Our Brands & Concern
BLACK iz IT is the one of most valuable member of BLACK iz family. BLACK iz Limited is a group of company.
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'BLACK iz IT Institute'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
প্রচলিত চাকরির ব্যতিক্রম কিছু অনেকেই প্রত্যাশা করেন। অনেকেই চান মুক্তভাবে নিজের জীবনটা উপভোগ করতে; কাজ করতে। হ্যাঁ, মুক্তভাবে কাজ করার ব্যতিক্রম এই পেশাটির নাম হল ফ্রিল্যান্সিং (Freelancing)।
মূলত উন্নত দেশগুলোর কাজের রেট খুব বেশী তাই তারা চান তাদের কাজগুলো তারা নিম্নআয়ের দেশের লোকেদের কাছ থেকে করিয়ে নেবেন।এতে তাদের খরচ কমবে। তেমনি নিম্নআয়ের দেশের লোকেরা সেই কাজগুলো করে দিলে যথেষ্ট উপার্জন করতে পারবে। বেশীরভাগ ক্ষেত্রে বিদেশী ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার দের মধ্যে থাকে একটি ওয়েব সাইট যেখান থেকে কাজ নেয়া এবং দেয়া হয় আর অই ওয়েব সাইট গুলকেই বলা হয় ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস। বর্তমানে আউটসোর্সিং মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। এই ব্যাপার গুলো এখন সবারই জানা আছে কিন্তু অনেকেই মার্কেটপ্লেস গুলো চেনেন না, কিম্বা কিভাবে কাজ করতে হবে, বায়ারের সাথে কনভারসেশন, কাভার লেটার ডিজাইন, মার্কেটপ্লেসে স্কিল টেস্ট থেকে সুরু করে কিছুই জানেন না। কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক আপনার একটা গাইড লাইন দরকার। তাদের কথা ভেবেই BLACK iz IT Institute এর আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাউন্ডেসন কোর্সটি সাজানো হয়েছে।
BLACK iz IT Institute কর্তিক আয়োজিত এই অ্যাডভান্স এসইও কোর্সে যে কেউ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, অনলাইনের রেজিস্ট্রেসন করতে এখানে ক্লিক করুন।
অনদিকে বর্তমানে ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস গুলোতে সব বেসি টিউন হওয়া এবং তুলনা মুলক ভাবে সহজ কাজ কাজটির হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)। বাংলাদেশে যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করে তাদের বেশিরভাগ এসইও এর মাধ্যমে আয় করে। কারন বাংলাদেশে দক্ষ জনশক্তি কম। সাধারণত যাদের কম্পিউটার সম্পর্কে সাধারন ধারনা আছে, ইংরেজীতে মোটামুটি পারদর্শী, ওয়েবসাইট ভিজিট করতে স্বাচ্ছন্দ বোধ করেন তারা অতি সহজে এসইও এর কাজে পারদর্শী হতে পারেন। BLACK iz IT Institute এর অ্যাডভানস এসইও কোর্সটি সাজানো হয়েছে এখন পর্যন্ত সকল রকম এসইও টেকনিক নিয়ে।
যেহেতু ফ্রিল্যান্সিং করতে হলে মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা থাকা জরুরি তেমনি মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা রাখেন কিন্তু আপনার কোন স্কিল নাই তা হলেও লাভ হবে না। আপনার দুটোই জানা থাকতে হবে। এই সমস্যা কে মাথায় রেখে BLACK iz IT Institute আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাউন্ডেসন কোর্স এবং অ্যাডভানস এসইও কোর্সটি প্যাকেজ আকারে করার সুযোগ দিচ্ছে। সাধারনত আমাদের অ্যাডভানস এসইও কোর্সটি কোর্স ফি ৬০০০ টাকা এবং আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাইন্ডেসন কোর্সের ফি ৫০০০ টাকা। কিন্তু এইবার আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাইন্ডেসন কোর্স এবং অ্যাডভানস এসইও কোর্সটি প্যাকেজ আকারে কোর্স ফি হবে ৬০০০ টাকা এবং রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে ১০০০ টাকা। তার মানে যে কেউ BLACK iz IT Institute থেকে এই দুটি কোর্স করতে পারবেন মাত্র ৭০০০ হাজার টাকায়। এবং এর বাইরে কোন এক্সট্রা চার্জ নেই। প্যাকেজ কোর্সটিতে জয়েন করতে এখানে ক্লিক করে অনলাইনের রেজিস্ট্রেসন করুন, ৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে অথবা সকল তথ্যে্র জন্য আমাদের ধানমন্ডী অফিসে আসতে পারেন।
BLACK iz IT Institute কর্তিক আয়োজিত এই অ্যাডভান্স এসইও কোর্সে যে কেউ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, অনলাইনে রেজিস্ট্রেসন করতে এখানে ক্লিক করুন।
অ্যাডভান্স এসইও কোর্সটিতে যা থাকবেঃ
• এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
• কী ওয়ার্ড রিসার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
• অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
• মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
• কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ।
• সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং।
• ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার।
• অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
• সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার।
• ফোরাম ফোরাম টিউনিং, ব্লগ টিউমেন্টিং।
• আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
• লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং।
• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক।
• পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক!)।
• ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
• বিভিন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
• এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
• গুগোল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি।
• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
• অ্যালেক্সা টুলবার, লিংক, র্যাংক সহ ইত্যাদি বিষয়।
• Odesk, freelancer, Elance-এর উপর বিশেষ ক্লাশ।
• এসইও রিলেটেড অন্নান্য কিছু বিষয়।
এক নজরে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কোর্সঃ
অনলাইন মার্কেট প্লেস পরিচিতি এবং এদের মধ্যে পার্থক্য। ফ্রিল্যান্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে। ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে প্রস্তুতি নিবেন। কাজ করার ক্ষেত্র এবং বিভিন্ন কাজ সম্পর্কে ব্যাসিক ধারনা। ফটো এডিটিং এর উপর ব্যাসিক ধারনা দেওয়া হবে। আপনার জন্য উপযুক্ত কাজের ক্ষেত্র খুঁজে বের করা। মানি ট্রান্সফার পদ্ধতি ও অনলাইন ব্যাংকিং এর নিয়ম। কাজের জন্য অ্যাপ্লাই এবং কাজ পাওয়ার পদ্ধতি। প্রোফাইল ১০০% ভাগ যেভাবে সম্পন্ন করবেন। গুগোল এডসেন্স কি এবং এর মাধ্যমে আয়ের উপায়। ব্যাসিক এইচটিএমএল স্ট্রাকচার এবং বিভিন্ন এইচটিএমএল ট্যাগ। প্রোফাইল এর পোর্টফোলিও পেজটি যেভাবে পরিপুর্ন করবেন। কভার লেটার এবং ওয়ার্ক সাবমিশন করার পদ্ধতি। ব্লগস্পট সাইট বা নিজের ওয়েব-সাইটের মাধ্যমে যেভাবে আয় করবেন। এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি। অন-পেজ এসইও কি এবং কিভাবে করবেন। odesk ও freelancer এর বিভিন্ন অংশের পরিচিতি। elance এবং fivre এর উপর বিশেষ ক্লাস। মার্কেট প্লেসে কাজ করার শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়।
প্যাকেজ কোর্সটি সম্পর্কিত কিছু তথ্যঃ
• মোট ক্লাস সংখ্যাঃ ৪০ টি
• উন্নতমানের ল্যাব ক্লাসরুমের সুবিধা।
• প্রতিটি ক্লাসের সাথে কালার প্রিন্টেড লেকচার শীট।
• উন্নতমানের প্রোজেক্টর সহ ক্লাস রুম।
• কোর্স পরবর্তি সময়ে সারা জীবন সাপোর্ট।
• স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে আলাদা গ্রুপ রয়েছে।
• শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় দেখানো হয়েছে।
• হাতে কলমের পাশাপাশি প্র্যাক্টিকাল করে দেখান হবে।
• প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল, সফটওয়্যার এবং টুলস প্রদান করা হবে।
• ফ্রিল্যান্সিং এর উপর লিখা কিছু বই এর পিডিএফ কপি দেওয়া হবে।
ভর্তির জন্য প্রত্যেক কে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন কিমবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা (১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭)। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল ভাবে অনলাইনে আপ্লাই করার ৪৮ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে। ৭২ ঘন্টার মধ্যে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানানো হবে। অনলাইনে রেজিস্ট্রেসনের করতে এখানে ক্লিক করুন। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।
অফিসের ঠিকানাঃ ১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
বিঃদ্রঃ কোর্স সম্পর্কিত এই প্রোগ্রামটি শুধুমাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি ২০১৬-এর জন্য প্রযোজ্য। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৭১৭৬৯৫৬৩১। ঘরে বসে অনলাইনে রেজিস্ট্রেসন করুন http://www.inst.black-iz.com/regblackizitinst.html। (আমাদের শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অভিমত দেখতে এখানে ক্লিক করুন।)
নিম্নের সুযোগ সুবিধাগুলো সীমিত, এই সকল সুবিধা শুধুমাত্র প্রথম ব্যাচ বা প্রথম ৩০ জনের জন্য দেওয়া হবে। পরবর্তি সকলকে এর নির্দিস্ট মুল্য পরিশোধ করে নিতে হবে।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'BLACK iz IT Institute'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.
grammen সিম এ 8GB ফ্রী দিয়েছ শুনলে তো অনেক viewal হয়। আজ আমার একটা টিউন পড়ে দেখেন হয়তো কাজে আসতে পারে।