SEO হচ্ছে Search Engine Optimization এর শর্ট ফর্ম। আর ধরুন আপনার একটা অনেক সুন্দর ডিজাইন সম্পন্ন ওয়েব সাইট আছে। কিন্তু আপনার সাইট সম্পর্কে কেউ জানে না। তাহলে বিষয়টা যা দারায় তা হল যত ভাল ডিজাইন আর কন্টেন্ট থাকুক না কেন, আপনার সাইটে কোনো ভিজিটর না থাকলে তার কোন দাম নেই। যেহেতু আপনার সাইটকে সকলের কাছে পরিচিত করতে হবে তাই আপনাকে সব চেয়ে বেশি সাহায্য করবে সার্চ ইঞ্জিন। তো বুঝতেই পারছেন SEO কি এবং কেন করা হয়? আজকের টিউনে আপনাদের SEO এর প্রকারভেদ সম্পর্কে ধারনা দেবো।
SEO মূলত দুই প্রকার
অর্গানিক SEO কে আবার ২ ভাগে ভাগ করা যায়।
যেহেতু আপনাদের SEO Expert বানানোর লক্ষে আমি টিউন গুলো করছি তাই হাতে কলমে বুঝাতে চাই এ জন্য ভিডিও টিউটোরিয়ালের বিকল্প কিছু হতেই পারে না। আজকের টিউন বিস্তারিত ভাবে দেখতে এবং বুঝতে হলে আমার তৈরী ভিডিও টিউটোরিয়াল দেখুন। আর নিয়মিত আমার সাইটে ভিজিট করুন আপনাকে SEO Expert বানিয়ে ছারব ইনশাহআল্লাহ। আমাদের চ্যানেল সাবক্রাইব করুন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আমি ফাহাদ অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রঙের কাছে থেকে তুলি হারিয়ে গেছে। আজ রঙ খুব একা