এসইও টিউটরিয়াল বিগিনার থেকে টপ লেভেল পর্যন্ত যারা শিখতে চান আজ থেকে টিউন ফলো করুন পর্ব-০১

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
জোসস করেছেন

লেখাটির শুরুতেই আপনাকে সাবধান করে দিচ্ছি- আপনি যদি সহজ রাস্তায় অর্থ উপার্জনের চিন্তা করে থাকেন, দয়া করে আমার এই টিউন থেকে দূরে থাকুন। কারণ আমি জানি, এখানে সহজ রাস্তায় ইনকাম করা সম্ভব নয়। শুধুমাত্র পরিশ্রমী এবং সৎ যারা তারাই আমার এই পদ্ধতিতে ইনকাম করতে পারবেন, ইনশাল্লাহ। আমি নিজে এই পদ্ধতি অনুসরণ করে ইনকাম করি। তা-ই আপনাদের শেখাবো।

শুরুতেই জেনে নিন SEO শিখতে হলে কি কি লাগবে?

SEO শেখার জন্য প্রথমেই লাগবে আগ্রহ। কারণ আগ্রহ ছাড়া কোনো কাজ করা সম্ভব না আমি মনে করি। SEO শিখতে চায়লে আপনাকে কম্পিউটার বিষয় এ মুটামুটি ধারণা এবং ইন্টারনেট সম্পর্কে মুটামুটি ধারণা থাকতে হবে। যদি আপনার ইন্টারনেট ও কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি কি  করে এসইও শিখবেন। যাইহোক SEO শিখতে চায়লে যদি আপনার ইন্টারনেট ও কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে। আমার এই টিউনটি দেখবেন।

সতর্কতা! না বন্ধুগণ। এখানে শর্টকাট বা সহজ উপায়ে ইনকাম করার কোনো ওয়ে নেই। মিনিমাম ২ মাস আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এছাড়া এখানে দয়া করে সময় নষ্ট করবেন না। একেবারেই করবেন না!

একটি সহজ অংক

বাংলাদেশের প্রচলিত পড়ালেখার সিস্টেমে মাস্টার্স পাস করতে কত বছর লাগে? উত্তর হচ্ছে ১৭ বছর (প্রাইমারি ৫ বছর + হাইস্কুল ৫ বছর + কলেজ ২ বছর + অনার্স ৪ বছর + মাস্টার্স ১ বছর = ১৭ বছর)। তাই না? এই সতেরো বছর পড়ালেখা করে আমাদের দেশের ছেলে-মেয়েরা ১৫ হাজার টাকা মাসে চাকরি পেলেই খুশিতে আটখানা হন। তো ১৭ বছর কঠোর সাধনা করে যদি আপনি আশা করেন ১৫ হাজার টাকা, তাহলে কেমন করে অনলাইনে কোনো সময় না দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করার চিন্তা করেন? মাথা খাটান, বন্ধুগণ! সুতরাং আমি বলবো- সহজ রাস্তা মানেই ফাঁকির রাস্তা। অনেক সময় নষ্ট করেছেন বিভিন্ন দিকে। সব বাদ দিয়ে আশাকরি।

 

এই টিউটোরিয়াল কাদের জন্য?

আপনার জন্যই! হ্যাঁ, আপনার জন্যই যদি আপনি হয়ে থাকেন সৎ, সাহসী, পরিশ্রমী এবং চ্যালেঞ্জ গ্রহণে বদ্ধপরিকর। তাহলে আপনার জন্যই এই টিউটোরিয়াল।

 

এই টিউটোরিয়াল কাদের জন্য নয়?

আপনার জন্য নয় যদি আপনি-
- সহজ রাস্তায় ইনকাম করতে চান
- স্বল্প সময়ে ইনকাম করতে চান
- পরিশ্রম না করেই ইনকাম করতে চান
- কাজ করার মানসিকতা না থাকে
- শর্টকাট ওয়েতে বড়লোক হতে চান
- যদি আপনি অলস হন
- যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক না হন.

এবার আপনি-ই সিদ্ধান্ত নিন এই টিউটোরিয়াল আপনার জন্য, নাকি আপনার জন্য নয়?

 

কি কি শিখবো আমরা?

একদম বিগিনারদের জন্য এসইও এর জন্য কিছু বেসিক টিউন :

  1. এসইও কি
  2. সার্চ ইঞ্জিন কি এবং কিভাবে কাজ করে
  3. সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP) কি, বেসিক আইডিয়া
  4. এসইও তে প্রায়ই শোনা যায় এমন কিছু কমন শব্দ এবং এর ব্যাখ্যা
  5. এসইও এর কিছু ধরন
  6. এসইও শেখা শুরু করার পূর্বে কোন কোন বিষয় গুলো মাথায় রাখতে হব

 

Onpage Optimization (অনপেজ অপ্টিমাইজেশন) এর জন্য লেসন সমূহঃ

  1. অনপেজ অপ্টিমাইজেশন কি? এবং কেন?
  2. অনপেজ অপটিমাইজেশন এ কি কি করতে হয়?
  3. এসইও শুরু করার জন্য একটি ওয়েবসাইটের কি কি থাকতে হবে?
  4. পেইজ র‍্যাংক কি? এবং কেন?
  5. পেইজ র‍্যাংক (PR) কিভাবে চেক করতে হবে
  6. এলেক্সা র‍্যাংক কি এবং কিভাবে চেক করবেন এবং বিস্তারিত
  7. ওয়েব র‍্যাংক টুলবার / অ্যাডঅন্স
  8. মজিলা তে ওয়েব র‍্যাংক ইন্সটল করা
  9. গুগল ক্রোমে ওয়েব র‍্যাংক ইন্সটল করা
  10. কিওয়ার্ড কি? কেন?
  11. কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস কি এবং এর গুরুত্ব
  12. গুগল কিওয়ার্ড টুল (প্ল্যানার) এর সাহায্যে কিওয়ার্ড রিসার্চ এর প্র্যাক্টিক্যাল সেশন- পর্ব- ০১
  13. গুগল কিওয়ার্ড টুল (প্ল্যানার) এর সাহায্যে কিওয়ার্ড রিসার্চ এর প্র্যাক্টিক্যাল সেশন- পর্ব- ০২
  14. গুগল কিওয়ার্ড টুল (প্ল্যানার) এর সাহায্যে কিওয়ার্ড রিসার্চ এর প্র্যাক্টিক্যাল সেশন- পর্ব- ০৩ (লং টেইল কিওয়ার্ড)
  15. মেটা ট্যাগ কি এবং কেন?
  16. মেটা ট্যাগ কিভাবে তৈরি করতে হয়
  17. এইচটিএমএল (HTML) এর মধ্যে মেট্যা ট্যাগ বসানো, সরাসরি কোডের মধ্যে বসানো এবং কোড সম্পর্কে ধারনা
  18. ব্লগার.কম দিয়ে করা ব্লগে মেট্যা ট্যাগ বসানো
  19. মেট্যা ট্যাগ নিয়ে আপনাদের কিছু কমন কনফিউশন এবং এর সমাধান
  20. ওয়ার্ডপ্রেস এর জন্য All In One SEO Pack প্লাগিন এবং এর ইন্সটলেশন প্রক্রিয়া
  21. হোম পেইজের জন্য ওয়ার্ডপ্রেসে মেটা ট্যাগ বসানো
  22. ভেতরের পেইজ গুলোর জন্য আলাদা আলাদা মেটা বসানো
  23. ইমেজ অল্টার ট্যাগ (Image Alter Tag) কি এবং কেন?
  24. ব্লগার এবং ওয়ার্ডপ্রেস এ ইমেজ অল্টার ট্যাগ ব্যবহার করা
  25. গুগলে ওয়েব সাইট সাবমিট করা (এখান থেকেই মূলত সরাসরি এসইও এর যাত্রা শুরু)
  26. গুগল ওয়েবমাস্টার টুল (Google Webmaster Tool) কি এবং কেন?
  27. গুগলে ওয়েবমাস্টারে ওয়েবসাইট ভেরিফাই করা- (FTP এবং File Manager এর মাধ্যমে)
  28. গুগলে ওয়েবমাস্টারে ওয়েবসাইট ভেরিফাই করা- (মেট্যা ট্যাগ এর মাধ্যমে)
  29. সাইটম্যাপ কি? এবং কেন?
  30. সাইটম্যাপ তৈরি এবং আপলোড করা
  31. গুগলে সাইটম্যাপ সাবমিট করা
  32. বিস্তারিত রিভিউ এর সাথে গুগলে ওয়েবমাস্টার টুলস এর সমাপ্তি
  33. গুগল অ্যানালাইটিক টুল পরিচিতি
  34. গুগল অ্যানালাইটিক কোড ইন্ট্রিগ্রেশন (ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম)
  35. গুগল অ্যানালাইটিক টুলস এর বিভিন্ন অপশন এবং রিভিউ
  36. বাউন্স রেট কি, এর গুরুত্ব?
  37. Windows Live অ্যাকাউন্ট ওপেন করা
  38. Yahoo এবং Bing এ সাইট সাবমিট করা (যৌথ সাবমিশন)
  39. Bing Webmaster Tools (বিং ওয়েব মাস্টার টুলস) কি, কেন, ভেরিফিকেশন এবং অন্যান্য
  40. Anchor Text (অ্যাঙ্কর টেক্সট)কি? কিভাবে তৈরি করতে হয়
  41. ওয়ার্ডপ্রেস CMS এ কন্টেন্ট মডিফিকেশন
  42. ব্লগার ব্লগে কন্টেন্ট মডিফিকেশন
  43. এসইও উপযোগী করে কন্টেন্ট বা আর্টিকেল লিখা
  44. Permalink কি? WordPress এ কাস্টম Permalink সেটিং করা
  45. ব্লগার এ কাস্টম Permalink সেট আপ করা
  46. এসইও এর ম্যাজিক রেজাল্ট
  47. অনপেজ অপ্টিমাইজেশন এর সমাপ্তি

