কিভাবে ডিরেকটরি সাবমিসন করবেন (ভিডিও সহ)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন? আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে SEO তে ডিরেকটরি সাবমিশন করতে হয়। এরপর আরও SEO এর কাজ নিয়ে আলোচনা করব। এটা আমার ৮ নাম্বার টিউন। আপনাদের মাদ্ধমে আমার সাফল্য। তাই ভাল মন্দ যাই হক টিউমেন্ট করবেন, তাতে নিজের ভুল গুলে সুদ্রে নতুন কিছু দেউআর চেষ্টা করব।

তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি।

প্রথমে গুগল থেকে ডিরেকটরি সাবমিসন সাইট খুজে বের করুন। যেমন আমি নিলাম like http://iceved.com। এরপর ছবির মত ক্যাটাগরি সিলেক্ট করুন।

তারপর এই লিঙ্ক এ ক্লিক করুন submit url/ submit link/ submit a link। এখানে দুই ধরনের অপশন পাবেন একটা ফ্রী অন্য টা টাকা দিতে হবে (১ বসরের জন্য 3$, 5$, 8$) আরও ভিন্ন ভিন্ন। আমরা ফ্রী তাই ব্যবহার করব। এরপর ছবির মত করে সিলেক্ট করুন

এরপর নতুন একটা ফর্ম আসবে যেখানে আপনার সাইট এর সব তথ্য দিতে হবে, কাপচা সহ। ছবির মত,

 

সব পুরুন হলে সাবমিট এ ক্লিক করুন। তারপর একটা কনফ্রাম মেসেজ দেখাবে। ছবির মত।

 

আপনাদের সুবিধারতে ভিডিও লিঙ্ক টা দিলাম। যদি ও অডিও টা খুব একটা ভাল না আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তারপর ও কাজে দিবে আশা করি।

https://www.youtube.com/watch?v=eaLjPofvmOA

আজ এ পর্যন্ত। অপেক্ষায় থাকুন পরের ভিডিও এর জন্য। আবার কথা হবে অন্য কোন SEO এর কাজ নিয়ে। ভাল লাগলে সাবস্ক্রিব করবেন আমার ইউটিউব চ্যানেল আর আমার ব্লগ আর যে কোন সাহায্যর জন্য আমাকে ফেসবুক এ পাবেন। (শুধু ম্যাসেজ)

 

Level 0

আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student & freelancer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লেখাটা সুন্দর হয়েছে। Directory Submission হচ্ছে SEO এর প্রধান এবং প্রথম অংশ। Directory Submission সাইট গুলো যাতে সহজে খুঁজে পাওয়া যায়, এই জন্য আমি এই সাইট গুলোর একটা পর্যায়ক্রমিক List বানিয়েছি। ধন্যবাদ