আস-সালামুআলাইকুম। কেমন আছে সবাই, অাশা করি ভাল। টিটি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার অাজকের টিউন শুরু করছি। আশা করি আপনাদের ভাল লাগবে। পরীক্ষার শত ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে হাজির হতে পেরে অনেক ভাল লাগছে। আশা করি সবাই টিটিকে সর্মদ্ব করতে মান সম্পন্ন টিউন করবেন। সবার টিউনই আমার ভাল লাগে আমার টিউনটিও আশা করি অাপনাদের কাছে ভাল লাগেবে। আর টিউনে কোনো প্রকার ভূল হলে ক্ষমা করে দিবেন।
আজকে আমার টিউনের বিষয় হচ্ছে SEO। অনলাইনে আয়ের ক্ষেত্রে SEO টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যত দিন যাচ্ছে, অনলাইনে কম্পিটিশন বেড়েই চলেছে। সেখানে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই SEO জানতে হবে। বিশেষ করে ইউটুভিং এবং ব্লগিং এর ক্ষেত্রে এটা জানা অব্যাশক। অনলাইনে আয়ের পথ হিসাবে আমরা অনেকেই ব্লগিং ইউটুভিং কে বেচে নেই। আমার কছে ইউটুভিং টা সহজ মনে হয়েছে।
বিশেষ করে যারা নতুন। তারা এই লঅইনে এসে প্রথমে হতাশ হয়। কারণ ওয়েব সাইট আছে কিন্তু ভিজিটর নেই, ইউটুভে চ্যানেল অাছে কিন্তু ভিউয়ার নেই। এখন প্রশ্ন হল কেন নেই। কারণ হল SEO না করা। এখন ওয়েব এসইও অার ইউটুভের এসইও এক না। যেহেতু এক টিউনে দুটু অলোচনা করা সম্ভব নয় তাই আমি অাজকে ইউটুভের এসইও নিয়ে আলোচনা করব।
এ্সইও এর জন্য এই স্টেপ গুলো অব্যাশক।
এখানে আমি প্রধান বিষয় গুলো উল্লেখ করলাম। এসইও এর জন্য এই গুলোই যতেষ্ট নয়, অার ৫-৮ টা ষ্টেপ অাছে। যে গুলো আমি ভিডিও টিউটিরিয়ালে অালোচনা করেছি। এখন কিভাবে কিওয়ার্ড রিচার্চ করবেন, কিভাবে রিলেটেড টাগ খুজে পাবেন এবং ব্যবহার করবেন, কিভাবে ব্লাক লিংক তৈরী করবেন,পপ্লে লিষ্ট তৈরী করবেন অারও এসইও এর সব কাজ কিভাবে করবেন। এই টা টিউনে বলতে গেলে তাপসির হয়ে যাবে,তাই অঅপনাদের জন্য একটি বাংলা ভিডিও টিউটিরিয়াল দিলাম ইউটুভ এসইও এর। সাধারণত ইউটুভ এসইও এর ভিডিও খুব কম মিলে। তাই অাশা করি ভিডিও টিউটিরিয়াল মনযোগ দিয়ে টি দেখবেন।
আমি টেকনিক জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জটিল বস,অনেক ধন্যবাদ,এগিয়ে যান