গুগল হার্ট লাইভ ! আমাকে সাহায্য করে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান করতে

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আশা করি আপনারা সবাই ভাল আছেন।

আউটসোর্সিং শব্দটি আমাদের দেশে যে খুব বেশি পরিচিত তা নয়, তবে অসাধু ব্যাবসায়ী আর চটকদার বিজ্ঞাপনের কল্যাণে শব্দটি এখন মানুষের মনে নানা কৌতুহলের জন্ম দিচ্ছে, এবং ইতিমধ্যে বাংলাদেশীদের কাছে অতি পরিচিত শব্দ হিসাবে সমাদৃত হচ্ছে।

অনেকে এসইও কে ফ্রিল্যান্সিং কাজ হিসেবে ব্যবহার করছেন। এছাড়া যারা ব্লগ পরিচালনা করছেন তাদের ব্লগের পরিচিতি বাড়ানোর প্রয়োজন তো আছেই। ইন্টারনেটে ব্যবসা বাণিজ্য করে টিকে থাকার জন্য এসইও (SEO) এর গুরুত্ব অপরিসীম।

সার্চ ইঞ্জিন  অপটিমাইজেশন (Search Engine Optimization) এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যে কেউ সার্চ ইঞ্জিন  ব্যবহার করে একটি ওয়েব সাইটকে বিনামূল্যে সকলের কাছে পৌছে দিতে পারে। এইচটিএমএল এর কিছু ট্যাগ এবং Google  ডাটাবেস এ ওয়েবসাইট URL জমা করাই এসইও এটি শম্পুরনো ভুল!

অথচ আমরা এই সব করতেই ব্যস্ত ! আমরা কখনো কি ভাল করে চিন্তা করে দেখেছি গুগল কি ? জানতে চেষ্টা করি এটা কিভাবে কাজ করে ? আপনার পরিকল্পনা শীট তইরি করতে চেষ্টা করুন।

এটা এই Google- এর ১ম পেজ এ আস্তে সাফল্য আনবে.আমি ৪৫ দিন এর মধ্যে যেকোন ওয়েবসাইট কে গুগল ১ম পেজ এ নিয়ে আস্তে পারি এবং আমি বিশ্বাস করি আপনিও করতে পারেন! আমি এসইও বিশেষজ্ঞ কোন সন্দেহ নেই, আমি আমার ভিজিটিং কার্ড এ এসইও বিশেষজ্ঞ লিখতে যাচ্ছি না, কারন আমি যে স্বাচ্ছন্দ্য  বোধ করিনা লিকতে তাই। আমার বেশ কিছু  টিউন টেক ভয়েস এ পাবেন .

আমি একটি রহস্য বক্স খুলে দিচ্ছি এবং আপনি আপনার নিজের জন্য এটি খুলুন এবং আপনাকে সাহায্য করার জন্য একটি পথ দিচ্ছি ! গুগল লাইভ হার্ট ঃ https://www.google.com/…/insidesea…/howsearchworks/thestory/

 

আজ আর নয়, আগামিতে আরো ভালো কিছু টিউন নিয়ে হাজির হব, ভালো থাকবেন সবাই।

Level 0

আমি সাকি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস