SEO কেন শিখবেন, SEO শেখার পূর্ব শর্ত

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

 

 

 

 

SEO এর কথা আজকাল বেশি শুনা যাচ্ছে। কারণ অনেকেই অলাইন আর্নিং মানে মনে করে SEO। আসলে এই এসইও শুধু অনলাইন আর্নিং এর মধ্যেই সীমাবদ্ধা নয়। এটি আপনার ব্যক্তিগত কাজেও লাগবে। কারণ, যদি আপনি একটা ব্যবসা শুরু করেন তাহলে আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে। কারণ বর্তমানে সব ধরণের ব্যবসা বাণিজ্য অনলাইন ব্যাজ হয়ে যাচ্ছে। তাই আমি মনে করে এই এসইও এর গুরুত্ব অনেক বেশি।

SEO কেন শিখবেন?

আমরা এই এসইও শিখব মূলত অনলাইন থেকে আর্ন করার জন্যে তাই আমাদের ফোকাস থাকবে “ এসইও শেখার মাধ্যমে যাতে অনলাইন থেকে আর্ন করতে পারি ” কারণ বর্তমানে এই এসইও এর মাধ্যমে আপনি সহজে এবং কম সময়ে অনলাইন থেকে আর্ন করার মাধ্যমে ক্যারিয়্যার গড়তে পারবেন। আপনি যদি অন্যান্য বিষয় যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অ্যাপ ডেভেলোপমেন্ট ইত্যাদি নিয়ে কাজ করেন তাহলে আপনাকে অনেক সময় এবং শ্রম দিতে হবে। সবচেয়ে বড় কথা হল সময় দিতে হবে বেশি। কিন্তু আপনি এই এসইও খুব অল্প সময় দিয়েই ভাল করতে পারবেন। তাই বলে আমি আপনাকে ঐ সকল বিষয়গুলো শিখতে বারণ করছি না। মূলত সেটা আপনার উপর নির্ভর করছে।

ধরে নিলাম আপনি এসইও শিখবেন বলে সিদ্ধান্ত নিলেন। তাহলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে অন্যথায় আপনি এসইও তে ভালো করতে পারবেন না।

এসইও শেখার জন্যে আপনার কিছু বিষয়ের প্রতি সমান গুরুত্ব দিতে হবে। সেগুলো হলঃ

১। অধ্যবসায়ী হতে হবে

২। পরিশ্রমী হতে হবে

৩। সৃজনশীল হতে হবে

৪। ধর্য্য থাকতে হবে

৫। আত্নবিশ্বাস থাকতে হবে

৬। সময় কম আর বেশি আয় এই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে।

৭। কয়েকটা টপিক শিখে কাজে হাত দেয়া যাবে না।

১। অধ্যবসায়ী কেন হতে হবে

অধ্যবসায়ী এই কারনেই হতে হবে কারণ এখানে আপনাকে প্রতিটা বিষয় যেমন গুরুত্বের সাথে দেখতে হবে ঠিক তেমনি টপিকগুলো বার বার প্রাকটিস করতে হবে। কারণ প্রতিটা বিষয় আপনার নখ দর্পনে থাকতে হবে।

২। পরিশ্রমী কেন হতে হবে

আপনাকে খুব বেশি পরিশ্রমি হতে হবে কারণ প্রথম প্রথম এই এসইও এর বিষয়গুলো আপনাকে বুঝতে যেমন সময় দিতে হবে ঠিক তেমনি পরিশ্রমীও হতে হবে যাতে সফলকাম হতে পারেন।

৩। সৃজনশীল হতে হবে

আপনাকে অবশ্যই সৃজনশীল হতে হবে। কারণ, সৃজনশীলতাই এসইও এর মূল অস্ত্র। ধরুন আমি আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে ফোরামে টিউন করতে হয়। এখন যদি আপনি এই দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুসরণ করে অন্য একটি ফোরাম টিউন করতে না পারেন তবে সমস্যা হবে এই এসইও করতে।

৪। ধর্য্য কেন থাকতে হবে

এখানে এই ধর্য্য থাকাটা অতি জরুরি। কারণ আপনি এই কাজটি শিখে অনলাইন থেকে আর্ন করবেন। এখন হয়ত আপনাকে সময় দিয়ে ধর্য্য ধরে কাজটি শিখতে হচ্ছে, কিন্তু যখন আপনি কাজটি শিখে ফেলবেন তখন

৫। আত্নবিশ্বাস থাকতে হবে

নিজের প্রতি আত্নবিশ্বাস না থাকলে আপনি শুধু এই এসইও শিখা না আপনার যেকোন কাজে উন্নতি করতে পারবেন না। তাই এই আত্নবিশ্বাস থাকাটা খুব বেশি জরুরি।

 

৬। সময় কম আর বেশি আয়

এই “সময় কম আর বেশি আয় ” বিষয়টি মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলতে হবে। কারণ অনলাইন আর্নিং মানে এমন না যে দুই একটা ক্লিক করলাম আর রাতারাতি অনেক ডলার ইনকাম করে ফেললাম। এই বিষয়টি থেকে অনেক বেশি দূরে থাকূন।

৭। কয়েকটা টপিক শিখে কাজে হাত দেয়া যাবেনা কেন

কয়েকটা টপিক শিখে কাজে হাত দেয়া যাবে না কেন? হ্যাঁ আপনি বলতে পারেন আমি যা শিখেছি তা দিয়েই কাজ শুরু করে দিই না, সমস্যা কি? আপনার কথা ঠিক আছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হল এই যে আপনি যখন কোন কাজ করার জন্যে হাতে নিবেন তখন যা যানেন তার মধ্যে থাকলে ভালো কিন্তু যদি বাইয়ার (পরে জানব) বলে আমাকে অমুক কাজটা করে দাও বা আপনার কাছে জিজ্ঞেস করল তুমি অমুক কাজটা কি করতে পার তখন যদি আপনি ওকে বলেন যে না আমি পারি না তখন দেখা যাবে আপনি ওর কাছে হালকা হয়ে গেলেন। তাই এই কাজটি থেকে ধুরে থাকুন।

এই সাতটা বিষয় শুধু এসইও শেখার জন্যেই সীমাবদ্ধ নয়। এই বিষয়গুলো আপনার যেকোন বিষয়ে অনলাইন আর্নিং এর জন্যেও কাজে দিবে।

সর্বশেষ কথা হল আপনি যদি এই বিষয়গুলো মাথায় রেখে SEO এর কাজ শিখতে চান তবে আপনাকে স্বাগতম অন্যথায় আপনি ভাল জানেন।

এই টিউনটি যদি আপনার ভাল লাগে তবে টিউমেন্টে জানান। কারণ এর উপর ভিত্তি করে তবেই পরবর্তী SEO এর মূল আলোচনা শুরু করব।

যদি সময় হয় তো আমার এই ব্লগে একটু ঘুরে আসতে পারেন।

এসইও সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপ আছে যেখানে আপনারা নিয়মিত টিউন আপডেট পাবেন। যদি চান জয়েন করতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Mizanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I think everything is possible if you want.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo hoyche ? Seo bishoye aro lekha cai.

want more ki kre income krbo ta shikan vai

    Level 0

    অপেক্ষা করুন পরবর্তি পোষ্ট থেকে নিয়ে আসছি ইনশাল্লাহ

Ami shikbar chai bhai.. onek sundor likechen… aro lekhar opekkhai roylam 🙂

Level 0

আপনার ব্লগে ঢুকা যাচ্ছে না কেণ ??????????????