অ্যাংকর টেক্সট কি? অ্যাংকর টেক্সট কিভাবে দেয়া হয় ??

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আপনি যদি এইচ টি এম এল জানেন তবে অ্যাংকর টেক্সট কি সে সম্পর্কে আপনাকে আমার বলার কিছু নেই। কারণ এটা আপনার জন্য খুবই স্বাভাবিক একটা বিষয়। আমরা এ পুষ্টটি মূলত তাদের জন্য যারা একেবারে নতুন।

অ্যাংকর টেক্সট :
প্রায় প্রতিটি টিউনের মধ্যেই হাইপারলিংক সহকারে টেক্সট থাকে, যেটি ঐ নিদ্দিষ্ট টেক্সটির রিলেটেড পূর্বের কোনো টিউন বা অন্য কোনো ওয়েবসাইট বা সাইটের কন্টেন্টের লিংক বসানো থাকে। আপনি হাইপারলিংক করা টেক্সটির উপর মাউসের কার্সর নিলে যে টেক্সট দেখায় সেটাই অ্যাংকর টেক্সট।

অ্যাংকর টেক্সট কিভাবে দেয়া হয় :

আমি সহজ ভাবে বলছি, দরুন আপনি আপনার ব্লগে কোন এইটি লাইন লিখেছেন এবং তার মধ্যে অ্যাংকর টেক্সট দিবেন। যেমন : ‘’অনলাইন” এই লিখাটিতে আপনি অ্যাংকর টেক্সট দিবেন। এখন এই লেখা টি নীল হয়ে থাকরে এবং এতে ক্লিক করলে আর একটি পেইজ খুলবে বা অন্য একটি সাইটে আপনাকে নিয়ে যাবে। এটি করার জন্য আপনাকে অবশ্যয় একটি এইচ টি এম এল কোড লিখতে হবে।যেমন

<a href=”www. aporadhshongbad.com”> অনলাইন</a>

(বি:দ্র: এটি আপনি Notepad এ চেক করে দেখতে পারেন। কিভাবে করবেন ? প্রথমে notepad ওপেন করুন তার মধ্যে কোড টি কপি করে পেস্ট করুন তারপর সেভ করুন যে কোন নাম দিয়ে করতে পারেন তবে শেষে .html দিবেন)।

তারপর এটাকে কোন একটি ব্রাওজারে ওপেন করুন এবং লক্ষ্য করে দেখুন অনলাইন এই লিখাটি নীল হয়ে আছে এবং এটাতে কার্সর নিয়ে গেলে একটি লিংক দেখাচ্ছে, এটায় হল অ্যাংকর টেক্সট।
এখন আপনি আমি যে স্থানে আমার সাইট এর নাম এবং বিষয় দিয়েছি তাতে আপনি আপনার বিষয় দিন।

এসইও এর ক্ষেত্রে: এসইও এর ক্ষেত্রে অ্যাংকর টেক্সট খুবই গুরুত্ববহণ করে। পাঠকের দিক থেকে প্রয়োজনীয়তার কথা বিবেচনা করলেই বোঝা যায় এটা এসইওর ক্ষেত্রে কতোটা ভু’মিকা রাখে। অ্যাংকর টেক্সটের একটি ব্যাকলিংকের মাধ্যমে সার্চ ইঞ্জিনে অনেক ভালো পজিশন পাওয়া সম্ভব। হোমপেজের পরিবর্তে আপনার সাইটের ইন্টারন্যাল পেজের লিংক করলে আরো বেশি সাড়া পাওয়া যায়।

বি:দ্র: অ্যাংকর টেক্সট দিয়ে লিংক তৈরি করলে ব্লগ সহজে কী ওয়ার্ড রাঙ্কিং এ আসে এবং এ থেকে অনেক বেশী ভিসিটর পাবার এবং লিংক থেকে ও ভিসিটর পাবার প্রচুর সম্ভাবনা  থাকে।

আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থকবেন এই প্রত্যাশাই... আল্লাহ্‌ হাফেজ।

সময় পেলে এই সাইটটি থেকে ঘুরে আসতে পারেন।

Level New

আমি নাঈম ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

very nice, helpful article. I will use in myblog
wazipoint.blogspot.com

অনলাইন ঠিক এই রকম তাই না ভাই ?