নতুন যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখছেন তারা সাধারণত ভাবেন এটা মনে হয় খুবই সহজ। শুধু অন্য সাইটে নিজের বা, যে সাইটের এস ই ও করছি সেই সাইটের লিংক দেব, ব্যাস সব শিখে ফেললাম। এটা নিতান্তই আপনার ভুল ধারণা ছাড়া কিছুই না। এস ই ও শিখতে হলে অনেক কিছু শিখতে হয়। আপনি যেটা শিখেছেন বা, চেষ্টা করছেন সেটা অফ পেজ এস ই ও এর একটা ছোট অংশ মাত্র। অফ পেজ এস ই ও ছাড়া এস ই ও এর আরেকটা পদ্ধতি বা, অংশ যেটাই বলেন সেটা হচ্ছে অন পেজ এস ই ও।
নিজের পেজে কাজ করাই হচ্ছে অনপেজ এস ই ও। আপনি চাইলে শুধু অফ পেজ এস ই ও করে সহজে একটা সাইটকে প্রথম পেজে আনতে পারবেন না, অন পেজ এস ই করে কিন্তু সেটা সম্ভব। যেসব সাইট অন পেজ এস ই ও এর প্রতি বেশী গুরুত্ব দেয় তারাই বেশী সফল হয়। বাংলা ভাষায় কনটেন্ট কম বলে শুধু অন পেজ এস ই করেই একটা সাইটকে প্রথম পাতায় আনা যায়, কিন্তু অফ পেজ এস ই ও অবশ্যই গুরুত্বহীন না।
মেটা ডেসক্রিপশন রাখা, কি ওয়ার্ড নির্ভর কনটেন্ট তৈরি, রোবট ডট টি এক্স টি ফাইল তৈরি, সাইটম্যাপ তৈরি, ছবির শিরোনাম এবং বর্ণনা দেয়া, টিউনের শিরোনাম দেয়া এগুলো হচ্ছে অন পেজ এস ই ও এর গুরুত্বপূর্ণ অংশ।
এছাড়া আরো অনেক বিষয় আছে যা শেখার পরে আপনি দাবি করতে পারেন আমি অন পেজ এস ই ও শিখেছি। নিঃসন্দেহে সেটা খুব একটা সহজ কাজ না। আশা করছি পরের টিউনগুলি আরো মাণসম্মত হবে।
তথ্যসূত্রঃ অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বাংলা টিউটোরিয়াল
আমি Tutorialsbangla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 27 টিউনারকে ফলো করি।
আমার ওয়েবসাইট চাইলে দেখতে পারেন- http://www.tutorialsbangla.com