SEO এর জন্য আর্টিকেল রাইটিং এখন লিখুন আর সাবমিট করুন

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

Search Engine Optimization ছাড়া কোন ওয়েব সাইট কখনোই জনপ্রিয় বা খুব ভাল রেঙ্ক অর্জন করতে পারেনা। তাই ওয়েব সাইট মালিকরা ওয়েব সাইট তৈরী করার পর যে কাজটি প্রথমেই করে সেটি হল সাইটের এস ই ও। টেকটিউনসস এর অনেক টিউনারই মনে হয় এস ই ও সম্পর্কে জানেন।

SEO তে দুইটি আংশ আছে

  • অন পেজ SEO
  • অফ পেজ SEO

অন পেজ SEO সম্পর্কে আজ কিছু লিখলাম না .

অফ পেজ SEO ওয়েব সাইটের জন্য খুবই গুরুত্ব। সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আসতে অফ পেজ SEO আপনাকে সাহায্য করবে। অফ পেজ SEO ছাড়া সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আসা দুরের কথা ভাবতে পর্যন্ত পারা যায় না। অফ পেজ SEOতে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ন। যেমনঃ-

  • ব্যাক লিঙ্ক
  • সোস্যাল বুকমার্কিং
  • ফোরাম টিউনিং
  • আর্টিকেল রাইটিং
  • ডাইরেক্টরি সাবমিশন।

অফ পেজ SEO তে আর্টিকেল সাবমিশন ও ডাইরেক্টরি সাবমিশন করা এক কষ্ট সাধ্য হয়ে দাঁড়ায়।

আর্টিকেল রাইটিং নিয়েই বলি  আর্টিকেল রাইটিং এর মাধ্যমে সাইটকে সার্চ ইঞ্জিন যেমন গুগুলের কাছে বেশী গুরুত্ব পূর্ন হিসাবে সাবমিশন করা যায়। তাই যেই সকল সাইট বিভিন্ন সাইটে আর্টিকেলের মাধ্যমে ব্যাক লিঙ্ক পায় সেই সকল সাইট গুগুলে ভাল পজিশন পায়। তাছড়াও আর্টিকেল রাইটিং এর মাধ্যমে সাইটে প্রচুর ভিজিটর আনা সম্ভব।

অনেক SEO এক্সপার্টরাই আর্টিকেল সাবমিশন নিয়ে বিপাকে পরেন। যেমন ধরুন বিভিন্ন আর্টিকেল সাবমিশন সাইটে টাকা দিয়ে রেজিষ্টেশন করতে হয়। আবার অনেক সাইটে টিউন করার পরে পাবলিশ করে না। তাই অনেকেই আর নিজের সাইটের লিঙ্ক দিয়ে আর্টিকেল সাবমিশন করে না।

Submit Your Article  

ঘুরতে ঘুরতে হঠাত করে এই সাইটটি সাথে পরিচয়। আর্টিকেল সাবমিশনের জন্য পার্ফেক্ট এক্তি ফ্রি সাইট। ইচ্ছা মত আর্টিকেল লিখে টিউন করা যায়। আর যে কোন টিউনই সরাসরি পাবলিশ করে। তাই দেরী না করে এখুনি আপনার সাইটের জন্য আর্টিকেল লিখুন আর সাবমিট করুন।

Submit Your Article

 

Level 0

আমি মেহাদী হাসান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস