Advance SEO
আস্লামুয়ালাইকুম আমি আপন আবার আপনাদের মাঝে হাজির হোলাম আমার ধাবাহিক SEO কোর্সের ৬ নম্বর টিউনটি নিয়ে। এর আগের গুলতে আমরা SEO এর বেসিক কিছু বিসয় শিখেছি। আপনারা যারা আমার আগের টিউন গুলো দেখেননি তারা আগে সেগুলো দেখে আসেন তানাহলে টিউনের কিছুই বুঝবেন না। এই এখন আমি যে টিউন গুলো করবো সে গুলোতে আমি বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করবো। যাতে আপনারা SEO এর প্রত্যেকটি বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে পারেন এবং প্রত্যেকটি বিষয়ে দক্ষ করে তোলার চেষ্টা করবো। আপনারা সবাই এই টিউন গুলো ভালভাবে পড়বেন এবং সঠিক ভাবে প্র্যাকটিস চালিয়ে যাবেন। এবং একটা কথা সব সময় মনে রাখবেন There is no shortcut way to success. মানে সফলতার কোন সর্টকাট রাস্তা নেই। আর SEO এর মত একটি বিশাল ব্যাপারে সর্টকাটের তো প্রশ্নই আসেনা। কিন্তু আপনি যদি ভালভাবে শিখতে পারেন এবং সেটা কাজে লাগাতে পারেন তবে এটা আপনার লাইফ টাইম আরনিং হতে পারে। যারা আমার এই কোর্সের শেষ পর্যন্ত থাকবেন আসা করি সবাই একটা সফল ফ্রিলাঞ্চিং ক্যারিয়ার গড়তে পারবেন। এখানে আমি SEO শেখানো থেকে সুরু করে আরনিং সরু করা পর্যন্ত সব কিছুই শেয়ার করবো। সুধু আপনাকে আমার দেখানো পথে চলতে হবে। আপনারা হয়তো জানেন না যে আমি আমার টিউন গুলো আগে টেকটিউনে প্রকাশ করি তারপর আমার ব্লগে। তাছাড়াও আপনারা যদি আমার ব্লগে এক্টিভ থাকেন তবে এমন কিছু তথ্য পাবেন যেগুলো সময়ের অভাবে টেকটিউনে প্রকাশ করা হয়ে ওঠেনা। আসুন কথা না বারিয়ে কাজে আসি।
এই টিউনে আমরা Keyword নিয়ে গবেষণা করবো। আরেনা আমরা কেওই বিজ্ঞানি না যে গবেষণা করবো, এই টিউনে আমরা Keyword ভাল মানের Keyword খোজা ও এবং সেই সম্পর্কে বিস্তারিত জানব।
আমরা অন পেজ SEO এর পর্বেও Keyword নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা Keyword খোজা ও Keyword কিভাবে Research সম্পর্কে জেনেছি। যারা অই পর্বটি
মিস করেছেন তারা একবার দেখে আসুন। এখন আমরা ভাল মানের Keyword ও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। এছাড়াও SEO করার কিছু নতুন শব্দের সাথেও পরিচিত হব।
Keyword, Search Engine Optimization এ একটা গুরত্বপূর্ন ভূমিকা রাখে। আপনার ওয়েবসাইটটি যে বিষয়ের উপর সেই ধরনের Keyword নিয়ে আপনাকে ভাবতে হবে। উদাহরনস্বরুপ আপনার সাইট যদি Software Development tutorials ভিত্তিক হয় তাহলে হোম পেজের টাইটেলে "সফটওয়ার ডেভেলপমেন্ট টিউটোরিয়াল" এই কিওয়ার্ডগুলি রাখা বুদ্ধিমানের কাজ হবে।
*যদি কেউ সফটওয়ার ডেভেলপমেন্ট শিখতে চায় তাহলে সে কোন্ কোন্ শব্দ গুগলে লিখে সার্চ দিতে পারে এটা আপনাকে ভাবতে হবে এবং সেই শব্দগগুলি আপনার সাইটের হোমপেজের টাইটেল সাইটের হেডিং ট্যাগগুলিতে শব্দগুলি রাখতে হবে।
