আপনি কি SEO শিখতে চান ? তবে এই টিউন আপনার জন্যই। (শুধুমাত্র নতুনদের জন্য) Part-07(মেগা টিউন)

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আস্লামুয়ালাইকুম আমি আপন আবার আপনাদের মাঝে হাজির হোলাম আমার ধাবাহিক SEO কোর্সের ৭ম টিউনটি নিয়ে।গত টিউনটেই আমরা Advance SEO নিয়ে আলোচনা শুরু করেছি যারা দেখেননি তারা <এখান> থেকে দেখে আসুন। এই টিউনে একটি চমক দেখানোর কথা ছিল। আজকে সেটা নিয়েই আলোচনা করবো। আজকে আমরা আমদের ব্লগের ট্রাফিক বাড়ানর কিছু উপায় জানবো।

 

আশা করি আপনাদের সকলের একটি বা একাধিক ব্লগ সাইট আছে। কিন্তু যদি কেও না জানে যে আপনার একটি ব্লগ সাইট আছে তাহলে আপনি ভিজিটর পাবেন না। ভিজিটর এর প্রধান উৎস হচ্ছে সার্চ ইন্জিন এজন্য প্রথমেই আপনাকে আপনার সাইটটি সকল সার্চ ইন্জিন যেমন Google, Yahoo, Bing ইত্তাদিতে জমা দিতে হবে। কিভাবে দিবেন সেটা আমি আমার আগের টিউননে স্ক্রিন সট সহ দেখিয়েছি। কেও এড়িয়ে গেলে দেখে আসুন। সুধু সার্চ ইন্জিনে আপনার সাইট দিলেই ভিজিটর পাবেন না। ভিজিটর পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নিয়মতান্ত্রিক ভাবে SEO করতে হবে। আজকে আমরা তারই কিছু কিলার পদ্ধতি দেখবো। এখানে আর একটি কথা যোগ করি যে পরবর্তীতে আমি গুগল অ্যাডসেন্স নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আপনাদের একটা কথা জানা দরকার যে গুগল কখনই বাংলা সাইট ও কম ভিজিটর ওয়ালা সাইটকে অ্যাডসেন্স দেয়না। তাই আপনাদের যেই বিসয়ে ভাল জ্ঞান আছে যেই বিসয়ের উপর একটি ইংরেজি ব্লগ তৈরি করুন তারপর সেখানে কপি পেস্ট ছাড়া ১০-১৫ টি টিউন করুন। এক্ষেত্রে আমার টিপস হবে যে ফুড, হেলথ অথবা ফ্যাশন বা বিউটি বিষয়ক সাইট নিয়ে কাজ করুন এতে ভাল ফলাফল পাবেন। এখন ভিজিটর ক্যামনে আনবেন সেটা বলতেছি।

 

সোশ্যাল মিডিয়া অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে পাশ কাটিয়ে চলে যাওয়ার কোনো উপায় নেই। গুগলের সর্বশেষ পান্ডা সিস্টেমে আপডেটের সময় জানানো হয়েছে, নতুন এই সিস্টেমে একটি ওয়েবসাইটের মান নির্ধারণে সামাজিক যোগাযোগ সাইটগুলো প্রধান ভূমিকা পালন করবে। এর কারণ হলো, তথ্য শেয়ারিংয়ের জন্য সামাজিক যোগাযোগ সাইট বেশি ব্যবহৃত হয়।এজন্য আপনাকে প্রথমত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার সাইটের নামে পেজ অথবা ফ্যান পেজ তৈরি করতে হবে এবং এখানে নিয়মিত আপনার ব্লজ্ঞের আপডেট টিউন গুলো শেয়ার করতে হবে।

