নিয়ে নিন সম্পূর্ণ ফ্রী Dynamic এসইও টুল (কীওয়ার্ড আনাল্যসিস এবং আরও অনেক কিছু)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

শুভেচ্ছা সবাইকে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ১ টা চমৎকার এসইও টুল  যা আপনার অন পেজ এসইও করার কষ্ট অনেকটাই কমিয়ে আনবে। ভূমিকা না করে সরাসরি কাজে চলে আসি।

এসইও করতে গেলে আমাদের অনেক কিছু আনাল্যসিস করতে হয়। এইসব আনাল্যসিস করার জন্য আমাদের অনেক টুলস ইন্সটল করতে হয়। এইসব করতে করতে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলেন, অনেক সময় ঝামেলা হয় ব্রাউজার নিয়ে। তাই আজকে আপনাদের সামনে ১ টা টুল নিয়ে আসলাম যেটা দিয়ে ৪ টি কাজ একসাথে করতে পারবেন। যদিও গুগল সম্প্রতি পেজ রাঙ্ক দেখান বন্ধ করে দিলেও এই টুল দিয়ে আপনি পেজ রাঙ্ক দেখতে পারবেন। অনেকে আনাল্যসিস করার জন্য MOZ, All in one SEO, Majectic SEO, Page rank toolbar, SEM Rush, Ahrefs আরও অনেক কিছু ব্যবহার করেন। সম্প্রতি ১ টা টুল launched হয়েছে যা এই সবগুলো কাজ করবে।

SERPWorx
SERP Result Page

টুল টি আপনি পাবেন https://www.serpworx.com/ থেকে, যদিও এটি ১ টি ক্রম এক্সটেনশন। আপনি চাইলে https://www.serpworx.com/download থেকে সরাসরি আপনার ক্রম ব্রাউজার এ অ্যাড করে নিতে পারেন। যদিও এটি আপনি মাত্র ৭ দিনের জন্য ব্যবহার করতে পারবেন তবে আপনি ইমেইল পরিবর্তন করে যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন।

ক্রম এক্সটেনশন অ্যাড করার পর আপনাকে ৭ দিনের ট্রায়াল একটিভ করে নিতে হবে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। তারপর ইমেইল ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আপনাকে লগিন করতে হবে অ্যাড-অন্স থেকে। এইখানে আপনাকে বলবে আপনার Ahref একাউন্ট এর সাথে কানেক্ট করতে। আপনার একাউন্ট থাকলে কানেক্ট করুন অন্যথায় দরকার নেই। এখন গুগল থেকে আপনার কাঙ্ক্ষিত কীওয়ার্ড লিখে সার্চ করুন আর দেখুক যাদু।

 

 

আপনাদের কিছু জানার থাকলে আমাকে ইমেইল করুন -  [email protected]

আমার ফেসবুক প্রোফাইল - https://www.facebook.com/meghlashokal

 

Level 0

আমি আসাদ পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস