আপনার ব্লগ/ওয়েব সাইটের ভিজিটর,ব্যাক লিংক ও ডুফলো সব কিছুই সংগ্রহ করুন কার্যকারী ৩ টি সাইটের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিভাবে!!

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
السلام عليكم আসসালামু আলাইকুম।
প্রিয় টেকটিউনস্ কমিউনিটি সাইটের সবাইকে সালাম শুভেচ্ছ। আশা করি সবাই ভাল আছে। হ্যা টিউনের শিরোনাম অনুযায়ী আজকের প্রকাশিত টিউনে আপনাদের কৌশল শিখাব কিভাবে আপনার ব্লগ কিংবা যে কোন ওয়েব সাইটের ফ্রিভাবে ব্যাকলিংক ও ভিজিটর বৃদ্ধি করবেন?
  • ব্লগ ওয়েব সাইটের র‌্যাংক ও ভিজিটর বৃদ্ধি কে না চায়! এই জন্যই আমরা অনেকেই উঠে পড়ে লাগি। মূলত একটি সাইটের ভিজিটর বৃদ্ধির মূল রহস্য হলঃ
১। সাইটটি এসইও করা
২। ব্যাক লিংক ও ডুফলো সংগ্রহ করা
৩। ভাল কন্টেন্ট থাকা
৪। সোস্যাশ সাইটে শেয়ার করা এবং পাবলিশিং সাইটে বিজ্ঞাপনের ব্যবস্থা রাখা।
তবে একটি সাইটের গুগলের র‌্যাংকে ভাল অবস্থানে আনতে গেলে আপনাকে অবশ্যই এসইও ও ভাল কনটেন্ট থাকতে হবে। ইদানিং অনেকেই বিভিন্ন ভূঁইফোড় কিংবা সফটওয়্যার ব্যবহার করে সাইটের ভিজিটর বৃদ্ধির চেষ্টা করছেন। সফটওয়্যার দ্বারা কোন কাজ হয় কিনা সেটা আমার জানা নাই। তবে কিছু প্রমোট সাইটের মাধ্যমে প্রচারনার মাধ্যমে সাইটের ভিজিটর বৃদ্ধি করা যায়। তবে আপনি যে সকল প্রমোট সাইট ব্যবহার করছেন সেই দিকে খেয়াল রাখতে হবে। সাইটের মান কিরুপ, স্ক্যাম কিনা, রেপুটেশন কি রকম ইত্যাদি। তা না হলে উল্টো আপনার সাইটেরই রেপুটেশন নষ্ট হবে তথাপি সার্চ ইঞ্জিনের রেটিং থেকেও অনেক পেছনে পড়বেন। সুতরাং ভাল কোন প্রমোট সাইটের মাধ্যমে ভিজিটর ইনক্রিজ করার চেষ্টা করুন। আজকে আমি আপনাদের সাথে ৩ টি সাইটের পরিচয় করিয়ে দিব যেখানে আপনার সাইটের ভিজিটর, ব্যাক লিংক, ডুফলো ও এসইও করার জন্য কিছুটা হলেও উপকারে আসবে। তবে আপনার সাইট যদি ইংরাজীতে হয় তাহলে ভাল ফলাফল আসবে। তবে অন্য ভাষাতে সাইট হলেও উক্ত প্রসেসটি করা যাবে। উদাহরন হিসাবে বলিঃ আমার একটি বাংলা সাইট তথা ব্লগ সাইট গত মাসের ৫ তারিখে ওপেন করি। তখন এলেক্সাতে (বাংলাদেশ) প্রথম অবস্থাতে ছিল প্রায় ১৫,০০০ উপর। তার ১০ দিন পর রেটিং হল ৩,৯৭২। বর্তমানে অবস্থানে আছে ১,৮০০ এর ঘরে। নিম্নে চিত্র প্রদান করছি-
  • পূর্বের অবস্থা
  • বর্তমানে অবস্থানঃ

