সবাইকে শুভেচ্ছা।
আজ আমরা জানবো Search Engine Optimization অর্থাৎ SEO টা আসলে কি আর কেনই বা আমরা এটা নিয়ে মাথা ঘামাই। আগে বুঝতে হবে Search Engine টা আসলে কি!
What Is Search Engine:
Search Engine আসলে একটি সফটওয়ার বা প্রোগ্রাম যা Searcher/User কে Specific Information / Website সমগ্র World Wide Web খেকে খুজে বের করতে ব্যবহার হয়।
What Is SEO!!
আর Search Engine Optimization হচ্ছে একটা Process যা একটা Website কে Search Engine এ নির্দিষ্ট Keyword এর সাপেক্ষে Search Engine Result Page - SERP তে আসতে সাহায্য করে। ব্যাপারটা শুনতে সহজ লাগলে ও কাজটা কিন্তু এত সহজ না। গুগল WEBSITE Rank করার ক্ষেত্রে ২০০ এর ও বেশি Fact পর্যালোচনা করে থাকে। আর Google Search Algorithm নিয়মিত Update করে থাকে Searcher এর কাছে সব থেকে ভাল Result পৌঁছে দিতে। SEO খুবই Technical কাজ যা ১-৩ মাস এ Expert হউয়া Possible না। আর আমাদের বাংলায় এর Resource খুব ই সীমিত। আপনি SEO নিয়ে Career করতে চাইলে এখানে সময় দিতে হবে আর নিজ উদ্যোগে জানতে হবে অনেক কিছু। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে ও নিজের জানার ইচ্ছা বেশি দরকার।
যাক আমি আমার দায়বদ্ধতা থেকে SEO এর কিছু ভাল Resource করার চেষ্টা করবো আপ্নারা উপকৃত হলেই আমি খুশি।
Search Engine Optimization কি সেটা একটা Video এর মাধ্যমে বুঝানোর একটা চেষ্টা করছি। এটা দেখবেন এবং মতামত প্রকাশ করবেন অবশ্যয় যা আমার পরবর্তী কাজ করতে সহায়ক হবে। আর যারা Expert তারা Comment এর মাধ্যমে Value Add করতে পাড়েন।
আমার ব্লগ এ ঘুরে আসতে পারেন - Internet Marketing, SMM And SEO Blog
For Keep In touch - SEO Bangladesh
সবাই কে ধন্যবাদ। আশা করি আপনাদের আর ভাল কিছু দিতে পারবো আমার জন্য সবাই দুয়া করবেন।
আমি আনোয়ার উল কাদের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এইচটিএমএল শিখতে কি এই সাইট ভালো হবে ulearner .net