নতুন ব্লগ খুলেছেন? এ অবস্থায় প্রাথমিক অন-পেইজ এসইও কি করবেন? আসুন তাহলে দেখে নিই নতুনদের জন্য প্রাথমিক কিছু অন-পেইজ এসইও টিপস।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার জন্য একটি গুরুত্বপূর্ন্য পোষ্ট লিখতে বসলাম। আশা করি এই পোষ্টটি নতুন ব্লগারদের অনেক কাজে আসবে। আজকের পোষ্টের বিষয় হল অনপেইজ এসইও টিপস। একটি ব্লগের ভালো র‍্যাঙ্ক এর জন্য অন-পেইজ এসইও এর গুরুত্ব অনেক। অন-পেইজ এসইও ছাড়া ভালো র‍্যাঙ্ক এ আসা প্রায় অসম্ভব। তাই একটি ব্লগের হাই রাঙ্ক এর জন্য প্রাথমিক কিছু অনপেইজ এসইও টিপস নিয়ে আজকের এই পোষ্ট লিখতে বসলাম।
আগেই বলা হয়েছে অন-পেইজ এসইও ছাড়া ব্লগকে ভালো র‍্যাঙ্কিং এ নিয়ে সম্ভব না। আর ব্লগ যদি ভালো র‍্যাঙ্ক এ না থাকে তাহলে সার্চ ইঞ্জিন থেকে ভালো ট্রাফিক পাওয়া যাবে না। আর না থাকলে যে সাধের ব্লগটি বিথায় যাবে তা বুঝতেই পারছেন। তাই আজকে কিছু টিপস দেখাবো। যেগুলো ফলো করে আপনি আপনার সাধের ব্লগটিকে একটি ভালো র‍্যাঙ্ক এ নিয়ে আসতে পারেন।

১| ব্লগ ডিজাইন (Blog Design)

সর্ব প্রথমেই আপনাকে যে বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে সেটি হল ব্লগ ডিজাইন। সুন্দর এবং সহজেই যেন ন্যাভিগেট করা যায় এমন থীম/টেমপ্লেট ব্লগে ব্যবহার করুন। কেননা, রেস্পন্সিভ থীম/টেমপ্লেট অন-পেইজ এসইও এর জন্য অধিক গুরুত্বপূর্ন্য। তাই ব্লগিং শুরু করার আগে সুন্দর এবং রেস্পন্সিভ থীম/টেমপ্লেট ব্লগে ইন্সটল করুন। বর্তমানে অনেক ফ্রী রেসপন্সিভ থীম/টেমপ্লেট পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন।

২| পেইজ স্পীড (Page Speed)

হ্যা, পেইজ স্পীড অন-পেইজ এসইও এরই একটি অংশ। তাই সর্বদা চেষ্টা করুন যেন আপনার ব্লগের পেইজ স্পীড দ্রুত হয়। নিচের স্টেপ গুলো ফলো করে আপনি আপনার ব্লগের পেইজ স্পীড বাড়াতে পারেন।

  • অতিরিক্ত উইডগেট গুলো বাদ দিন।
  • ব্রাউজার ক্যাচ চালু করুন। (WordPress Users)
  • ইমেজ অপটিমাইজ করুন।
  • অতিরিক্ত প্লাগইন্স বাদ দিন। (WordPress Users)

আপনার ব্লগের পেইজ স্পীড টেষ্ট করুন এই লিংক থেকেঃ https://developers.google.com/speed/pagespeed/insights/

 

 

৩| প্রথম ১০০ শব্দের মধ্যে আপনার কী-ওয়ার্ড রাখুন

আপনি যে বিষয় নিয়ে পোষ্ট করছেন, সেই কী-ওয়ার্ডটি প্রথম ১০০ শব্দের ভিতরে রাখুন। এর মাধ্যমে সার্চ ইঞ্জিন থেকে ভালো ফলাফল পাওয়া যায়। তাই প্রতিটা পোষ্টেই চেষ্টা করবেন কী-ওয়ার্ড গুলো প্রথমে ১০০-১৫০ শব্দের মধ্যে রাখতে।

