ওয়েবসাইটের জন্য ফ্রিতে বাড়িয়ে নিন হাজার হাজার ট্রাফিক বা ভিজিটর

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার যার ফলে আপনি সেই অনুযায়ী কাজ করলেই আপনার ওয়েবসাইটে পাবেন প্রচুর ভিজিটর।

ভিজিটর পাবার জন্য সাধারণত আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন টিউন পড়ি এবং অনেক টিপস এবং ট্রিকস ফলো করি। আবার অনেকে এমন আছে যে অনেক পেইড সফটওয়্যার ব্যবহার করে থাকি।

আমি যে জিনিসটি শেয়ার করবো তা সম্পূর্ণ ফ্রি। 😀

আজ আমি আপনাদের ৪১৫টি ফ্রি ওয়েবসাইট লিস্ট দিবো যা থেকে প্রতিদিন হাজার হাজার ভিজিটর আপনার সাইটে নিয়ে যেতে পারবেন।

ওয়েবসাইটের জন্য ফ্রিতে বাড়িয়ে নিন ট্রাফিক বা ভিজিটর

এতগুলো সাইট একবারে টিউন দিলে অনেক দীর্ঘ হয়ে যাবে তাই ছোট ছোট করে ১০ পর্বে সাজিয়ে দিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সাইটগুলোঃ

 

আরো বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং বিষয়ক হেল্প এবং টিপসের জন্য সময় পেলে
আমার সাইট একটু ঘুরে আসবেনঃ এখান হতে

ধন্যবাদ।

Level 0

আমি মোঃ মানিক হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার সাইটে ই ভিজিটর নাই , তাহলে আপনার কথার বিশ্বাস কি ?

    ভাই আপনি তো অনেক চালাক … কি করে বুঝলেন আমার সাইটে ভিজিটর নাই
    আপনি আসলেই বস মানুষ

    ভিজিটর কাউন্টার সব-সময় ঠিক তথ্য দেয়না তাই আমার সাইটে বসাই না
    তারপরও … আপনার টিউমেন্ট পেয়ে আগ্রহ পেল তাই বসিয়ে দেখলাম কি অবস্থা
    স্ক্রীনশট দিয়ে দিলাম নিজ দায়িত্বে দেখে নিবেন প্লিজ ঃ http://prntscr.com/bw862x

    আর একটা কথা … বাআংলা কথা বলতে গেলে যে ব্যাকরণ জানতে হবে এমন কিন্তু নয়
    অনলাইনে এরকম অনেক জিনিস আছে, আপনি কয়টা এপ্লাই করেছেন, কতদিন একটানা এস।ই।ও করেছেন

    আমি ২০১২ থেকে এস.ই.ও এর কাজ করি মারকেটপ্লেসে … নিজের সাইট বানিয়েছি শখে, মানুষের উপকারে
    আমার সাইটে কোন এড নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
    তাই আমার সাইট ভিজিটরের বন্যা দিয়ে আমার কাজ নেই
    যদি প্রতিদিন ১০০ ভিজিটর আসে এবং তারা উপকৃত হয় সেতাই আমার জন্য অনেক বড় পাওয়া

    আর আপনার কথা আসি, ভিজিটর নিয়ে, প্রতিযোগিতার ফিল্ডে নামলে এরকম ২-৪ টা কাউণ্টার লাগিয়ে দিয়ে ৫০ হাজার++ ভিজিটর দেখানোর ক্ষমতা এখন আছে।
    প্রবাদঃ বন্দুক ছাইড়্যা দিছি, মাগার ট্রেনিং ভুলি নাই 🙂
    ধন্যবাদ