সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের সবচেয়ে গুরুত্তপূর্ণ অংশ হলো অন পেইজ এসইও, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
ধরুন, আপনার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে একটি ওয়েবসাইট আছে, আপনি তাতে এসইও যোগ করতে চাচ্ছেন, কোন জায়গা থেকে আপনি শুরু করবেন বুঝতে পারছেন না ?
আপনি যে ডোমেইন নাম কিনতে চান তার সম্পর্কে চিন্তা করতে থাকুন, ভাল হয় যদি আপনি আপনার ওয়েবসাইট নামটিই ডোমেইন নাম হিসেবে পান, তাহলে এটা প্রাইম কিওয়ার্ড হিসেবে কাজ করবে আর গুগল এটা খুব পছন্দ করে। অন্যদিকে আপনি যে নাম পছন্দ করবেন সেটা প্রাইম কিওয়ার্ড হোক আর নাই হোক পরবর্তীতে ওই নামটাই প্রাইম কিওয়ার্ড হিসেবে কাজ করবে।
''ওয়েবসাইটে শুধুমাত্র মেটা টাইটেল, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন বসিয়েই অন পেইজ এসইও শেষ হয়ে যায় না'' - আমি এর সাথে একমত নই।
মেটা টাইটেল, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন অন পেইজ এসইও তে সবচেয়ে গুরুত্তপূর্ণ বিষয়, আপনি এসইও শুরু করার পর প্রথমে তাই করবেন একজন এসইও দক্ষ হিসেবে, এটা আমার মতামত।
যেকোনো ওয়েবসাইটে এসইও করার পূর্বে সাবধান থাকুন, কারণ আপনি প্রথমে খুব ভাল ফলাফল পেতে পারেন কিন্তু দিনশেষে আপনি গুগলের ব্ল্যাকলিস্টে চলে যেতে পারেন, আর আপনি আপনার সাইট টি আর গুগল সার্চ রেজাল্টে পাবেন না।
সবচেয়ে ভাল এটাই যে, একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি আপনার রিসার্চ চালিয়ে যান যতক্ষন পর্যন্ত আপনি এসইও সার্ভিস আপনার ক্লাইন্টদের জন্য করতে চান।
আপনার এসইও কাজটি যার মাধ্যমে করাতে চাচ্ছেন বেশি করে তার কাছ থেকে আপনার ওয়েবসাইটের বর্তমান অবস্থান এবং পরবর্তীতে আপনার ওয়েবসাইটের সম্ভাবনা সম্পর্কে বেশি করে জানার চেস্টা করুন, যদি ভাল সমাধান না পান, তাহলে আপনি আরও চিন্টা ভাবনা করে সঠিক ব্যক্তির কাছে কাজটি দিতে পারেন কারণ এটা নির্ভর করে আপনার ব্যবসা অথবা পন্যটি অনলাইনে থাকছে কিনা।
ওয়েবসাইট টাইটেল
ওয়েবসাইট নাম টি আপনার ওয়েবসাইটের অনেক জরুরি একটা অংশ কারন গুগল সার্চ ইঞ্জিন প্রথমে এ্টাই পড়ে এবং সংরক্ষণ করে রাখে, টাইটেল এইচটিএমএল এর একটি ট্যাগ যা আপনাকে হেড ট্যাগের ভিতরে লিখতে হবে। আজকাল ওয়েবসাইটের ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইট ডেভেলাপাররা বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করেন সুবিধামত।
আপনার যদি সাহায্যের দরকার পরে এবং আপনার ওয়েবসাইট ভাল অবস্থানে নিয়ে যাওয়ার কোনো উপায় খুজে না পান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব।
যখন আপনার একটি সাইট গুগলের সার্চ রেজাল্টে দেখায় তখন এরকমই দেখায়, আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যখন আপনি আপনার ওয়েবসাইটের নাম বা টাইটেল লিখবেন :
১। আপনার ওয়েবসাইট টাইটেল অবশ্যই ৫০টি অক্ষরের মধ্যে লিখতে হবে।
২। টাইটেলে অবশ্যই একটি মূল কিওয়ার্ড লিখতে হবে।
৩। কখনই আপনার পণ্যের না বা সেবার নাম উল্লেখ করবেন না যদি না সেটা সুপরিচিত হয়।
ডেসক্রিপশন
ডেসক্রিপশন সাধারণত টাইটেল বা ওয়েবসাইট নামের নিচেই বসে, যেভাবে আগের ছবি তে দেখানো হয়েছে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার বর্ণনায় কিছু প্রধান কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এটা অবশ্যই অর্থবোধক হতে হবে।
এখন বলবো কিভাবে সহজ উপায়ে বর্ণনা লিখবেন,
যেমনটি আমি আগেও বলেছি, ধরুন আপনার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ওয়েবসাইট আছে। যেখানে আপনি আপনার ওয়েবসাইটের নিয়মিত ব্যবহারকারিদের তাদের নিজের ব্লগ খোলার সুবিধা দিয়েছেন, এবং আপনি চান মানুষ সেখানে তাদের নতুন বন্ধু খুজে পায়, অনলাইনে নতুন নতুন বন্ধুদের মিলনমেলা, এবং এখানে ফ্রী তে রেজিস্ট্রেশন করতে পারেন।
ছবিতে দেখুন আমি কিভাবে তার বর্ণনা দিয়েছি, আমি আমার ওয়েবসাইটের মূল শব্দ বা কিওয়ার্ড ব্যবহার করেছি, এখন আমাকে শুধু এটাকে একত্রে সাজিয়ে লিখতে হবে,
নিজের মোবাইল নাম্বার, অবস্থান, দেশ এসব যোগ করা অনেক জরুরী, কিন্তু আমি আগেই বলেছি এটা নির্ভর করে আপনি কি ধরণের ওয়েবসাইট বানিয়েছেন। গুগল প্রতিনিয়ত নিজের নিয়মনীতি অদল বদল করছে আমারদের আরও ভাল ফলাফল দেওয়ার জন্য, এবং নিম্নমানের সাইট থেকে দূর রাখার জ়ন্য, আমি বিগত ৫ বছর ধরে এসইও করছি, অনেক সময় অনেক ওয়েবসাইট গুগল সার্চ রেজাল্টে ১০ থেকে ১২ দিনের মধ্যে প্রথম পাতায় চলে আসে, তবে খুব কম সংখ্যক ক্ষেত্রে এটি ঘটে।
আমার এসইও সম্পর্কে আরও টিউন পরতে পারবেন এখানে
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
আমি জালাল শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো, তবে মনে হয় আর একটু বিস্তর আলোচনা করলে ভালো হতো । Tecntunes এ আমরা আসি সেখার জন্য; আর আপনারাই হল তার এক মাত্র মাধ্যম । সুতরাং Problem হলে সাহায্য করবো এমনটা না বলে আপনার ৫ বছরের অভিজ্ঞতায় যে সমস্ত Problem এর সম্মুখীন হয়েছেন সে গুলো Tune এ বিস্তারিত তুলে ধরলে অথবা Tune এর মধ্যে মিলিয়ে লিখলে আমার মত যারা আপনার Tune পড়ে SEO শিখতে চায় তাদের বিশেষ উপকার হবে বলে বোধ করি । Next Tune এর অপেক্ষায় রইলাম……………
ধন্যবাদ ।