৪| অপটিমাইজ ইমেজ (Optimize Image)

ইমেজ অপটিমাইজেশন অন-পেইজ এসইও এর জন্য আরেকটি ভালো ধাপ। ইমেজ অপটিমাইজেশন এর মাধ্যমে ও সার্চ ইঞ্জিন থেকে ভাল ফলাফল পাওয়া যায়। Alt Text ব্যবহার করলে, সার্চ ইঞ্জিন ইমেজ সম্পর্কে ধারনা পায়। ইমেজ অপটিমাইজেশন এর ক্ষেত্রে একটি বিষয় সব সময় মাথায় রাখবেন। তা হল ইমেজ এর নাম (Name). আপনি কী-ওয়ার্ড দিয়ে ইমেজ এর নাম দিবেন। যেমনঃ Keyword.Jpg or Keyword.png (PNG ফর্মেট এর ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন)।

৫| সহজ সাবলীল ভাষায় পোষ্ট লিখা (Easy Skimming)

সহজ ও সাবলীল ভাষায় পোষ্ট লিখা অন-পেইজ এসইও এর আরেকটি অংশ। ভিজিটররা যেন সহজেই বুঝতে পারে আপনি লিখছেন এবং সেই অনুযায়ী ফন্ট (Font) ব্যবহার করুন। নিচে আরও কতগুলো নিয়ম দিলাম। সেগুলো ও ফলো করুনঃ
  • ছোট প্যারাগ্রাফ ব্যবহার করুন।
  • Bold এবং Italic স্টাইল ব্যবহার করুন ভিজিটরদের দৃষ্টি আকর্ষন করার জন্য।
  • Sections, Table, Chart, Heading, List ইত্যাদি ব্যবহার করুন।

৬| ইন্টারলিংকিং (Interlinking)

প্রতিটা পোষ্টে সম্ভব হলে ইন্টারলিংক ব্যবহার করুন। আপনি যে বিষয়ে পোষ্ট করছেন, এই বিষয়ে যদি আগের কোন পোষ্ট থাকে আপনার ব্লগে, তাহলে সেটার লিংক যুক্ত করে দিন। তবে ভুলেও Click here, Download Now এই টাইপের কোন শব্দ দিয়ে ইন্টারলিংক করবেন না। এতে ভিজিটর হারাবেন। প্রয়োজনেঃ Important, Also Read ইত্যাদি ব্যবহার করুন।

৭| পোষ্ট URL এ কী-ওয়ার্ড ব্যবহার করুন

যে বিষয়ে পোষ্ট করছেন সে বিষয়ে Post URL এ যেন কী-ওয়ার্ড থাকে সেদিকে লক্ষ রাখবেন। এতে করে আপনি ভালো ফলাফল পাবেন সার্চ ইঞ্জিন থেকে।

৮| মেডিয়া (Media)

প্রতি পোষ্টে যথা সম্ভব ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি মেডিয়া যুক্ত করুন। তবে আপনার মেডিয়া গুলো পোষ্ট সম্পর্কিত হতে হবে। তাহলে আপনি ভালো ফলাফল পাবেন।
আজ এপর্যন্তই। সামনে নতুন কিছু নিয়ে আসার ইচ্ছা আছে। ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে...

সৌজন্যেঃ MS Design

Level 0

আমি মোহাম্মাদ সুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জানি এটা সত্যিই। তাই সত্যিই বলছি এটা সত্যিই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি নতুন ব্লগার, প্রফাইল পিকচার লাগাতে পারছি না। একটু সাহায্য করবেন।

Basics but yet effective. Vaiya advanced thakle share korben please. Joto beshi totoi valo. ^.^