সুধু পেজ তৈরি করাতে সীমাবদ্ধ না থেকে আপনার সাইট রিলেটেড বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানে আপনার সাইট এর টিউন দিয়ে এবং টিউনের শেষে লিখে দিলেন যে এই বিষয়ে বিস্তারিত জানতে আমার ব্লগে আসুন।সেখানে আপনার ব্লজ্ঞের লিঙ্কটি দিলে সেখান থেকেও ভিজিটর পাবেন। এক্ষেত্রে আমার একটি টিপস থাকবে সেটা হল আপনারা আপনার ব্লজ্ঞের আপডেট টিউন গুলোর অংশ বিশেষ লিখে আপনার ব্লজ্ঞের লিঙ্কটি দিয়ে বললেন যে এই বিষয়ে বিস্তারিত জানতে আমার ব্লগে আসুন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সাইটটি কি রিলেটেড আপনার টার্গেটটেড ভিজিটর কোন কোন দেশের হবে। আপনি নিশ্চয় আপনার ইংলিশ সাইট এর জন্য বাংলা পেজ খুলবেন না বা বাংলাদেসি গ্রুপ জয়েন করবেন না। আপনাদের সুবিধারতে আমি নিচে কিছু সোশ্যাল মিডিয়ার নাম দিলাম।

  • Facebook.com
  • Digg.com
  • Twitter.com
  • Stumbleupon.com
  • Propella.com
  • Youtube.com
  • Twitter.com

 

ব্লগ টিউমেন্ট : আমি আগেই ব্লগ টিউমেন্ট নিয়ে আলোচনা করছি তাই এখানে বিস্তারিত কিছু লিখলাম না। অনলাইন মার্কেটিং বা সাইটে ট্রাফিক বাড়াতে আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো ব্লগিং টিউমেন্টিং। এটি শুধু মাত্র ট্রাফিক ই নয় কোন সাইটের জন্য ব্যাকলিংক পেতেও খুবি কার্যকরী ভুমিকা পালন করে। তবে কোনো ব্লগে টিউমেন্ট বা টিউমেন্ট করার জন্য অবশ্যই সেটি যেনো ঐ ব্লগের কনটেন্টের সঙ্গে মিল থাকে অর্থাৎ রিলেভেন্ট হওয়া বাঞ্ছনীয় বিশেষ করে গুগলের রিসেন্ট আপডেটের পর থেকে এটি খুবি শক্ত ভাবে নজরদারি করছে গুগল। নইলে স্প্যাম হওয়ার সম্ভবনা থাকে। বর্তমানে টপ ব্লগারদেও চিন্তার বিষয় হলো স্প্যাম টিউমেন্ট। টিউমেন্ট করার ক্ষেত্রে সাফল্য পেতে টপলেভেল ও জনপ্রিয় ব্লগগুলোতে রেজিস্ট্রেশন করা প্রয়োজন। ভালোমানের ব্লগে সংশ্লিষ্ঠ ১টি টিউমেন্ট থেকে ৫০ থেকে ১০০ ভিজিটর পাওয়া সম্ভব আর পাশাপাশি সার্চ ইঞ্জিনের জন্য ব্যাকলিংক ত রয়েছে ই। আপনি সার্চ ইঞ্জিন কে কাজে লাগিয়েই আপনার ব্লগ বা ওয়েব সাইট রিলেটেড ব্লগ টিউমেন্টিং সাইট খুঁজে পেতে পারে।
নিচের টার্ম গুলো ইউজ করে আপনি গুগল এ সার্চ দিয়ে আপনি আপনার সাইট রিলেটেড ব্লগ,ফোরাম সহ সব ধরনের সাইট খুঁজে পেতে পারেন।

 

আপনি একটি সহজ পদ্ধতিতে আপনার সাইট রিলেটেড সাইট রিলেটেড ব্লগ,ফোরাম সহ সব ধরনের সাইট খুঁজে পেতে পারেন। এজন্য আপনাকে প্রথমেই <এই> লিঙ্কে যেতে হবে এবং সেখানে আপনার সাইট রিলেটেড কিওয়ার্ড লিখে এবং আপনি কি ধরনের সাইট খুজছেন সেটা সিলেক্ট করে সার্চ দিলেই আপনি আপনার সাইট রিলেটেড সাইট খুঁজে পাবেন।

 

ফোরাম টিউনিং : ট্রাফিক এবং ব্যাকলিংক বাড়ানোর ক্ষেত্রে আরেকটি জনপ্রিয় ও কার্যকর পদ্ধতি হলো ফোরাম মার্কেটিং। ফোরাম এমনই একটা প্লাটফর্ম যেখানে ব্যবহারকারীরা কোনো সমস্যার কথা তুলে ধরে সংশ্লিষ্ঠদের কাছ থেকে সমাধান পেয়ে থাকেন। এখানে একজন ব্লগার সংশ্লিষ্ঠ সমাধানের সাথে নিজের পণ্য বা সেবা সম্পর্কে ব্যবহারকারীদেও অবহিত করতে পারবেন এবং তার ব্লগে আনতে পারবেন। এখানে সবচেয়ে বেশি কার্যকর একটি বিষয় হলো সিগনেচার ব্যবহার করা, যেখানে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া টিউনিং, টিউমেন্টিং পাশাপাশা প্রোফাইল লিংকিং এর সুবিধা ত আছে ই। কিভাবে ফোরাম টিউনিং করবেন তার সঠিক গাইড লাইন পাওয়ার জন্য কিভাবে করবেন ফোরাম টিউনিংশিরোনামের টিউনটি পড়ে নিতে পারেন যেটি ট্রাফিক পাওয়াসহ সার্চ ইঞ্জিনে আপনার ব্লগকে এগিয়ে নিয়ে আসবে। আপনি সার্চ ইঞ্জিন কে কাজে লাগিয়েই আপনার ব্লগ বা ওয়েব সাইট রিলেটেড ফোরাম খুঁজে পেতে পারে।

 

ইয়াহু Answer: আপানারা নিশ্চয় বুঝতে পারছেন যে Yahoo Answer কি? এখনে অনেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসে বা প্রশ্নের উত্তর খুজতে আসে। এখানে আপনি আপনার সাইট রিলেটেড প্রশ্নের উত্তর দিতে পারেন এবং উত্তর শেষে আপনার সাইট এর লিঙ্ক দিলে সেখান থেকে ভিজিটর পাবেন। ইয়াহু Answer খুবই উপকারি আপনার সাইটের ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে। এখানে আপনি আপনার সাইটের লিঙ্ক দিলে আপনার ব্যাক-লিঙ্কের তেমন কোন ভেল্যু নাই, কিন্তু আপনি ভিজিটর ভাল পাবেন। তবে, আপনাকে ইংলিশ জানতে হবে।

ডিরেক্টরি সাবমিশন: ডিরেক্টরি সাবমিশন সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি তাই এখানে বলার কিছুই নেই। আপনার সাইটকে অবশ্যই বিভিন্ন ডিরেক্টরিতে সাবমিট করতে হবে। এটা ভিজিটর বাড়ানোর এক অনন্য উপায়। গুগলে সার্চ দিলে অনেক গুলো ফ্রী সাইট পাবেন ডিরেক্টরি সাবমিশনের জন্য। তাছাড়াও আমি আপনাদের আমার ব্লগের একটি লিঙ্ক দিয়ে ছিলাম সেখানেও অনেক ডিরেক্টরি সাবমিশন সাইট এর লিস্ট আছে আপনারা <এখান> থেকে সেটি সংগ্রহ করতে পারেন।

সোশ্যাল বুকমার্কিং: ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য সোশ্যাল বুকমার্কিং আরেকটি জনপ্রিয় উপায়। এর মাধ্যমে খুব সহজে এবং দ্রুত আপনে কোয়ালিটি ব্যাকলিঙ্ক পাবেন এবং সাথে সাথে আপনি অনেক রেফারেল ভিজিটর পাবেন। ভালোমানের কিছু সোশ্যাল বুকমার্কিং সাইট এর রেজিস্ট্রেশন করুন এবং সম্ভব হলে আপনার ব্লগ এর প্রতিটা টিউন শেয়ার করুন। আমি কিছুক্ষন আগে যেই লিঙ্কটি দিয়েছি সেখানে সোশ্যাল বুকমার্কিং সাইট এর ও লিস্ট আছে।

 

আপদত উপরুক্ত গাইডলাইন্স গুলো আপনাকে সাহায্য করবে আপনার সাইটের ভিজিটর বাড়াতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।

 

সময় পেলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন <এখানে>

Level 0

আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaiya ager 6part ar link gulo aksathe dile valo hoto

    সাইফুল ইসলাম ইরফান ভাই আমার টিউনার প্রফাইল এ গেলে সব টিউন গুলো পাবেন।

Level 0

ভাই পরের পর্বের জন্য অপেক্ষাই…………………থ্যাংকস।

আয় করুন মাসে কমপক্ষে 300$ বা কুড়ি হাজার টাকা —> http://www.freelancertube.blogspot.com