এখনি ডাওনলোড করে নিন অনলাইন SEO কাজের উপর একটি PDF বই। যেটা আমাকে টাকা দিয়ে কিনতে হয়েছে। আপনাদের ফ্রিতে দিয়ে দিলাম।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সবাই কেমন আছেন ?
আশা করছি ভালোই আছেন। কি বলবো ভাই শিতের দিন। কিছু লিখতেই ইচ্ছা করছে না। তাই আনেকদিন কিছু লেখাই হয় না। কিন্তু আজকে ভাবলাম কিছু লিখা দরকার। আসলে কিছু লিকবো তা নয় আজ আমি আপনাদের বিশেষ একটা জিনিস দিবো যেটা হয়তো আপনারা ইন্টারনেট এ পাবেন না। কারন এটা আমি টাকা দিয়ে কিনেছি।

আপনারা এতদিন অনলাইনে আয় সম্পর্কে অনেক জনের কাছে অনেক কিছুই শুনেছেন। যদি এতো কিছুই শুনে থাকেন তাইলে ভাই আপনাদের কাছে আমার রিকুয়েষ্ট আপনারািএই বইটি ডাওনলোড করে পড়ে দেখুন আশা করছি বিশেষ কিছু শিখতে বা জানতে পারবেন। এই বইটির মধ্যে অনলাইনে কাজ সম্পর্কে বিশেষ কিছু ধারনা পাবেন। আর ওডেক্স এ কিভাবে কাজ পাবেন তার ও বিশেষ কিছু টিপস আছে। মোটকথা হলো আপনারা এই বইটার মাধ্যমে বিশেষ কিছু পাবেন। আমি একটা প্রতিষ্টানের কাছ থেকে অনলাইন এসওেএর কাজের সিডি কিনসিলাম সত্যি  বলতে কি জানেন ভাই এই সিডি গুলো থেকে আমি কিছুই শিখতে পারিনি। এরা যেগুলো সিখাইসে সেগুলো আমি আগে থেকেই জানি। আমি সেই প্রতিষ্ঠানটার নাম বলছি না কারন আমি ভাই কারো ক্ষতি চাই না। টাকাটা আসলে কোন বিষয় না। বিষয়টা হলো যারা টিউটোরিয়াল গুলো করেছেন তারা কোন টপিককেই খোলাসা ভাবে আলোচনা করেন নাই। যাই হোক আপনারা বইটা পড়লেই প্রতিষ্ঠানটার নাম দেখতে পাবেন।

অাপনাদের এইটা বলার একটাই কারন হচ্ছে আপনারা যেকোন প্রতিষ্ঠান থেকে সরাসরি শিক্ষা নিন। সিডি কিনবেন না। কিনলেই আমার মত ঠকবেন। যাই হোক নিচের লিংক থেকে বই গুলো ডাওলোড করে নিন।

ডাওনলোড

ধন্যবাদ সবাইকে।

 

 

 

Level 0

আমি পাবেল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এই সব ধান্দামি বাদ দেন
ডাউনলোড লিঙ্ক দিলেন তাও আবার আপনার ব্লগের
সেখানেও ডাউনলোড লিঙ্ক এর জায়গায় এডফ্লাই এর এড!

ভাল কিছু দেওয়ার চেষ্টা করে

ভাই বন্ডামির ও সীমা থাকা উচিত
কয়দিন খাবেন এসব করে ?

    ভাই ভাল কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। তাছাড়াও এমতো নয় যে এতে আপনার টাকা খরচ হচ্ছে ?? যদি লাগে তাহলে সংগ্রহ করে নিন ..

ভাই ভাল কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। তাছাড়াও এমতো নয় যে এতে আপনার টাকা খরচ হচ্ছে ?? যদি লাগে তাহলে সংগ্রহ করে নিন ..