আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই?
আমি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় বরাবরের মত ভালো আছি।
আজ থেকে শুরু হয়ে গেলো পবিত্র মাহে রমযান, সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
আজ থেকে আপনাদের জন্য ধারাবাহিকভাবে নিয়ে আসবো সম্পূর্ণ বাংলায় এস.ই.ও এর টিউটোরিয়াল। আজ থাকছে তার প্রথম পর্ব।
আজকে কিছু জিনিষ নিয়ে আলোচনা করবো যেগুলো অনেকের মতে এস.ই.ও তে কাজে লাগেনা। অথচ এগুলো না জানলে এস.ই.ও অসম্পূর্ণ থেকে যায়!! কথা না বাড়িয়ে সরাসরি আলোচনা শুরু করছি-
শুরুতেই আলোচনা করবো HTML, CSS এবং JAVASCRIPT নিয়ে।
HTML এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং Language নয় তবে এটা আসলে মার্ক আপ Language। এই মার্ক আপ Language জানলেই অনেক সহজে ওয়েব পেজ তৈরী করা যায়। আমরা ওয়েব পেজ এর উপরে যে ডিজাইন বা আকার দেখতে পাই তা আসলে HTML দিয়েই তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ কম্পিউটারকে তার নিজস্ব ভাষায় বুঝিয়ে দিতে হয় যে ওয়েব পেজ টা কেমন হবে। এটার চেহারাটা লাল হবে না সাদা হবে। HTML এর কোন ভাষা ওয়েব পেজ এর উপরে থাকে না বা আমরা এটা দেখতে পাইনা। এটা ওয়েব পেজ এর ভিতরের অংশ। একটা ওয়েব পেজ তৈরী করতে বিশাল আকৃতির HTML Code ব্যবহার করতে হয়। যা না দেখলে বিশ্বাস করা যায় না।
HTML ডকুমেন্টের যে কোন এলিমেন্টকে স্টাইলিশ বা একটা নান্দনিক রূপ দিতে CSS ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ ওয়েব পেজ এর একটা প্যারাগ্রাফ (<P> </P>) বা হেডিং (<h1> </h1>) বা যে কোন এলিমেন্টকে রং করা, ফন্ট ছোট বড় করা, এক অবস্থান থেকে আরেক অবস্থানে নিয়ে যাওয়া, ব্যাকগ্রাউন্ডের রং বদলানো এমনকি শত ধরনের স্টাইল পরিবর্তনের জন্য যে Language টি ব্যবহার করা হয় তাই মুলত CSS। এক কথায় ওয়েব পেজ এর রং তুলির কাজ টাই করে এই CSS।
জাভাস্ক্রিপ্ট হল একটি ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্টিং যা শুধু ব্রাউজার পড়তে পারে। ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ এর অর্থ হচ্ছে ব্রাউজার এই স্ক্রিপ্টগুলোকে run/execute করবে। ক্লাইন্ট সাইড এর বিপরীত হল সার্ভার সাইড, সার্ভার সাইড ল্যাংগুয়েজ গুলোর কোড ওয়েব সার্ভার এর মাধ্যমে execute/run হয়।
আজকে এ পর্যন্তই থাক। দ্বিতীয় পর্ব হাজির হব নতুন কিছু নিয়ে। আজকের টপিক গুলো একটু ভালোভাবে দেখবেন,
পরের পর্বের জন্য সবাইকে আমন্ত্রন জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।
লেখাটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে
আমি সালমান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাই বলে ধারাবাহিক টিউটরিয়াল কেউ কি শেষ পর্যন্ত করে। আর যা করে তা নিজের জন্য।