SEO বাংলা ভিডিও টিউটোরিয়াল চেইন টিউন ৩য় পর্ব || On Page এবং Off page Optimization এর ধারনা।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
আসসালামুয়ালাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। ব্যস্ততার কারনে নিয়মিত টিউন করতে পারিনি এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। SEO শেখার ৩য় পর্বে আপনাদের আবার স্বাগত জানাই। গত পর্বে আমরা দেখিয়েছিলাম SEO এর প্রকারভেদ। যারা মিস করেছেন তারা আবার দেখে আসতে পারেন।

  • SEO বাংলা ভিডিও টিউটোরিয়াল চেইন টিউন ১ম পর্ব || Seo এবং Search Engine এর ধারনা।

যারা গত পর্ব দেখেছেন তাদের জন্য আজকের টিউন শুরু করলাম।

"On page Optimization" কি?

On Page Optimization

আপনার সাইট বা আপনার ক্লায়েন্টের সাইট সার্চ ইঞ্জিনের কাছে পরিচিত করার জন্য আভ্যন্তরিন যে SEO করা হয় তাকে On page Optimization বলে।

 "Off page Optimization" কি?

Off page Optimization

আপনার সাইট অথবা আপনার ক্লায়েন্টের সাইট একবার সার্চ ইঞ্জিনের কাছে পরিচয় অর্থাৎ সাবমিট করানো হয়ে গেলে তার পেজ র‍্যাংক, জনপ্রিয়তা, ভিজিটর ইত্যাদি বাড়ানোর জন্য যে কাজ কাজ করা হয় তাকে "Off page Optimization" বলে।

আপনাদের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল বানালাম।

আশা করি আমার ভিডিও গুলো দেখে কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদের কিছু শিখাতে পারি তাহলেই আমি সার্থক। আমার ভিডিও গুলো নিয়মিত সাবস্ক্রাইব করুন। আর হ্যা লাইক, টিউমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিছু না বুঝলে টিউমেন্ট করুন। ধন্যবাদ।

Level 0

আমি ফাহাদ অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

রঙের কাছে থেকে তুলি হারিয়ে গেছে। আজ রঙ খুব একা


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস