SEO জিরো টু হিরো – SEO Directory Submission (পর্ব – ২)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সুপ্রিয় টেকটিউনস পরিবার,
আসসালামু আলাইকুম। আশা করছি ঈদ সবার ভালই কাটছে। আর যারা প্রযুক্তিপাগল তাদেঁর ত ভালো কাটারই কথা তাই না? আমার আগের টিউন থেকে যারা বাদ পড়েছেন তারা এখান থেকে দেখুন। আমার প্রথম টিউনে একটা কথা বলতে ভুলে গেছিলাম যা বলা জরুরি তা হলো আমি প্রথমে Off page SEO এর টিউটরিয়াল দিয়ে শুরু করেছি তারপর আপনাদের সাড়া পেলে আশা করি ধারাবাহিকভাবে টিউন করব। অনেকে হয়ত ঘাবড়ে গেলেন যে Off page আর On page আবার কি?এগুলো আসলে সহজভাবে বললে যা হয় তাহলো অফ পেজ SEO এবং অন পেজ SEO উভয়ের লক্ষ্য ও উদ্দেশ্যে হলো প্রচারণা বৃদ্ধি করা। এর যে কোন একটি পদ্ধতি কার্যকরীভাবে ব্যবহার করলে সহজেই ভালো ফল পাওয়া সম্ভব।

যাই হোক, এবার আপনার মনে প্রশ্ন জেগে গেছে! SEO Directory Submission বিষয়ে টিউন করলেন কিন্তু এটা আবার কি? হাঁ আপনার প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে দিচ্ছি। এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর মাধ্যমে আয় করতে পারবেন।(বি.দ্র: ভালো ওয়েবসাইট ব্যাকলিংক তৈরী করতে পারলে, ঐ ওয়েবসাইটে Affiliate Marketing এর মাধ্যমে মাসে লক্ষাধিক মুদ্রা আয় করা সম্ভব)।

Back Links এর ভূমিকা আসলে SEO তে কত?
সহজ উত্তর হচ্ছে It’s Like Trust Vote আপনার ওয়েবসাইট এর জন্য। আপনি হাজার হাজার Backlink করে যান আপনি হয়তো কিছু সাময়িক Visitor পাবেন কিন্তু Search Engine Ranking এর জন্য Helpful হবে ভাল Quality Backlink. যেমন Search Engine বুঝতে সক্ষম যে কোনটা আপনার ওয়েবসাইট বা Online Business এর সাথে যথাযথ সামঞ্জস্য পূর্ণ।
তবে Educational Website(.edu), Government website(.gov), Non Profitable Organization website, Well-known Website, Local Google Indexed Directory এবং Yellow Page লিঙ্ক Google Robot বা Spider Program বিশেষ গুরুত্ব পায়।

আজ এ পর্যন্তই। আপনার মনে হচ্ছে এত শর্টকার্টে আমি কি বৃঝব। হাঁ আপনার সুবিধার জন্য এই বিষয়ে একটা PDF file শেয়ার করলাম। ডাউনলোড করে নিয়ে প্রাকটিস করতে থাকুন। আর হাঁ আপনি সবসময় মনে রাখবেন, অনলাইনে কাজের মাধ্যমে টাকা, বসে থেকে কেউ আপনাকে এক পয়সাও দিবে না। আর সবার প্রতি অনুরোধ কেউ PTC সাইটের দিকে যাবেন না। এগুলোতে কোন Future Depend করে না। ডাউনলোড লিংকটি প্রথম টিউমেন্ট এ দিলাম সবাই ডাউনলোড করে প্রাকটিস করবেন। আর কোন প্রবলেম টিউমেন্ট এ জানাবেন। আশা করি সমাধান দিতে পারব।

আজ আসি দেখা হবে SEO নিয়ে পরবর্তী টিউনে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Level 0

আমি শাকিল আহমেদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউটরিয়ালটি এখান থেকে ডাউনলোড করে নিন। আর প্রাকটিস করে কোন প্রবলেম হলে জানাবেন। http://adf.ly/1OvJee

Level 0

valo hoyeche. tutorial gulo sankhepe diyechen. aro details hole valo hoi ar aro post korun. post gulo porte just 5 mnts time lagche.