*সাইটের কিওয়ার্ডের সাথে যেন কনটেন্টের মিল থাকে
Search Engine Optimization Term
সার্চ ইন্জিন অপটিমাইজেশন জগতে ব্যবহৃত হয় এমন কিছু প্রয়োজনীয় শব্দের আলোচনা :
Backlink:অন্য একটা সাইটে আপনার সাইটের লিংক থাকলে এটা আপনার সাইটের জন্য ব্যাকলিংক।হতে পারে এই লিংক আপনার সাইটের হোমপেজ বা অন্য কোন পেজ এর লিংক।ব্যাকলিংক কেইনকামিং লিংক বা ইনবাউন্ড লিংকও বলে।
Outbound link: আউটবাউন্ড লিংক হচ্ছে ব্যাকলিংকের বিপরীত অর্থ্যাৎ অন্য সাইটের লিংক যদি আপনার সাইটে থাকে।Outbound linkকে Out going link বলে।
White hat SEO:সার্চ ইন্জিনের গাইডলাইন বা নীতিমালা ভঙ্গ না করে যদি SEO করেন তাহলে এ ধরনের অপটিমাইজেশনকে বলে হোয়াইট হ্যাট এসইও।এসব গাইডলাইন বা নীতিমালার মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ন নীতিটি হচ্ছে ওয়েবসাইট মানুষের জন্য তৈরী করুন যা উপকারী সার্চ ইন্জিনের জন্য নয়।অন্যান্য নীতিমালার মধ্যে আছে ব্যাকলিংক লিংক পপুলারিটি কিওয়ার্ড গবেষনা লিংক বিল্ডিং ইত্যাদি।হোয়াইট হ্যাট এসইও (White hat SEO) কে এথিকাল এসইও (Ethical SEO) বলা যায়।
Black hat SEO: এটা হোয়াইট হ্যাটের বিপরীত অর্থ্যাৎ সার্চ ইন্জিগুলির দেয়া নিয়মানুযায়ী অপটিমাইজ করলেননা।ব্ল্যাক হ্যাট এসইও টেকনিকের মধ্যে আছে কিওয়ার্ড স্টাফিং ক্লকিং অদৃশ্য টেক্সক্ট ইত্যাদি।একে আনএথিকাল (Unethical SEO) এসইও বলা যায়।
Keyword Stuffing: এটা ব্ল্যাক হ্যাট এসইও'র অংশ।ইউজার যেসব কিওয়ার্ড লিখে সার্চ দিতে পারে এধরনের কিওয়ার্ডগুলি দিয়ে পেজ ভর্তি করা অর্থ্যাৎ কিওয়ার্ড ওভারলোডিং।অনেকসময় ইনপুট ট্যাগে hidden এট্রিবিউট দিয়ে এধরনের কিওয়ার্ড ঢুকিয়ে দেয় ফলে ইউজারের কাছে এসব টেক্সট অদৃশ্য থাকে আর সার্চ ইন্জিনকে এসব পড়তে হয়।আবার পেজের রং যা আছে টেক্সটের রংও তাই করে দেয় ফলে ইউজার দেখতে পারেনা কিন্তু সার্চ ইন্জিন দেখে।কিওয়ার্ড স্টাফিংকে অনেক সময় Keyword Loading বলা হয়।
এসব করা থেকে বিরত থাকা উচিৎ সার্চ ইন্জিন টের পেলে ঐ সাইটকে কিক আউট করে দেবে।
Keyword Density: একটা পেজে কোন একটা নির্দিষ্ট কিওয়ার্ড কতবার ব্যবহৃত হয়েছে এটা Keyword টির Density।
Link Popularity:এটা হচ্ছে একটা সাইটরে মান কিরকম তা নির্নয়ের জন্য এটা কোয়ালিটি ইনবাউন্ড লিংকের (ব্যাকলিংক) উপর ভিত্তি করে হয়ে থাকে।সার্চ ইন্জিনগুলি লিংক পপুলারিটির উপর ভিত্তি করে তাদের এলগরিদম তৈরী করে থাকে যে একটা সাইট সার্চ ইন্জিন রেজাল্ট পেজে (SERP) কোথায় থাকবে।
*কোয়ালিটি ব্যাকলিংক আর শুধু ব্যাকলিংকের মধ্যে পাথ্যর্ক হচ্ছে কোয়ালিটি ব্যাকলিংক এমন সাইটে থাকবে যেটা আপনার সাইটের মতই।যেমন w3schools এ webcoachbd.com এর লিংক থাকলে এটা কোয়ালিটি ব্যাকলিংক আর যদি ফেসবুকে থাকে তাহলে এটা হবে শুধু ব্যাকলিংক।
