SEO শিখুন, অনলাইনে আর্ন করুন (পর্ব – ০১)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO শিখুন অনলাইনে আর্ন করুন ” এর ধারাবাহিক টিউটরিয়ালের প্রথম পর্বে আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই SEO এর টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে সাজানো হয়েছে যাতে একজন অনলাইন আর্নার ভালভাবে শিখতে পারে এবং কাজ করার মাধ্যমে সহজে অনলাইন থেকে আর্ন করতে পারে।

তো শুরু করা যাক SEO এর ধারাবাহিক পর্ব।

SEO কি?

SEO কি সেটা জানার আগে আমাদের জানতে হবে SEO এর পূর্ণরুপ। SEO এর পূর্ণরুপ হল Search Engine Optimization. এক কথায় যদি বলি SEO এর মানে দাঁড়ায় হল, যখন কোন সাইটকে Search Engine (Google, Yandex, Yahoo, Ask, Bing) এর সাথে পরিচয় করি দেয়া হয় তখন তাকে SEO বলে।

এবার একটা উদাহরণের মাধ্যমে বুঝানো যাক

ধরুন আপনার একটা দোকান আছে। এখন কথা হল এই যে আপনার একটা দোকান আছে সেটা লোকে কিভাবে জানবে? এখন আপনার কাজ হল এর প্রচার করা যাতে সকলে এই দোকান চিনে আর আপনার প্রোডাক্ট সহজে সেল হয়।

ঠিক তেমনি যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে তখন আপনি এই সাইটকেই পরিচিতি করাতে চাইবেন। যাতে বেশির ভাগ লোক আপনার সাইট ভিজিট করে। এই বেশি পরিমান ভিজিটর পাওয়ার জন্যে অনলাইনে মা্কেটিং এর মাধ্যমেই পাওয়া সম্ভব। আর SEO হল সবচেয়ে উত্তম পন্থা অনলাইনে মার্কেটিং করার জন্যে।

বিস্তৃতভাবে বলা যায়, যখন আমরা Google বা অন্যান্য Search Engine-এ সার্চ করি তখন আমাদের কঙ্খিত ফলাফল প্রথম দুই এক পেইজের মধ্যে খুঁজে পেতে চায়। আর অন্যথায় অন্য কোন Keyword (সার্চ বাক্সে যা লিখি এ বিষয়ে পরে আরও জানব) দিয়ে কাঙ্খিত তথ্য খুঁজে পেতে চায়। আর এই জন্যেই যাতে আমার ওয়েবসাইটটা Google কিংবা অন্যান্য Search Engine  এর প্রথম দুই এক পেইজের মধ্যে থাকে সেটার ব্যবস্থা করায় হল SEO বা Search Engine Optimization.

 

SEO কেন করা হয়?

অনলাইনে এত সব মার্কেটিং প্রসেস থাকতে যেমন (PPC, SMM, SME ইত্যাদি) কেনই বা আমি SEO করতে যাব, স্বভাবতই এই প্রশ্নটা আসতে পারে। আর এই প্রশ্নের জবাব হল SEO করার মাধ্যমে আপনার সাইট সার্চ ইঞ্জিনে লং টাইম থাকবে যা অন্য কোন মার্কেটিং-এ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এসইও করার মাধ্যমে আপনার তেমন কোন টাকা খরচ করতে হবে। এই মিতব্যয়ীতায় এসইও এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য।

SEO প্রকারভেদঃ

SEO কে আমরা ২ ভাগে ভাগ করতে পারি।

১। সার্চ ইঞ্জিনে কিভাবে আসতে চান তার ভিত্তিতে

২। কোন উপায়ে এই কাজ করতে চান তার ভিত্তিতে

 

১। সার্চ ইঞ্জিনে কিভাবে আসতে চান তার ভিত্তিতে :

সার্চ ইঞ্জিনে আপনার সাইটকে দুইভাবে এসইও করাতে পারেন। টাকা করছ করার মাধ্যমে আরে অন্যটা হল ফ্রি। টাকা দিয়ে যে এসইও করা হয় সেটাকে বলে Paid SEO আর যেটা ফ্রিতে করা হয় সেটাকে বলা হয় Organic SEO. এখানে Paid এর চাইতে Organic-ই সবচেয়ে ভাল কারণ Paid-এ আপনি যতক্ষণ টাকা দিবেন ততক্ষণ আপনার সাইটকে টপে দেখাবে অর্থাৎ সার্চ ইঞ্জিনের প্রথম দুই এক পেইজের মধ্যেই। আর অন্যদিকে Organic-এ যদি আপনি আপনার সাইটকে একবার টপে আনতে পারেন তাহলে অনেক দিন ধরে থাকবে। সবচেয়ে বড় কথা হল এই Organic-এ আপনাকে কোন টাকা পেমেন্ট করতে হচ্ছে না। আর আমরা এখানে সবগুলো বিষয় Organic SEO নিয়ে আলোচনা করব।

২। কোন উপায়ে এই কাজ করতে চান তার ভিত্তিতে:

আপনি দুই উপায়ে এসইও করতে পারেন। একটা হল বৈধ উপায় আর অন্যটা হল অবৈধ উপায়ে। এই বৈধ উপায়ের নাম হল White Hat SEO আর অন্যটির নাম হল Black Hat SEO.

White Hat SEO:

এটা এমন না যে আপনি একটা সাদা কালারের টুপি পরে SEO করলেই White Hat SEO হবে। মূলত এটা হল যখন আপনি সার্চ ইঞ্জিনের বিভিন্ন নিয়ম কানুন মেনে বৈধ উপায়ে এসইও করবেন তখন তাকে White Hat SEO বলা হয়। আমরা এখানে White Hat SEO নিয়েই আলোচনা করব।

Black Hat SEO:

যখন আপনি সার্চ ইঞ্জিনের বিভিন্ন নিয়ম কানুন না মেনে এসইও করবেন তখন তাকে Black Hat SEO বলে। এটি সার্চ ইঞ্জিন পছন্দ করে না। এর মাধ্যমে অল্প সময়ে সার্চ ইঞ্জিনের টপ পেইজে আসতে পারলেও বেশি দিন টিকে থাকা যায় না। এমন কি এই ধরণের এসইও সাইটের জন্যেও ক্ষতি হতে পারে। তাই এটি না করায় ভাল। ক্ষেত্র বিশেষে এটি অনেক কাজে লাগতে পারে।

ভালো থাকবে সবাই। দোয়া করবেন আমার জন্যে যাতে সুস্থ থেকে আপনাদের মাঝে পরবর্তি টিউন নিয়ে ফিরে আসতে পারি। আর হ্যাঁ যদি আপনার সময় হয় তো আমার এই ব্লগ থেকে একটু ঘুরে আসতে পারেন।

আর এসইও সম্পর্কিত বিষয়ে আপডেট থাকতে ফেসবুক গ্রুপে জয়েন করুন।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি Mizanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I think everything is possible if you want.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনারা এসইও শেখানোর জন্য টেকটিউনস এ পর্ব ১, পর্ব ২,৩,৪,৫,৬,৭,৮,৯ পর্যন্ত করে শেষ করে দেন। এভাবে না শিখিয়ে ভালোভাবে শেখান যেটাই সবার উপকার হবে।

    আপনি ঠিক বলেছেন, কিন্তু সেটা সবার সাথে মিলাবেন না। একটু ভিন্ন ধরণের টিউনারও তো থাকতে পারে যারা সম্পুর্ন পর্ব শেষ করে। তাই সাথে থাকেন আর টিউনগুলো দেখে যান আর ভালভাবে শিখুন।
    ধন্যবাদ

ধন্যবাদ আশা করি চালিয়ে যাবেন আর সত্যিকারে SEO শিখাবেন SEO কি আর কেন এইসব বলেই যেন আবার শেষ না হয়ে যান।

কয়েক পর্ব লিখে হারিয়ে যাবেন না আশা করি

আপনি থাকলে আমিও আছি……

Level 0

শেষ পর্যন্ত আমি আছি। আর আপনি………..

ভাই আশা করি পরিপূর্ন টিউন করবেন ।

আপনি ঠিক বলেছেন, কিন্তু সেটা সবার সাথে মিলাবেন না….., mone thake jeno. Shathe aachi shesh porjonto.

ধন্যবাদ আশা করি চালিয়ে যাবেন আর সত্যিকারে SEO শিখাবেন

মাইক্রোওয়ার্কার্স এর ব্যপারে help চাই

আমি যখন মাইক্রোওয়ার্কার্সের চেটু জব এর go to লিঙ্ক এ ক্লিক করি তখন নিচের massage শো করে

Please enter your password.
If you do not remember your password, you can reset it and have a new one sent to nah*********@**ail.com.
In case you no longer have access to this email, you will need to create a new account and then contact us for a manual reset using the “Feedback” tab.
Password:

আমি যখন আমার মাইক্রোওয়ার্কার্সের পাসওয়ার্ড দেই তখন নিচের massage শো করে

Wrong password.

Please enter your password.
If you do not remember your password, you can reset it and have a new one sent to nah*********@**ail.com.
In case you no longer have access to this email, you will need to create a new account and then contact us for a manual reset using the “Feedback” tab.
Password:

কিন্তূ আমার email এ কোন massage যায় না

তবে আমি অন্যান্য কাজগুলো ঠিকমতো করতে পারি

এখন আমি কি করতে পারি

please! help me

nice tune thanks.. and keep it up..

ধন্যবাদ আশা করি চালিয়ে যাবেন আর সত্যিকারে SEO শিখাবেন

Level 0

ভাই পর্ব গুলো তাড়াতাড়ি শেষ করলে ভাল হবে। তাই জলদি শেষ করেন।