SEO জিরো টু হিরো – সোস্যাল বুকমার্কিং (পর্ব – ৪)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সুপ্রিয় টেকটিউনস পরিবার,
আসসালামু ওয়ালাইকুম। আমার SEO বিষয়ে টিউনের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম।
যারা আমার আগের পর্বগুলো থেকে বাদ পড়েছেন, তাদেঁর জন্য

SEO জিরো টু হিরো – ওয়েব ২.০ (পর্ব – ১)

SEO জিরো টু হিরো – SEO Directory Submission (পর্ব – ২)

SEO জিরো টু হিরো – ভিডিও টিউনিং(পর্ব – ৩)

সোশ্যাল বুকমার্কিং কি?

সোশ্যাল বুকমার্কিং এর গুরুত্ব ওয়েব মাস্টাররা সবাই জানেন, সাইটের seo করতে এর বিকল্প নেই। সোশ্যাল বুকমার্কিং হচ্ছে মূলতঃ ভার্চুয়াল লিংক ডায়েরী। সাধারণতঃ আমরা যখন কোন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বা ওয়েবলিংক খুজে পাই তখন সেটা ব্রাওজারে সেইভ করে বা বুকমার্ক করে রাখি। ঠিক একই কাজ আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটেও করতে পারি। তবে এক্ষেত্রে সুবিধা হচ্ছে লিংকটি আমরা যে কোন যায়গা থেকেই প্রবেশ করতে পারি এবং খুব সহজেই বন্ধুদের সাথেও শেয়ার করতে পারি।

আর তাই সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানাও জানা দরকার। পাশাপাশি এর ব্যবহার ও কার্যপ্রনালী জানা দরকার।
লিংক সংরক্ষণ ও শেয়ারের ধরণ অনুযায়ী সোশ্যাল বুকমার্কিং তিন প্রকারের হয়ে থাকে।

১। Private Social Bookmarking Site – এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটে সংরক্ষিত লিংকগুলো যিনি সংরক্ষণ করেছেনে শুধুমাত্র তিনি দেখতে পারেন। সাধারনত Google Bookmarks এই ধরনের সেবা দিয়ে থাকে।
২। Open Social Bookmarking Site – এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটে শেয়ার করা লিংক গুলো সবার জন্যই উন্মুক্ত থাকে। ফলে যে কেওই অন্যদের শেয়ার করা লিংক থেকে উপকৃত হতে পারেন। Digg হচ্ছে এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটের সব চেয়ে বড় উদাহরণ।

সোশ্যাল বুকমার্কিং এর সুবিধা সমূহ কি কি?

বর্তমানে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো শুধুমাত্র বুকমার্কিং এর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এতে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগের নানা সেবা। এছাড়া সার্চ ইঞ্জিনগুলো তাদের ফলাফল প্রদর্শনের ক্ষেত্রে সোশ্যাল বুকমার্কিং এর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। নিন্মে সোশ্যাল বুকমার্কিং এর প্রধান প্রধান সুবিধাগুলো তুলে ধরা হল-

১। খুব সহজেই যেকোন ধরনের লিংক শেয়ার ও সংরক্ষণ করা যায়।
প্রযোজনীয় লিংকগুলো অত্যন্ত সুন্দরভাবে ব্যাবস্থাপনা করা বা সাজিয়ে গুছিয়ে রাখা যায়।
২।“DoFollow Backling” পাওয়া যায়।
৩।মানসম্পন্ন ভিজিটর পাওয়া যায়।
৪।অন্য সদস্যদের সাথে বার্তা আদান প্রদান বা যোগাযোগ করা যায়।
৫।গ্রুপ গঠন যায় এবং যেকোন গ্রুপে যোগদান করা যায়।
৬।সোশ্যাল শেয়ারিং বাটন এর মাধ্যমে যে কোন সাইট থেকেই খুব সহজেই লিংক বুকমার্কিং করা যার।
৭।অন্যদের শেয়ার করা লিংক থেকে খুব সহজেই নিজের প্রয়োজনীয় তথ্য খুজে পাওয়া যায়।
৮।যেকোন লিংকের মানদন্ড বিচার করা যায় এবং অতিরিক্ত তথ্য ও টিউমেন্ট যোগ করা যায়।

আজ এ পর্যন্তই, আর হাঁ আপনাদের প্রাকটিসের সুবিধাথের্ একটি PDF টিউটরিয়াল শেয়ার করলাম যাতে আপনার যে কোন সময় এমনকি কোন প্রোজেক্ট complete করার আগে একবার চোখ বুলাতে পারেন।

এখান থেকে PDF টি ডাউনলোড করে নিন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী টিউনে।

Level 0

আমি শাকিল আহমেদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোস্টটি পড়ে ভালো লাগলো। সম্পূর্ণ নতুন ৩০ টি সোশ্যাল বুকমার্কিং সাইট পেতে পারেন এখান থেকেঃ
http://www.websonjob.com/30-new-social-bookmarking-sites-list-for-strong-backlink/

হ্যা ভাই। টিউনটি ভালো লাগল। এরকম আরো টিউন http//sharebd.ga

হ্যা ভাই। টিউনটি ভালো লাগল। এরকম আরো
টিউন http://sharebd.ga