 

OFF Page Optimizaiton (অফপেজ অপটিমাইজেশন) এর লেসনসমূহঃ

  1. অফপেজ অপটিমাইজেশন কি? এই সম্পর্কে ধারনা
  2. এর গুরুত্ব কি এবং কেন?
  3. লিংক শেয়ারিং কি? গুগলের এখানে কাজ কি?
  4. স্প্যামিং কি?
  5. অফপেজ অপটিমাইজেশন এ কি কি করতে হবে?
  6. Link Building, Link Sharing, Backlink এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক বা পার্থক্য কোথায়?
  7. Social Bookmarking (সোশ্যাল বুকমার্ক) কি এবং কেন?
  8. প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করা – পর্ব- ০১
  9. প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করা – পর্ব- ০২
  10. প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করা – পর্ব- ০৩
  11. প্র্যাক্টিক্যাল সোশ্যাল বুকমার্ক করা – পর্ব- ০৪
  12. এক ক্লিকে সোশ্যাল বুকমার্ক করা- মজিলা ব্রাউজারে
  13. এক ক্লিকে সোশ্যাল বুকমার্ক করা- গুগল ক্রোম ব্রাউজারে
  14. সোশ্যাল বুকমার্ক এর জন্য কাজের প্রমান তৈরি করা যেটা আপনি কাজ শেষে ক্লাইন্টকে সাবমিট করবেন
  15. টিউমেন্ট ব্যাকলিংক কি?
  16. টিউমেন্ট ব্যাকলিংক তরি করা- পর্ব- ১
  17. টিউমেন্ট ব্যাকলিংক তরি করা- পর্ব- ২
  18. টিউমেন্ট ব্যাকলিংক এর জন্য ওয়ার্ক প্রুফ বা কাজের প্রমান তৈরি করা যেটা আপনি কাজ শেষে ক্লাইন্টকে সাবমিট করবেন
  19. Do Follow এবং No Follow ব্যাকলিংক এবং এদের মধ্যে পার্থক্য কোথায়?
  20. Do Follow এবং No Follow ব্যাকলিংক চেকার- মজিলা ফায়ারফক্স
  21. Do Follow এবং No Follow ব্যাকলিংক চেকার- গুগল ক্রোম
  22. টিউমেন্ট ব্যাকলিংক এর বর্তমান মার্কেট এবং অবস্থা
  23. IP(Internet Protocol) এড্রেস কি এবং কেন?
  24. কিভাবে আপনি আপনার আইপি এড্রেস চেক করবেন?
  25. একটি ওয়েবসাইটের সার্ভার আইপি কিভাবে বের করবেন?
  26. প্রক্সি (Proxy) সার্ভার কি এবং কেন?
  27. প্রক্সি সার্ভারের প্র্যাক্টিক্যাল ব্যবহার
  28. প্রক্সি সার্ভারের প্র্যাক্টিক্যাল ব্যবহার- মজিলাতে অ্যাডঅন এর মাধ্যমে
  29. প্রক্সি সার্ভারের প্র্যাক্টিক্যাল ব্যবহার- গুগল ক্রোমে টুল এর মাধ্যমে
  30. গেস্ট টিউনিং কি এবং কেন গুরুত্বপূর্ণ
