সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য বিশ্ব সেরা সফটওয়্যার। এবার কোন প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই হয়ে যান SEO এক্সপার্ট!

টিউন বিভাগ এসইও
প্রকাশিত
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বিষয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিশ্বসেরা এবং সর্বাধিক কার্যকর সফটওয়্যার নিয়ে আমার আজকের টিউন।

বর্তমান সময়ে মুক্ত কাজের ক্ষেত্রের ক্রমবর্ধমান বিকাশের কারনে মানুষের মাঝে সহজকাজগুলো করে কিছুটা উপার্জনক্ষম হওয়ার একটা মানুষিকতা ব্যাপকভাবে কাজ করছে। যে কাজ যতো সহজ তারপ্রতি মানুষের আকর্ষন ততো বেশি। ওয়েব সাইট কেন্দ্রিক কাজগুলোর মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) বর্তমান সময়ে এরকম একটি জনপ্রিয় বিষয়। যদিও বিষয়টা এতোটা সহজ নয় কিন্তু ওয়েব রিলেটেড অন্যন্য বিষয়গুলোর চাইতে এটাতে মানুষের আকর্ষণ যেন একটু বেশিই। মানুষের সার্বজনিন এই আকর্ষনের বিষয়টি আমার মনযোগ আকর্ষণ করতে তাই বেশি একটা বিলম্ব করেনি। টেকটিউনস পরিবারকে সব সময় সেরা কিছু দেওয়ার প্রত্যয় এক্ষেত্রেও আমাকে উৎসাহিত করেছে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি ভাত মাছ খাওয়ার মতো সহজ উপায়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারবেন। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য মতে কোন বার বছরের বালকের জন্যও সফটওয়্যারটি একেবারে সহজবোধ্য মনে হবে। এবং একেবারে নির্ভেজাল ভাবে সব বয়সের এবং সব দক্ষতার মানুষের জন্য সফটওয়্যারটি শতভাগ দক্ষতা প্রদর্শন করবে। যাহোক, টিউনের শুরুতে যারা টিউনের টপিক্সের সাথে পরিচিত না তাদের জন্য একটু পরিচিতির ব্যবস্থা করা যাক।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কী, কেন দরকার?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যে কেউ সার্চ ইঞ্জিনের রেজাল্টে নিচের সাইটকে প্রথম দিকের অবস্থানে এনে সেই ওয়েব সাইটকে বিনামূল্যে সকলের কাছে পৌঁছে দিতে পারে। একটি তথ্যবহুল এবং মার্জিত আঙ্গিকে তৈরী করা কোন ওয়েব সাইটে অসংখ্য ভিজিটর বাড়াতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রধান উদ্দেশ্যগুলো নিম্নরূপঃ

  • একটি সাইটকে সকলের কাছে সহজে পৌছে দেওয়া।
  • ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা।
  • সাইটের ভিজিটর বা ট্রাফিক বৃদ্ধি করা।
  • বিভিন্ন ধরনের অনলাইন ইনকামের প্লাটফর্ম তৈরী করা।
  • এছাড়াও তথ্য বিনিময় ও প্রতিযোগিতায় টিকে থাকার শক্ত ভিত হিসেবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিশেষ কোন কাজ সম্পন্ন করে সকলের কাছে পৌছে দিতে পারলেই কেবল কাজে সফলতা আসে। প্রতিযোগিতার এই যুগে কারো আপনার সাইটকে মনে রাখার মত সময় হয়তো নেই৷ তাই মানুষের প্রয়োজন মাফিক তথ্য অতি দ্রত পেতে সার্চ ইঞ্জিনের প্রয়োজন অনস্বীকার্য। এ কারনে আপনার পণ্যের প্রসার, বিজ্ঞাপন কিংবা মানুষের কাছে আপনার বার্তা পৌছে দেওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সার্চ ইঞ্জিনে যেন আপনার পন্য প্রথমে চলে আসে। আর এটা করার যে প্রকৃয়া সেটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

SEO PowerSuite | Price $699

আজকের টিউনের মূল উদ্দেশ্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী সেই বিষয়ে কথা বলা না। বরং কীভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায় সেই বিষয়ে কথা বলা। তবে যদি কেউ টিউনের এই অংশ থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে টিউনটিকে প্রিয়তে রেখে আপাততো এ ব্যাপারে পূর্ণ জ্ঞান নিয়ে নিন। টিউনের শিরোনাম দেখেই হয়তো বুঝে গেছেন সফটওয়্যার নাম কি এবং এটা কতোটা মূল্যবান। এবার চলুন জেনে আসি সফটওয়্যারটিতে এমন কী আছে যার জন্য এই বিষয়ে আজ এতো আয়োজন।

  • সবচেয়ে বড় কথা হলো সফটওয়্যারটি একটি একক অ্যাপ্লিকেশন হিসাবে পেলেও এটাতে রয়েছে চারটি ভিন্ন ভিন্ন সফটওয়্যারের ইনটিগ্রেশন।

  • আপনার ওয়েব সাইটের র‌্যাংক মনিটরিং এর জন্য এখন আর ঘন্টার পর ঘন্টা ব্যায় করে সাইট পজিশন এর দিকে নজর রাখতে হবে না। এই কাজটি খুব সুচতুর ভাবে SEO PowerSuite সফটওয়্যারটিই করে দিবে।

  • এতে রয়েছে সর্বাধিক ব্যাকলিংক ইনডেক্স, নিউ লিংক বিল্ডিংয়ের সুযোগ এবং লিংক এনালাইসিসের জন্য সব কিছু। এর মানে যা কিছু প্রয়োজন সব এখানেই পাবেন।

  • সফটওয়্যারটির সাথে সংযুক্ত ১৯টি কিওয়ার্ড সাজেশন টুলসের মাধ্যমে আপনি শক্তিশালী কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সাইটকে উপযুক্ত করতে আর কি লাগবে?

  • কন্টেন্ট অপটিমাইজেশন, ব্রকেন লিংক এরর, এইচটিএমএল এরর, ডুপ্লিকেট পেইজ ইস্যুগুলোকে খুব সহজভাবে হ্যান্ডল করতে পারবেন।

  • ব্যাকলিংক, র‌্যাংক এবং কন্টেন্ট কম্পিটিশনগুলো খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করতে পারবেন।

  • এবং পিডিএফ কিংবা এইচটিএমএল এ আপনার সাইটের সাপ্তাহিক রিপোর্ট এবং প্রফেশনাল মানের হুয়াইট লেভেল ব্যাকলিংক রিপোর্ট পাবেন।

  • এছাড়াও গুগল এনালাইটিক্স, সামাজিক মিডিয়া, সহজ ডাটা এক্সপোর্ট এবং টাস্ক শিডিওলিং সুবিধা তো থাকবেই।

ডাউনলোড এবং একটিভেশন পদ্ধতি

সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে উইন্ডোজ, লিনাক্স, কিংবা ম্যাক এর জন্য ফ্রি ভার্সনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অফিশিয়াল সাইট হতে আপনি সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। তবে আমার আজকের আয়োজন হলো সফটওয়্যারটির এন্টারপ্রাইজ এডিশন নিয়ে যেটার বর্তমান বাজার মুল্য প্রায় ৫৪,০০০ টাকা। সুতরাং মেডিসিন ফাইল সহ ৭৭ মেগাবাইটে সফটওয়্যারটির এন্টারপ্রাইজ এডিশন ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

আপনি যদি সফলভাবে জিপ ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে সেটাকে আনজিপ করলে সেটাপ এবং মেডিসিন নামের দুটি ফোল্ডার পাবেন। সেখান থেকে প্রথমে সেটাপ ফাইলটি আপনার পিসিতে স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন। এবার আপনার ডেস্কটপে সফটওয়্যারটির ৫টি আলাদা আলাদা প্যাকেজ পাবেন। এবার মেডিসিন ফাইলটিকে এডমিন হিসাবে রান করলে প্রত্যেকটি প্যাকেজের জন্য আলাদা আলাদা নেইম এবং রেজিস্ট্রেশন কী পেয়ে যাবেন। এবার তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন। সফটওয়্যারটি ভালো লাগলে তাদের এখান থেকে অর্ডার করতে পারেন। কারন নৈতিক দিক থেকে আমাদের পাইরেসি পরিহার করা উচিত।

জিপ ফাইলের ভেতরে থাকা মেডিসিন ফাইল যদি কাজ না করে তাহলে এখান থেকে মেডিসিন ফাইল ডাউনলোড করুন
মেডিসিন ফাইলটি রান হওয়ার জন্য ডট নেট ফ্রেমওয়ার্ক ৪ রিকোয়ার করতেও পারে আবার নাও করতে পারে।

শেষ কথা

আমি SEO সম্পর্কে বেশি কিছু জানিনা, এ ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। সব কিছু বিষয়ে কিছু জানতে হয় বলে কিছু জানি। কখনো এ সম্পর্কিত কোন কাজের অভিজ্ঞতা আমার নেই। সুতরাং টিউনে অনিচ্ছাকৃত ভুল থাকতেই পারে। যেহেতু আমি এই বিষয়ে বেশি কিছু জানিনা, তাই ভুলগুলো আমার দৃষ্টিগোচর হচ্ছেনা। টিউনে কোন অসংগতি থাকলে অনুগ্রহ করে আমাকে অবহিত করবেন। তাছাড়া টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

awsm bro.. just awsm. Thnks.

    @নাজমুল সাগর: ধন্যবাদ নাজমুল ভাই 🙂

      @সানিম মাহবীর ফাহাদ: ভাইয়া আমি SEO তে একদম নতুন, মানে টেক্সট লিখাতে এটা বুঝতে একটু কষ্ট হয়, আপনি SEO এর কাজগুলো নিয়ে একটু Details এ একটা ভিডিও টিউটরিয়াল করে টিউন করলে অনেক উপকৃত হতাম ।

        @নাজমুল সাগর: টিউনের শেষে আমি বলে দিয়েছি যে, SEO সম্পর্কে আমি খুব বেশি কিছু জানিনা। সব বিষয়ের কিছু কিছু জানতে হয় বলে সামান্য কিছু জানি। সেটা দিয়ে ভিডিও টিউন করার মতো যোগ্যতা আমার নেই। তাছাড়া ভিডিও টিউন টেকটিউনস স্ট্যান্ডার্ড নয়। তবে ভালো কিছু জানতে পারলে অবশ্যই টেকটিউনসে টেক্সট টিউন হিসাবে শেয়ার করা হবে। আমার অপারগতার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি 🙁

Level 0

অনেক ভালো একটা পোস্ট এবং অনেক ভালো মানের একটা সফটওয়্যার দেওার জন্য ধন্যবাদ । ডাউনলোড করে রাখলাম ভালো করে একটা সাইট তৈরি করে তখন এটা অ্যাপ্লাই করব ।
আবারো ধন্যবাদ ।

    @tsujon: এখন ডাউনলোড করে না রাখলে অবশ্য প্রয়োজনে খুঁজে পেতেন না। তবে সফটওয়্যারটি ব্যবহার করে উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।

    সুন্দর টিউমেন্টের জন্য কচি ধইন্যার শুভেচ্ছা 🙂

অনেক ধন্যবাদ এত সুন্দর সফটওয়্যার দেওয়ার জন্য, seo এর ২০১৫ এর সেরা ১০ এর ভিতর নং ১ সফটওয়্যার নিয়ে ও একটা টিউন আসা করব 😛 ফাহাদ ভাই মানেই সেরা সফটওয়্যার এর মেগা, সুপার, হট টিউন ।

    @লিমন: সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ লিমন ভাই 🙂 আপনার এই আর্জির জন্য আমার ‘‘সেরা দশ থেকে বেছে নিন আপনারটি” সিরিজ তো আছেই। কোন একদিন দেখবেন টিউন পাবলিশড হয়ে গেছে 🙂

অসংখ্য অসংখ্য ধন্যবাদ,ভাই….