ফ্রিভাবে ব্যাকলিংক ও ভিজিটর বৃদ্ধির সাইট গুলো

  • ১। গেট ট্রাফিক নেটঃ
এখানে সাইন আপ করলে ফ্রিভাবে ৫০ পয়েন্ট পাবেন। এই ৫০ পয়েন্ট দ্বারা আপনাকে আপনার সাইটের ভিজিটর বৃদ্ধির জন্য ইনক্রিজ করতে পারবেন। যত পয়েন্ট তত বেশী ভিজিটর। অতিরিক্ত পয়েন্ট অর্জনের জন্য ক্রয় করতে হবে কিংবা সাইটের রেফার করে পয়েন্ট বৃদ্ধি করতে হবে। সাইন আপ এখানে
  • সাইটের অ্যালেক্সা ও ইউজার রেটিং নিচের চিত্রে-
  • ২। রিভিজিটরস ডট কম
এই সাইটে সাইন আপ করলে আপনি ১০০ জন ভিজির সংগ্রহ সহ ১০০ ওয়ব সাইটে রেফারের সুযোগ পাবেন (যদি আপনার সাইটটি মনোনীত হয়)। এর অতিরিক্ত  সুবিধা কিছু করতে গেলে টাকা গুনতে হবে। ফ্রিভাবে প্রতিদিনে ৩ টি করে ফিডব্যাক পাওয়া যাবে। যাইহোক ফ্রিভাবে ১০০ ভিজিটরসহ ১০০ সাইটে প্রমোট তাতেই বা কম কিসে! সা্নআপ করুন এখানে
  • ৩। ওয়েব সিও
এই সাইটটি আমার কাছে অসাধারন লেগেছে। মূলত এই সাইটের মাধ্যমে আপনি ভিজিটর পাওয়ার পাশাপাশি ডুফলো, ব্যাক লিংক তৈরি করতে পারবেন। আপনার সাইটের গুরুত্বপূর্ণ কি-ওয়ার্ড সেট করতে পারবেন। সাথে এসইও করার বুলেট প্লান পাবেন এখানে। ফ্রিভাবে উপরোক্ত কাজ করা যায় বলে এখানে পার ডে ভিজিটর প্রায় ৩৩,০০০ এবং এলেক্সা র‌্যাটিং ৭,০০০।  সাইন আপ এখানে

কিভাবে উপরোক্ত সাইট গুলোতে কাজ করবেন?

কাজ করা তেমন কঠিন নই। শুধুমাত্র সাইন আপ করতে হবে। মেইল ভেরিফাই করতে হবে। একাউন্ট লগইন করার পর আপনার ব্লগ সাইট/ওয়েব সাইটের ঠিকানা যোগ করতে হবে। এবং এখানে পচ্ছন্দ মত আপনার কি-ওয়ার্ড যোগ করতে পারবেন।

শেষ কথা

 আলোচনার একদম শেষ পর্যায়ে। আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। ফ্রিভাবে যদি সাইটের কিছু ব্যাংক লিংক ও ভিজিটর পাওয়া যায় তাতে কিছুটা হলেও অ্যালেক্সা ও গুগলে রেস্পন্স পাওয়া যাবে। তথাপি যে সাইটগুলো শেয়ার করেছি তা কোন স্ক্যাম সাইট নই এবং ব্লগের রেপুটেশন ক্ষতি হবার সম্ভাবনা নাই। কারন নিজেই ব্যবহার করছি। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন।

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গুগল অ্যাডসেন্স যদি না পান তবে চিন্তার কিছু আপনি পপক্যাশ নামক পপআপ অ্যাডসাইটটি ব্যবহার করতে পারেন
http://popcash.net/home/25484

    ধন্যবাদ। তবে এই সাইটটি ভিজিটরদের সমস্যা করে। এমনকি অাপনার সাইট গুগল রেটিংয়ে রেপুটেশন খারাপ হতে পারে। সুতরাং ভাল সাইটের অ্যাড ব্যবহার করাই শ্রেয়। এখানে গুগলের বিকল্প হিসাবে চিটিকা ও ইনফোলিংক ভাল মানের সাইট।

আমি গ্রীন ও রেড এর অ্যাড বসিয়েছি । banglaplaystore.blogspot.com

ভাই অনেক ধন্যবাদ,
এই রকম একটা তথ্য দেয়ার জন্য। শখের বসে আমিও একটু একটু ব্লগিং করি। এবং সেটার বিষয় বস্তুও হচ্ছে এস ই ও। যেকোনো ওয়েবসাইট অথবা ব্লগের জন্য Do-Follow High PR Backlinks হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় গুলোর মধ্যে একটি। আমার ব্লগ এ আপনি প্রায় 60,000+ Free HIgh PR Backlinks এর একটি তালিকা পাবেন। আশা করি আপনার এবং যারা নতুন ওয়েবসাইট অথবা ব্লগিং করছেন তাদের অনেক উপকার আসবে।
ধন্যবাদ
http://how-2get.blogspot.com/