  31. গেস্ট টিউনিং এর জন্য রেজিস্টার করা
  32. প্র্যাক্টিক্যাল গেস্ট টিউনিং সাবমিশন
  33. গেস্ট টিউনিং করার পর ওয়ার্ক প্রুফ বা কাজের প্রমান তৈরি যেটা আপনি কাজ শেষে ক্লাইন্টকে সাবমিট করবেন
  34. .edu এবং.gov ব্যাকলিংক কি এবং কেন গুরুত্বপূর্ণ
  35. প্র্যাক্টিক্যাল.edu এবং.gov ব্যাকলিংক তৈরি
  36. ফোরাম কি এবং কেন?
  37. ফোরাম সাইটে রেজিস্ট্রেশন করা
  38. প্রোফাইল লিংক বিল্ডিং, সিগনেচার যুক্ত ফোরাম, এগুলো কি এবং এদের মধ্যে সম্পর্ক কোথায়
  39. প্র্যাক্টিক্যাল প্রোফাইল লিংক তৈরি করা
  40. প্রোফাইল লিংক তৈরির কাজের রিপোর্ট তৈরি করা
  41. ফোরাম টিউনিং প্র্যাক্টিক্যাল সেশন
  42. ফোরাম টিউনিং এর জন্য কাজের রিপোর্ট তৈরি করা যা আপনি ক্লাইন্টকে কাজ শেষে জমা দিবেন
  43. Directory এবং Directory Submission কি এবং কেন গুরুত্বপূর্ণ
  44. প্র্যাক্টিক্যাল ডিরেক্টরি সাবমিশন
  45. প্র্যাক্টিক্যাল ডিরেক্টরি সাবমিশন Receprocal Link ব্যবহার করে
  46. আটিকেল সাবমিশন কি এবং এর গুরুত্ব
  47. প্র্যাক্টিক্যাল আর্টিকেল সাবমিশন- পর্ব- ০১ রেজিস্ট্রেশন
  48. প্র্যাক্টিক্যাল আর্টিকেল সাবমিশন- পর্ব- ০২ আর্টিকেল সাবমিট করা
  49. আর্টিকেল সাবমিশন এর কাজের প্রমান বা ওয়ার্ক রিপোর্ট তৈরি করা
  50. গুগলের সার্চ করার কৌশল- পর্ব- ০১
  51. গুগলের সার্চ করার কৌশল- পর্ব- ০২
  52. গুগলের সার্চ করার কৌশল- পর্ব- ০৩
  53. লিংক বিল্ডিং করার জন্য ওয়েবসাইটের লিংক কিভাবে খুঁজে বের করবেন
  54. লিংক বিল্ডিং করার জন্য ওয়েবসাইটের লিংক বের করার জন্য সহায়ক ওয়েবসাইট
  55. ওয়েব ২.০ সাইট কি এবং এর গুরুত্ব
  56. ওয়েব ২.০ লিংক বিল্ডিং
  57. ওয়েব ২.০ সাইটের ওয়ার্ক প্রুফ বা কাজের রিপোর্ট তৈরি করা
  58. লিংক হুইল কি এবং কেন?
  59. লিংক হুইলের প্র্যাক্টিক্যাল পর্ব- ০১ (com এ সাইট খোলা)
  60. লিংক হুইলের প্র্যাক্টিক্যাল পর্ব- ০১ (com এ সাইট খোলা)
  61. প্র্যাক্টিক্যালি লিংক হুইল তৈরি করা
  62. রোবোট ফাইলের ব্যবহার
  63. একদম শুরু করে গুগলের বিভিন্ন এলগরিদম আপডেট নিয়ে প্রায় ৩০ মিনিটের বিস্তারিত লেকচার
  64. অফপেইজের বিভিন্ন খুটিনাটি বিষয় সহ এর সমাপ্তি