ফাহাদ ভাই কপি ডট কম থেকে ডাউনলোড করতে পারছিনা যদি মিডিয়া ফায়ার লিংকে আপলোড করে দিতেন তাহলে অনেক খুশী হতাম।

    @ইসমাঈল হোসেন সৌরভ: অজানা কারনে মিডিয়া ফায়ারে ফাইল আপলোড সমস্যা করছে। তাই কপিতে দিয়েছে। আপনার জন্য গুগল ড্রাইভে আবার আপলোড করে ডাইরেক্ট লিংক দিয়ে দিলাম। এবার সমস্যা হলে কিন্তু আমি শেষ!

ধন্যবাদ। আপাতত দরকার নেই, ভালো লাগল তাই ডাউনলোড করে রাখলাম।

কী আর বলব? ৫৪০০০ টাকার সফটওয়্যার ফ্রিতেই পাওয়ার ব্যবস্থা করে দিলেন; অবশ্যই মেগা টিউন।
আপাতত প্রিয়তে থাক ভবিষ্যতে কাজে লাগবে।

ধন্যবাদ আবারো।

    @রিহানুর ইসলাম প্রতীক: অন্ধ ব্যক্তির জন্য যেমন দিনরাত একই সমান ঠিক তেমনি বাঙ্গালীদের জন্য লাখ টাকার সফটওয়্যার আর ফ্রি-সফটওয়্যার দুটোই সমান। টাকা দিয়ে কিনে সফটওয়্যার ব্যবহার করার মানুষিকতা আমাদের কারও নেই। যাহোক, সুন্দর টিউমেন্টের জন্য ধইন্যা 🙂

অনেক গুলো thanks ভাই। কাজের একটা softwere দিয়েছেন আপনি ।

পুরানো কথাডা মনে পইরা গেল গা ভাই, দায়িত্ব দিছিলেন একটা। আই লাভ ইউ 😉

Level 0

আমি window 8.1 ব্যাবহার করছি। medicine patch টি আমার পিসিতে রান হচ্ছেনা। widown এর সবগুলো compatibility দিয়ে administration থেকে রান করার চেষ্টা করেছি। কিন্তু লাভ হয়নি। অন্য কোন সাজেশান আছে কিনা ?

    @hthelal: আমি উইন্ডোজ সেভেন ব্যবহার করি। তাই সমস্যাটির সাথে আমি পরিচিত না। তবে আমি দেখে আপনাকে জানাবো।

    সমস্যাটি জানানোর জন্য ধন্যবাদ, খুব শীঘ্রই আমি সমাধান বের করার চেষ্টা করবো।

    @hthelal: টিউন আপডেট করা হয়েছে, নতুন মেডিসিন ফাইল শতভাগ কার্যকর। সাময়িক সমস্যার কারনে আমি আন্তরিক ভাবে দুঃখিত 🙁

আমি window 8.1 ব্যাবহার করছি। medicine patch টি আমার পিসিতে রান হচ্ছেনা। widown এর সবগুলো compatibility দিয়ে administration থেকে রান করার চেষ্টা করেছি। কিন্তু লাভ হয়নি।

ভাই, এক কথায় অসাধারন।আম জনতার জন্য এভাবে নিজের মূল্যবান সময় নষ্ট করে বেক্তি তথা জাতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কর্ম পরিকল্পনা আপনার তার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ। মহান আল্লাহ্‌ আপনাকে দীর্ঘায়ু করুন।

    @ক্লিপিং এরিয়া: সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ ক্লিপিং এরিয়া (মামুন ভাই) 🙂 জাতিকে এগিয়ে নেওয়ার জন্যতো কিছু মানুষকে এগিয়ে আসতেই হয়। বসে না থেকে তাই সামান্য কিছু করা। আপনার প্রার্থনা আল্লাহ্ কবুল করুন।

ভাই আমি উইন্ডোজ সেভেন ব্যবহার করি আমারও একই সমস্যা medicine patch টি রান হচ্ছেনা।the application was unable to start correctly(0xc000007b). লেখা আসে

    @মেহেদি হাসান: ‍বুঝতেছি না যে সমস্যাটা আপনার শুধুই একার কিনা। তবে আরও কয়েক জনের হলে নতুন মেডিসিন খুঁজতে হবে। আপনি আপাততো ফ্রি ভার্সন চালাতে থাকেন, আমি যতো তাড়াতাড়ি সম্ভব নতুন মেডিসিন দিয়ে দিবো।

