আসসালামুয়ালাইকুম আমি আপন আবারো অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম। এতদিন ব্যাস্ততা ও বিভিন্ন কারনে টিউন করা হয়ে উঠেনি। আমি সাধারনত SEO বিভাগে টিউন করি। আসুন কথা না বাড়িয়ে প্রধান টিউনে চলে আসি। এর আগে আমি টেকটিউনে একটি ধারাবাহিক SEO কোর্স টিউন করেছিলাম এরলিঙ্ক সমূহ নিচে দিলাম কেউ চাইলে দেখে আস্তে পারেন। অই টিউন গুলতে আমি ব্লগারএর SEO নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই টিউন টির মাদ্ধমে আমি ওয়ার্ডপ্রেসের SEO এর একটি ধারাবাহিক টিউন কোর্স শুরু করতে চাচ্ছি। কিন্তু এই টিউনের টিউনমেন্টে সারা না পেলে পরবর্তী টিউন গুলো করবনা। নিচে টিউন গুলো সবাই দেখবেন কারন অখানে কিছু বেসিক বিসয় আলোচনা করা আছে যেঁগুলো এই টিউন গুলতে আলোচনা করবনা। এই টিউন গুলতে সুধু Advance বিসয় গুলো আলোচনা করা হবে।
আমাদের আজকের টিউনের বিসয় হচ্ছে আমারা কি কি কারনে SEO শিখবো। য্রা আমার এই টিউনটি পরছেন তাদের কে হয়তো নতুন করে বলার কিছুই নেই যে Seo কি ? তারপরও বলছি যারা নতুন তাদের জন্য SEO হচ্ছে হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে কোন একটি ওয়েব সাইটকে সার্চ এঞ্জিন সমূহের সাথে পরিচিত করা যায় এবং সার্চ এঞ্জিন এর প্রথমের দিকে আনা যায়।আমার কাছে এর চেয়ে আর সহজ কোন সংজ্ঞা নেই। আসা করি সবাই বুজতে পেরেছেন সার্চ এঞ্জিন অপ্টমাইজেসন (SEO) কি?
এবার আসি আমারা কেন SEO শিখবো সেই বিসয়ে। আমাদের মদ্ধে অনেকেই আছি যাদের এক বা একাধিক ওয়েব সাইট আছে অথবা আমরা অনলাইন মার্কেটার। এখানে আমি অনলাইন মার্কেটিং বলতে Affiliate, CPA & Others সকল মারকেটিং কে বুঝুয়েছি। এখন আপনার একটি সাইট থাকুক অথবা আপনি অনলাইন মার্কেটার বা YouTube মার্কেটআর অই হয়ে থাকুন না কেন আপনার SEO প্রতিটা ক্ষেত্রেই লাগবে। কারন আপনাদের যাদের সাইট আছে বা যারা মার্কেটার আপনাদের কাছে Traffic ওই প্রধান তাই আমি মনে করি SEO=Traffic=Money. এটা একটি সিম্পল সূত্র কারন আপনার সাইটে Traffic থাকলে আপনি সাইটে Add ব্যবহার করে ইঙ্কাম করতে পারবেন আর মার্কেটআর রা তাদের Landing Page অথবা সাইটে Traffic এনে আপনাদের Affiliate বা CPA প্রডাক্ট সেল করতে পারবেন। কিন্তু এটা ভাবলে ভুল করবেন যে আজ এই টিউন টি পরেই আপনি আপনার সাইটের SEO করে ফেললেন আর লক্ষ লক্ষ ভিজিটর পাবেন, আপনার ভাবনা যদি এমনটি হয়ে থাকে তবে আমার পরবর্তী টিউন গুলো দয়া করে পরবেন না। কারন SEO কোন সর্ট টাইম প্রজেক্ট না SEO একটি লং টাইম প্রজেক্ট। এতে আপনি আজ কষ্ট করলে অবসসই কাল তার ফলাফল পাবেন। আমি আপনাদের সারা পেলে পরবর্তী টিউন গুলতে কিছু সিক্রেট টিপস সেয়ার করবো যার ফলে আপনি আপনার সাইটকে একটি ভাল স্থানে নিয়ে যেতে পারেন। আমার পরবর্তী টিউন গুলো পরার আগে অবসসই উপরের দেয়া আমার আগের টিউন গুলো পরে আসবেন তাহলে আমার এই টিউন গুলো বুঝতে সুবিধা হবে।
পরবর্তী টিউন গুলুতে আমি Advance SEO এবুং ওয়ার্ডপ্রেস SEO নিয়ে আলোচনা করবো। এই টিউন গুলো সম্ভবত একটু বড় হবে কারন আমি আমার ধারাবাহিক টিউন গুলো ৩-৪ পরবেই শেষ করবো। এর শেষে আমি বোনাস টিউন হিসেবে ২ পর্বের স্পেসাল Social Media Marketing নিয়ে টিউন করবো। এই টিউন টি আর বড় করলাম না। টিউনমেন্টে আপনাদের সারা পেলে পরবর্তী টিউনটি খুব দ্রুত প্রকাস করবো।
ধন্যবাদ সকলকে এতটা কষ্ট করে পরার জন্য।
সময় হলে আমার ছোট্ট ব্লগটি থেকে ঘুরে আসতে পারেন আমার ব্লগে কিছু SEO এর টিউন একবার চোখ বুলাতে পারেন।
আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Detailed Guide To Write An SEO Optimized Blog Post in WordPress
http://tutorialbd.net/