নিয়ে নিন ১০০ ডলার বা ৮০০০ টাকা মূল্যর Blumentals Rapid Seo Tool- এবার এসইও করবে সবাই

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম, সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি। বেশ কিছু দিন কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে টিউন করতে পারিনি। যায় হোক, আশা করি সবাই অনেক ভাল আছেন। আমার আজকের টিউনটি মূলত ওয়েব ডেভেলপারদের এবং যারা এসইও এর কাজ করেন তাদের  জন্য। যারা ওয়েব ডেভেলপ/ এসইও করে থাকেন তারা নিশ্চয় জানেন Rapid SEO Tool  সম্পর্কে। আমার জানামতে পৃথিবীর সব থেকে লাইট ওয়েট/ ছোট সাইজের এবং খুব কার্যকরী এসইও সফটওয়্যার Rapid SEO Tool দামটা কিন্তু মোটেই লাইট ওয়েট(আমি বলতে চাচ্ছি দামটা কম না) না। মাত্র ৮০০০ টাকা বা ১০০ ডলার!!!

তাহলে আসুন দেখে নেই কি কি সুবিধা পাবেন Rapid SEO Tool 

#অনেক দ্রুত এসইও এর কাজ করতে পারবেন।

#আপনার সাইটের পজিশন জানতে  পারবেন।

#আমি যেহেতু PRO ভার্সন শেয়ার করছি সেহেতু  আনলিমিটেড প্রোজেক্টের কাজ করতে পারবেন।

#PRO ভার্সনের জন্য আপনাকে মাসে মাসে টাকা গুণতে হবে না।

#আপনার সাইটের পারফর্মেন্স চেক করতে পারবেন

#আপনার প্রতিযোগী সাইট গুলোর সাথে আপনার সাইটের অবস্থান তুলনা করতে পারবেন।

#আপনার সাইটের অবস্থা সম্পর্কে রিপোর্ট এবং আপনার কি করা দরকার (সাজেশন) সেটা জানতে পারবেন।

আরও বিস্তারিত জানতে Rapid SEO Tool  এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে আসতে পারেন লিংক এ ক্লিক করে।

তবে মজার ব্যাপার হল আমি যেসকল  এসইও সফটওয়্যার ব্যবহার করেছি সেগুলো  ইন্টারনেট সংযোগ পেলেই আন রেজিস্টার্ড ভার্সন হয়ে যায়, কিন্তু এই ছোট সফটওয়্যারটি ইন্টারনেট সংযোগ পেলেও আন-রেজিস্টার্ড হবে না!!!!!!!!!!!!

তাহলে আসুন কিছু স্ক্রীনশর্ট দেখে নেওয়া যাক,

 

ডাউনলোড করুন এখান থেকে

 

প্রথমে সফটওয়্যার টা ইন্সটল দিবেন,  রান করবেন।  keygen.exe  এডমিনিস্ট্রেটর  মুডে  রান করে  License key Generate করুন।  License key  থেকে  পাওয়া  কোড দিয়ে ফুল ভার্সন করুন। অবশ্যয় Registration এর সময় ইন্টারনেট সংযোগ অফ রাখবেন।   ব্যাস হয়ে  গেল সফটওয়্যারটি আপনার।

 

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে  দেখবেন সবাই।। আর যদি খুব খারাপ টিউন মনে হয় তাহলে সবার সামনে নাজেহাল না করে Facebook অথবা Twitter এ  ম্যাসেজ দিলেই আমি সাবধান হয়ে যাব।

আজকের মত এখানেই শেষ আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। ধন্যবাদ

চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন
ফেইসবুক এ আমি
টুইটার এ আমি

Level 0

আমি হুমায়ূন কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Open hoy na… waste of time

kajer tune dekhi shokale ki hoy…

dhonnobad…. khub kaze lgbe, dwnld kore rekhe dilam, pore try korbo

ভুয়া একটি পোষ্ট, ফাইল ওপেন হয় না, ফালতু সময় নষ্ট হলো। এসব কেন দেয়

ব্যবহার করার নিয়মটা আলোচনা করলে ভাল হত। তথাপি এটা কি গুগল ব্লগস্পট সাইটের জন্য প্রযোজ্য কি? শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 3

rar ফাইলটা open হয় না কেন ! Password.text ফাইলটা rar ফাইল এর ভিতরে ।

Level 0

কাজের জিনিষ

As-salamu alaykum
vai softest ta download problen asy please dykyn

Thanks
হুমায়ূন কবীর

ফাইল ওপেন হয় না,

পরের লিংক কাজ করেনা, সত্যি ই কি ফাইলটা আছে?

are vi mediafire bat diye ge.tt te upload den

Level 0

kono kichu open hoy na.