আমরা সবাই জানি Raddit হলো একটা সোশ্যাল মিডিয়া যেটা ব্যবহার করে আপনি অনেক ট্রাফিক আনতে পারবেন আপনার ওয়েবসাইট এ। কিন্তু Raddit ব্যবহার করার বেশ কিছু নিয়ম আছে। Raddit এর নিয়ম যদি না মানেন তবে আপনি এখানে মার্কেটিং করতে পারবেন না এটা নিশিত। Raddit হলো ব্যন করার ওস্তাদ। যখন তখন আপনাকে ব্যন করে দিবে যদি আপনি উল্টাপাল্টা কিছু করেন। আর তাই সঠিক ভাবে Raddit ব্যবহার করা প্রয়োজন সবার। আমরা ৩ পর্বে শিখব কি ভাবে raddit ব্যবহার করবেন সঠিক ভাবে এবং ওয়েবসাইট এর ট্রাফিক আনবেন আনলিমিটেড।
তো আজকে আমরা শিখব কিভাবে raddit এর একাউন্ট ওপেন করবেন এবং লিংক কর্মা অর্জন করবেন ।
স্টেপ ০১ : একাউন্ট করা এবং প্রোফাইল সাজানো
প্রথমে আপনাকে http://www.raddit.com এই এড্রেস এ গিয়ে একাউন্ট ওপেন করতে হবে। এখানে আপনি আপনার নাম এবং রিয়েল ইমেইল এড্রেস দিবেন। ভালো একটা User ID দিন, যাতে আপনার প্রোফাইল রিয়েল মনে হয়।
একাউন্ট ওপেন করার পর আপনার কাজ হলো ইমেইল ভেরিফিকেসন করা। অনেক সময় raddit ভেরিফিকেসন ইমেইল পাঠাতে একটু লেট করে। কিন্তু আপনি মেইল পাবার সাথে সাথে ইমেইল ভেরিফিকেসন করে নিবেন।
এখন আপনার একাউন্ট ব্যবহার করার জন্য তৈরী।
স্টেপ ০২ : কিছু লিংক কর্মা অর্জন করা
Raddit এর মূল ব্যাপার হলো Link Karma। Raddit এ আপনার external কোনো লিংক শেয়ার করার জন্য আপনাকে ১০০ লিংক কর্মা অর্জন করতে হবে। আপনার যদি অনেক লিংক কর্মা থাকে তাহলে আপনি অনেক ওয়েবসাইট লিংক শেয়ার করতে পারবেন। ১০০ লিংক কর্মা ছাড়া আপনি কোনো ওয়েবসাইট এর প্রোমোট করতে পারবেন না। তাই আমাদের প্রথম টার্গেট হলো ১০০ লিংক কর্মা অর্জন করা।
এখন আমরা দেখব কিভাবে আপনি অতি সহজে কিছু লিংক কর্মা পাবেন।
প্রথমে আপনি চলে যান http://imgur.com/ এই সাইট এ। এখানে একটা একাউন্ট ওপেন করেন raddit এর মত। Imgur.com হলো একটা ইমেজ শেয়ারিং সাইট যেখানে আপনি আপনি আপনার ইচ্ছা মত ইমেজ শেয়ার করতে পারেন।
আবার আপনি কিছু ইমেজ কালেক্ট করুন। এমন কিছু পিকচার সিলেক্ট করুন যেটা দেখতে খুব Interesting ও ফানি। এখন আপনার ইমেজ গুলা http://imgur.com/ এই সাইট upload করুন এবং সুন্দর একটা ডেসক্রিপশন দিন।
ছবি আপলোড করার পর একটা লিংক পাবেন এখন লিংক টা আপনি যেকোনো এক্সেল ফাইল এ সেইভ করে রাখুন। পরবর্তিতে আমরা এই লিংক আমাদের raddit একাউন্ট এ ব্যবহার করবো আমাদের লিংক কর্মা বাড়ানোর জন্য।
আর http://imgur.com/ এই সাইট এ প্রতি ১০ মিনিট পর পর ছবি upload করতে পারবেন, তাই আস্তে আস্তে ছবি upload করুন।
পরের টিউন এ আমরা আমাদের ইমেজ Raddit শেয়ার করা শিখব এবং দেখাবো কিভাবে লিংক কর্মা অর্জন করতে হয়।
আশা করি সাথেই থাকবেন।
কেমন টাইপ ছবি upload করবেন বা এতে করে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তবে আমার সাথে ফেইসবুক এ কন্টাক্ট করতে পারেন একটা মেসেজ দিয়ে, আমি reply করবো।
অনলাইন Passive ইনকাম এবং অনলাইন ইনকাম এর উপর ফ্রি টিউটোরিয়াল ডাউনলোড করতে ঘুরে আস্তে পারেন আমার সাইট থেকে।
সবাই ভালো থাকবেন।
আমি নাজিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নাজিম উদ্দিন, অনলাইন মার্কেটার হিসেবে গুগল এডসেন্স এ কাজ করছি। সাথে আমাজন এফিলিয়েট মার্কেটিং এ কাজ করছি। বর্তমানে আমার 8টা ওয়েবসাইট আছে। আশা করছি আমার ক্ষুদ্র নলেজ থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো।
i am waiting next tuturial