যারা অনলাইনে সিপিএ মার্কেটিং, আ্যফিলিয়েট মার্কেটিং এবং এসইওর কাজ করে থাকেন তারাই একমাত্র জানেন কিওয়ার্ড রিচার্সের গুরুত্ব কতটুকু। আমরা কিওয়ার্ড রিচার্সের জন্য সচরাচর গুগল কিওয়ার্ড রিচার্স টুলের শরনাপন্ন হয়ে থাকি।
কারণ এটি ফ্রি এবং খুবই কার্যকরী টুল। আবার অনেকেই বিভিন্ন পেইড সফ্টওয়ার ব্যবহার করে থাকেন।
আমার দেখা পেইড কিওয়ার্ড রিচার্স টুলের মধ্যে Fresh Key Keyword Research টুলসটি অসাধারন একটি টুলস। এই সফ্টওয়ারটি ব্যবহার করে আপনি গুগল,ইয়াহু,ইউটিউব,গুগল মার্কেট, আ্যমাজনের কিওয়ার্ড আলাদা আলাদাভাবে কিংবা একসাথে রিচার্স করতে পারবেন। Keyword search box এ সিম্পলি আপনার Niche বা প্রোডাক্টটির নাম লিখে সার্চ বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত কিওয়ার্ডটি। সাথে আপনার কিওয়ার্ডটির ট্রেন্ড সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন।
আপনি Google+Bing+Youtube একসাথে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন কিংবা শুধুমাত্র Google Or Bing Or Youtube Or Wikipedia থেকে সিঙ্গেলি রিসার্চ করতে পপারবেন।
সফ্টওয়ারটির বর্তমান বাজার মূল্য $49.95। যেহেতু টেকটিউনস এ এটিই আমার প্রথম টিউন তাই আপনাদের সাথে সফ্টওয়্যারটি বিনামুল্যে শেয়ার করলাম।
সফ্টওয়ারটি পেতে হলে আপনাদের দুটি স্টেপ পার হতে হবে।
১। প্রথমে এই পেজে গিয়ে সাইটের লিংকে যান
২। সাইটে প্রবেশ করলে আপনারা একটি পপআপ উইনডো দেখতে পাবেন। এইখানে আপনর নাম আর মেইল চাইবে।
৩। সবকিছু হয়ে গেলে এবার আপনার ইনবক্স চেক করুন। পেয়ে গেলেন আপনার কাঙ্কিত সফটওয়ারটি।
বিদ্র : অবশ্যই ইমেইলটা আগে confirmed করতে হবে
অনাকাজ্ঞিত ভুলত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী।
সাইটটির মূল ঠিকানা এইখানে
কিছু ScreenShot দেখুন :
mail ar name dile o inbox e aseni………. kichu ekta koren