 

এসইও শেখার পর অনলাইনে কাজ করার জন্য কিছু গাইডলাইনঃ

  1. অনলাইনে আয়ের বিভিন্ন পদ্ধতি
  2. অনলাইনেই চাকুরী এবং ব্যাবসার ধারনা
  3. অনলাইনে চাকুরী এবং ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে হয়
  4. ফ্রিল্যান্সিং এর বিষয়টি কিভাবে হয়ে থাকে এবং উপার্জিত অর্থ আপনি কিভাবে তুলতে পারেন
  5. অনলাইনের অন্যান্য কাজ গুলো সম্পর্কেও ধারণা
  6. বিভিন্ন ধরনের কাজের মার্কেট সম্পর্কে ধারণা
  7. এসইও শেখার পর অনলাইনের কি কি সেক্টরে কাজ করে আয় করতে পারেন সেই সম্পর্কে গাইডলাইন
  8. এছাড়াও থাকছে আরও অনেক কিছুই!

আগামী পর্ব থেকে মূল টিউটোরিয়ালে আমরা হাত দেবো। একটাই অনুরোধ: আমার কোথাও কোনো ভুল হলে, বা আপনাদের বুঝতে অসুবিধা হলে টিউমেন্টে জিজ্ঞেস করবেন। আমি আপনাদের প্রতিটি টিউমেন্ট গুরুত্ব দিয়ে পড়বো এবং প্রাসঙ্গিক উত্তর দেবো। একটা বিষয় মনে রাখবেন- আমি কিন্তু শিক্ষক নই, সুতরাং আমার বুঝানোতে ভুল থাকতেই পারে। তবে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আমার জন্যও সুবিধা, আপনার জন্যও। দয়া করে কেউ ব্যক্তিগত প্রশ্ন করবেন না। শুধুমাত্র প্রাসঙ্গিক প্রশ্ন করুন।

সাথে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।

 

Level 2

আমি তাহসিন হামিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারন একজন। প্রযুক্তি নিয়ে লেখালেখি করতে ভালো লাগে । এর থেকে বেশি কিছু বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ হবে ভাইয়া। প্লিজ মাঝপথে এসে বন্ধ করবেন না। কেউ থাকুক বা না থাকুন আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে থাকবো।