আপনারা কখনো এক ঢিলে দুই পাখি শিকার করেছেন? করে থাকলে ভাল, কিন্তু, না করে থাকলে চলুন দেখি কিভাবে তা করা যায়। আমি এখানে এক ঢিলে দুই পাখি শিকার বলতে কি বুঝব – একটি মাত্র ব্লগ টিউমেন্টে দুইটি ব্যাক-লিঙ্ক (১টি ডুফলো+১টি নোফলো)। সবাই চায়, অল্প চেস্টায় ভাল মানের ব্যাক-লিঙ্ক পেতে। আর, ব্লগ টিউমেন্টের মাধ্যমে হলে তো কোন কথাই নেই। বিশেষ করে ব্লগ টিউমেন্টের মাধ্যমে ডুফলো ব্যাক-লিঙ্ক পাওয়াটা কিছুটা কঠিন ই। আর যদি আপনি একটি ব্লগ টিউমেন্টের মাধ্যমে দুইটি ব্যাক-লিঙ্ক পান তাহলে তো সোনায় সোহাগা, তাও আবার ডুফলো ব্যাক-লিঙ্ক। আসুন দেখি কিভাবে তা পাওয়া যায়।
আমরা কেউ কেউ শুনেছি commentluv ব্লগের কথা। এগুলো আসলে কি? এগুলো আর কিছুইনা commentluv প্লাগিন এনাবল্ড ব্লগ গুলোই হল commentluv ব্লগ। সাধারণত এই প্লাগিনটির ফ্রী ভার্সনে তেমন কোন সুবিধা পাওয়া যায় না, কিন্তু এর প্রিমীয়াম ভার্সনটা ভাল, বিশেষ করে ব্লগ টিউমেন্টিং এর মাধ্যমে ডুফলো ব্যাক-লিঙ্ক দেয়া – নেয়ার জন্য খুবি সাহায্যকারী। বর্তমানে অনেক commentluv ব্লগ আছে যাদের পেজ র্যাঙ্ক খুব ভাল আবার তারা ব্লগে টিউমেন্টস করার মাধ্যমে ডুফলো ব্যাক-লিঙ্ক ও দেয়। নিচের ছবিটা দেখুনঃ
এখানে দেখা যাচ্ছে যে, কোন একটি ব্লগে টিউমেন্টের মাধ্যমে আপনার কি-ওয়ারড বা নামের মাধ্যমে একটা নোফলো ব্যাক-লিঙ্ক ও অটোমেটিকভাবে আপনার ব্লগের শেষ টিউনটি একটি ডুফলো ব্যাক-লিঙ্ক হিসেবে কাজ করছে। এর জন্য যা করতে হবেঃ যেই সাইটে আপনার ব্যাক-লিঙ্ক তৈরি করতে চান সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করুন এবং একটা ইউজার নেম সংগ্রহ করুন।
আসুন দেখি, একটি প্র্যাক্টিক্যাল উদাহরন দেইঃ
নিচের ভিডিওটি দেখলে আরো স্পস্ট হবেনঃ
এবার চেক করে দেখুন আপনার টিউমেন্টসের মাধ্যমে দুইটি ব্যাক-লিঙ্ক (১টি ডুফলো + ১টি নোফলো) তৈরি হয়েছে কিনা।
আশা করি, উপরের টিপসটি আপনাদের ভাল লেগেছে আর উপকারে আসবে। ভাল লাগলে অথবা আরও কিছু জানার থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
আমার ফেসবুক পেজঃ ইনফোজোন
আপনাদের শুভ কামনায়।
আমি মুহাম্মাদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম "ইউসুফ"। আমি একজন নতুন ব্লগার । তেমন ভাল কিছু লেখার অভিজ্ঞতা কম কিন্তু চেস্টা করছি । সুযোগ পেলে আমার ব্লগটিতে http://infozone24.com একটু ঢু মেরে আসবেন, প্লীজ।
ধন্যবাদ