    @মেহেদি হাসান: টিউন আপডেট করা হয়েছে, নতুন মেডিসিন ফাইল শতভাগ কার্যকর। সাময়িক সমস্যার কারনে আমি আন্তরিক ভাবে দুঃখিত 🙁

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। এমন অসাধারন একটা টিউন উপহার দেবার জন্য

ভাই আপনার পোষ্ট মানেই আমার কাছ থেকে ধন্যবাদ।অতঃপর ধন্যবাদ

woow vaia.. vaia “magic subbmitter” soft ta niea ekta post korben… ata o seo er jonno kaj kore.. er vaia ata amr onk important.. tai post kore ektu help korben..

    আমি চেষ্টা করবো আপনার কাঙ্খিত সফটওয়্যারের ফুল ভার্সন নিয়ে টিউন করার জন্য। তবে কথা দিতে পারছি না 🙁

DHONNOBAD AMAR KOTHAY ETO KOSTO KORAR JONNO….

ধন্যবাদ ফাহাদ সাহেব..আপনার সুন্দর এবং প্রয়োজনীয় টিউনের জন্য।অনেক দিন ধরে এটাই খুজছিলাম…

    অনেক খুঁজাখুঁজির পরে কাঙ্খিত জিনিস পেয়েছেন জেনে ভালো লাগলো। আর টিউমেন্টের জন্য ধইন্যা 🙂

কয়েক মাস আগে একবার ফ্রি ভার্সনটা নিয়া ঘাটাঘাটি করছিলাম। প্রিমিয়াম ভার্সন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

মেডিসিন RUN হচ্ছে না । এখন কি করব? আর আপডেট হয়ে

    @moner antor: টিউন আপডেট করা হয়েছে, নতুন মেডিসিন ফাইল শতভাগ কার্যকর। সাময়িক সমস্যার কারনে আমি আন্তরিক ভাবে দুঃখিত 🙁

মেডিসিন RUN হচ্ছে না । এখন কি করব? আর আপডেট হয়ে যাছে। নাকি আপনি যেটা সেটাই থাকবে? আপনার মেডিসিন এর জন্য কিছু করলে ভাল হয়।

    কিছু পিসিতে মেডিসিন ফাইল সমস্যা করছে। খুব শীঘ্রই একটা ইউনিভার্সাল মেডিসিন ফাইল আপনাদেরকে দিয়ে দিবো। আমার পিসিতে কাজ করছে বিধায় আর অন্য কোথাও টেস্ট করিনি। সাময়িক সমস্যার কারনে দুঃখিত 🙁
    আপাততো যেভাবে আছে সেভাবেই চালাতে থাকেন। ৬ মাসের মতো ফ্রি চালাতে পারবেন।

Medicine doesn’t work on my pc.So what can I do?

    @শরিফুল ইসলাম: আরে দোস্ত, এটা তুই? আগে ছবি ছিলো না বলে চিনতে পারিনি। যাহোক, মেডিসিনটা কিছু পিসিতে সমস্যা করছে। আমি দেখতেছি নতুন মেডিসিন ফাইল পাওয়া যায় কিনা। তবে তোর সংগ্রহে থাকলে একটু আপলোড করে দিস।

    @শরিফুল ইসলাম: টিউন আপডেট করা হয়েছে, নতুন মেডিসিন ফাইল শতভাগ কার্যকর। সাময়িক সমস্যার কারনে আমি আন্তরিক ভাবে দুঃখিত 🙁

যদিও এসইও (ব্যাকলিঙ্ক তৈরি, ইনডেক্স করা বা কী-ওয়ার্ড সাবমিশন) যতো ম্যানুয়ালি করা যায় ততই গুগলে পান্ডা আক্রমণে না পড়ার সম্ভাবনা। সেহেতু ম্যানুয়ালি করলে ভবিষ্যতে সমস্যা না হওয়ার সম্ভাবনা থাকে। কষ্ট হলেও এগুলো ম্যানুয়ালি করা ভালো। 🙄

