কিভাবে চেক করবেন যে আপনার ব্যাক-লিঙ্কটি Dofollow নাকি Nofollow ?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

হাই কোয়ালিটি  ব্যাক-লিঙ্ক একটি সাইটের জন্য খুবই গুরুত্ম পূর্ণ, বিশেষ করে ডুফলো ব্যাক-লিঙ্কের দাম অনেক বেশি। আপনি যদি আপনার সাইটের value বাড়াতে চান - বিশেষ করে গুগলের কাছে তাহলে এর কোন তুলনাই হয়না। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার সাইটের ব্যাক-লিঙ্ক গুলো যেন ডুফলোই বেশি হয়। কিন্তু তাই বলে কি নোফলো ব্যাক-লিঙ্ক দরকার নেই? তা থিক নয়। অবশ্যই দরকার আছে। আপনি যদি ভাল কোন ব্লগে নোফলো ব্যাক-লিঙ্ক করেন তাহলে আপনি লিঙ্ক জুস পাবেন না ঠিকই কিন্তু আপনি তো আপনার সাইটের জন্য ভাল পরিমাণ ভিজিটর পাবেন যা ও খুবি দরকার।

এখন গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে বুঝবেন যে আপনার কোন লিঙ্ক-টি ডুফলো আর কোন লিঙ্ক-টি নোফলো।

আসুন দেখি, দেখা যাক কিভাবে তা আমরা বুঝতে পারি।

কিভাবে চেক করবেন একটা লিঙ্ক ডুফলো / নোফলো?ঃ

আপনি চাইলে আপনার ইন্টারনেট ব্রাওজারের মাধ্যমেই তা জানতে পারেন। কিন্তু কিভাবে? এজন্য আপনাকে একটি এড-অন্স ইন্সটল করতে হবে আপনার ফায়ারফক্স ব্রাওজারে। দেখি কিভাবে তা করা যায়।

1. প্রথমেই আপনি এখানে ক্লিক করুন NoDoFollow Firefox plugin এবং আপনার এড-অন্স টির ডাউনলোড পেইজে জান।  ওখানে গিয়ে  Continue to Download” তে ক্লিক করুন। নিচের চিত্রের মতঃ

nodofollow

2. অতঃপর, “Add to Firefox” এ ক্লিক করুন এবং “Allow" তে ক্লিক করুন। নিচের চিত্রের মত।

nodofollow 23. অতঃপর “Install Now” তে ক্লিক করে আপনার ব্রাঊজার রিস্টার্ট দিন। নিচের চিত্র দেখুন।

nodofollow3

4. তারপরে, আপনার মাউস দিয়ে রাইট ক্লিক করুন এবং “NoDoFollow” তে টিক দিন (নিরবাচন করুন)। অতঃপর আপনি আপনার কাঙ্খিত সাইট টি ওপেন করুন, দেখুন, আপনার সাইটে কিছু লিঙ্কএ নীল কালারের ছায়া আর কিছু লিঙ্কে লাল কালারের ছায়া। নীল কালারের ছায়া মানেঃ ডুফলো - Dofollow, আর, লাল কালারের ছায়া মানে নোফলো -Nofollow/Nodofollow। নিচের ছবিটি দেখুন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।  

dofollow vs nofollow

নিচের ছবিটিও দেখুনঃ

nodofollow link example

কি বুঝলেন? সব কিছু ঠিক আছে তো।

আরো ভাল ভাবে বুঝতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন:

আশা করি, বিষয়টি আপনাদের সবার উপকারে আসবে এবং বিষয়টি অনেকেরই অজানা। আপনাদের টিউমেন্ট চাই।

আমার ফেসবুক পেজঃ ইনফোজোন

প্রথম প্রকাশঃ Nofollow Vs Dofollow

Level 0

আমি মুহাম্মাদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম "ইউসুফ"। আমি একজন নতুন ব্লগার । তেমন ভাল কিছু লেখার অভিজ্ঞতা কম কিন্তু চেস্টা করছি । সুযোগ পেলে আমার ব্লগটিতে http://infozone24.com একটু ঢু মেরে আসবেন, প্লীজ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর একটা টিউন।

Thnx For share

Thanks .. good post.

ক্রোমেরটা কই ?

ক্রোমের ক্ষেত্রে এমন কোন এড-অন্স নাই, তবে, কিভাবে চেক করবেন তা জানতে, এটা পড়তে পারেন, http://infozone24.com/how-to-check-a-link-dofollow-or-nodofollow/

ডুফলো এবং নোফলো নিয়ে বিস্তারিত কোনো টিউন থাকলে তার লিঙ্ক টা কেউ যদি দেন তাহলে আমার খুব ভালো হতো

Level 0

কাজের লাগবে।।।। ধন্যবাদ ভাই