Link farm: লিংক ফার্ম হচ্ছে বেশ কিছু ওয়েবসাইট খুলে প্রতিটি সাইটের লিংক প্রতিটি সাইটে দেয়া।ফলে প্রতিটি সাইটের ব্যাকলিংক বৃদ্ধি পেল।এসব ধরা পরলে আপনার সাইটকে স্পামডেক্সিং এ গগনা করবে।
স্পামেডেক্সিং হচ্ছে সার্চ ইন্জিন আপনার সাইটকে এমনভাবে চিহ্নিত করবে যেন আপনি তাদের দেয়া গাইডলাইন ভঙ্গ করেছেন।আপনার সাইটকে যদি সার্চ ইন্জিন স্পামডেক্সিং করে ফেলে তাহলে আপনার পুরো SEO ব্যর্থতায় পর্যবশিত হল।বিভিন্ন কারনে আপনার সাইটকে স্পামডেক্সিং করতে পারে যেমন লিংক ফার্ম করলে কিওয়ার্ড স্টাফিং করলে ডুরওয়ে (Doorway pages) পেজ বানালে ক্লকিং সোজা কথা ব্ল্যাক হ্যাট এসইও করলে।
Doorway page: এটা হচ্ছে এমন পেজ বানানো যেখানে খুব অল্প কয়েকলাইন থাকে আর এসব লাইনে শুধু কিওয়ার্ড থাকে ফলে সার্চ র্যাং কিং বাড়ে কিন্তু ইউজারদের জন্য তেমন কোন তথ্য থাকেনা।এই পেজে গেলে অন্য কোন পেজের লিংক থাকে বা রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যায়।এটাকে এন্ট্রি পেজ পোর্টাল পেজ জাম্প পেজ ব্রিজ পেজ ইত্যাদি বলা হয়ে থাকে।
Cloaking:এটা এমন একটা টেকনিক যেটা সার্চ ইন্জিনকে এক ধরনের কনটেন্ট দেখাবে আর ইউজারকে অন্যরকম কনটেন্ট দেখায়।এই পদ্ধতিটি তে যখন সার্ভারে কোন পেজের জন্য রিকোয়েস্ট যায় তখন আইপি এড্রেস বা ইউজার এজেন্ট দেখে বুঝে ফেলে এটা কোন সার্চ ইন্জিনের বট/ক্রাউলার/স্পাইডার/স্কুটার নাকি মানুষ।যখন দেখে স্পাইডার তখন এক ধরনের পেজ দেখায় আর মানুষ হলে আরেক ধরনের পেজ।
Internal Link: এটা হচ্ছে আপনার সাইটেই এক পেজে অন্য পেজের লিংক।এটা অত্যন্ত গুরত্বপূর্ন।যেমন আপনার সাইট এ যদি ধারাবাহিক টিউটোরিয়াল থাকে তাহলে একপেজ থেকে তারপরের পেজে যাওয়ার জন্য আগের পেজে এনকর টেক্সট দিয়ে লিংক দিবেন।এটা আপনার সাইটের ব্যাকলিংক হিসেবে কাজ করবে।এতে Page rank বাড়ে।উইকিপিডিয়ার সাইটে দেখবেন প্রতি লাইনেই কতগুলি করে তাদেরই সাইটের লিংক থাকে।
Traffic: কোন সাইট কত ভিজিট হচ্ছে এটা হচ্ছে সেই সাইটের ট্রাফিক।কোন সাইটের ট্রাফিক বাড়ছে অর্থ্যাৎ সেই সাইটের ভিজিট বাড়ছে।
আজকে লেখার তেমন ইচ্ছা ছিলনা তবুও আপনাদের জন্য লিখলাম। আজকের টিউনটি খারাপ হলে প্লিজ গালি দিয়েন না।আজকে এখানেই বিদায় নিচ্ছি এর পরের টিউনটিতে আপনাদের জন্য একটি চমক নিয়ে আসবো।
সময় হলে একবার আমার ব্লগে ঘুরে আস্তে পারেন এখানে
আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপন ভাই আমি আপনার পুরো টিউটোরিয়াল পড়েছি। কিন্তু বিষয় পড়ে অনেক মজা পেয়েছি। আর আমার একটা সাইট আছে। কিন্তু আমার সাইটে সঠিকভাবে এসইও করতে পারছি না। আমার সাইট লিংক হলো http://bloggingjogot.blogspot.com/ বিষয়টি জানালে উপকৃত হতাম।