৭০+ সার্চ ইঞ্জিনে সাবমিট করতে পারবেন।
পদ্ধতিও খুব সহজ। আপনার সাইটের লিংক মেইল ফোন কান্ট্রি সিলেক্ট করে সাবমিট করুন। কিছুমকিছু সাইট সাবমিটের জন্য মেইল থেকে কনফার্ম করতে হবে।
এটাও একটা খুবই ইজি সাবমিসন সাইট। খুব সহজেই এখান থেকে ৫০+ সার্চ ইঞ্জিনে সাবমিট করা যাবে।
সাইটে প্রবেশ করে ইউ আর এল দিয়ে সাবমিট করুন। কয়েক সেকেন্ডেই সাবমিট হয়ে যাবে।
এটাও একটা খুবই ইজি সাবমিসন সাইট। খুব সহজেই এখান থেকে ৫০+ সার্চ ইঞ্জিনে সাবমিট করা যাবে।
সাইটে প্রবেশ করে ইউ আর এল দিয়ে সাবমিট করুন। কয়েক সেকেন্ডেই সাবমিট হয়ে যাবে।
সোর্সঃ websitesubmitinbangla
অন্যান্য সকল বই ফ্রিতে ডাওনলোড করুনঃ
BOI 880
নিচে যে বইয়ের লিংকগুলো দিয়ে চিটিং করলেন, তা কি ঠিক?