তবে কী-ওয়ার্ড রিসার্চ টা যদি এই সফটওয়্যার ভালো রেজাল্ট দেয় এটুকু অনেক কাজের হবে। সেটা আজকে কিংবা ভবিষ্যতে। 😛
সেহেতু ডাউনলোড করে নিলাম।

আর সুন্দর কালেকশন দেওয়ার জন্য ফাহাদ ভাইকে আজকের বৃষ্টি মুখরিত দিনের এক পসলা বৃষ্টি ভেজা সুন্দর দিনের কদম্ব ফুলের শুভেচ্ছা। বৃষ্টিতে ভিজতে ভিজতে কদম্ব ফুল নিয়ে মেয়ে হলগুলোর সামনে দিয়ে যাওয়ার সময়, তাতে সুন্দর মুহূর্ত কিছু হারালে জাতি দায়ি থাকবে না। 😉

    @আইটি সরদার: বরাবরের মতো সুন্দর টিউমেন্ট আর সফটওয়্যারটির ক্ষুদ্র রিভিউ বিষয়ে বিশেষ কিছু বলতে না চাইলেও টিউমেন্টের শেষে রোমান্টিক কথাগুলোর জন্য ধইন্যা না দিয়ে পারলাম না। প্রিয় টিউনারের মুখে এহেন কথা শুনিয়া মন আনন্দে পূর্ণ হইয়া গেলো। সেই সাথে আমার অন্যতম প্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যারের গানের সেই কথাগুলো মনে পড়ে গেলো,

    “কদমগুচ্ছ খোঁপায় জড়ায়ে দিয়ে, জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে”

    তবে এরকম বাঁধভাঙ্গা অনুভুতিগুলো আপাততো ভবিষ্যতের জন্যই তোলা থাক। তারচেয়ে কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকায় বেশি আরামদায়ক মনে হচ্ছে।

ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব আমার জানা নাই
অনেক দিন যাবত এইরকম একাটা আশা নিয়া ছিলাম
আজ আমার আশাটা পুরন হলো
ভাই আপনার কাছে আমার একটা অনুরধ রইলো
আমাকে একটা সফট দিলে আমার অনেক উপকার হবে
Ninja Blaster ফুল ভার্সন
পারল্লে এইটা নিয়া একটা বিস্তারিত টিউন করল্লে সবার অনেক ঊপকারে আসবে
আমার কাসে এইটার ট্রায়েল ভারসন আছে

    @প্রবাশি টেল: ক্ষুদ্র জীবনে কিছু মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আশার পূর্ণতা আমার দ্বারা হয়েছে ভেবে ভালো লাগলো। আপনার ট্রায়াল ভার্সন আপাততো ব্যবহার করতে থাকেন। আমি চেষ্টা করবো ফুল ভার্সন দেওয়ার। তবে ভুলে গেলে প্লিজ একবার মনে করিয়ে দিয়েন।

    @প্রবাশি টেল: টিউন আপডেট করা হয়েছে, নতুন মেডিসিন ফাইল শতভাগ কার্যকর। সাময়িক সমস্যার কারনে আমি আন্তরিক ভাবে দুঃখিত 🙁

Level 0

সানিম মাহবীর ফাহাদ ভাই কে অনেক অনেক ধন্যবাদ ।
ভাই আমি GSA search engeen rangker এই সফটওয়্যার টার সিরিয়াল কী খুঁজছি। কার কাছে থাকলে শেয়ার করেন প্লিজ।

    @smdipu: ভাবছিলাম বাংলাদেশ বেতারের মতো অনুরোধের আসর সফটওয়্যারের ডালি নিয়ে একটি টিউন করবো। যেখানে আপনাদের সবার অনুরোধের সফটওয়্যারগুলো থাকবে। যাহোক, দেখি চেষ্টা করে আপনার জন্য কিছু করা যায় কিনা। তবে কোন কিছুর জন্যই কথা দিতে পারবো না আপাততো 🙁

@ফাহাদ ভাই,মেডিসিন কাজ করছেনা তো।A problem caused the program to stop working correctly.plz close the program… এই লিখাটা ওপেন করলেই আসে।
@নাইম ভাই, Not found দেখাচ্ছে আপনার লিঙ্ক।

    @shazzadul islam: কারও কারও সমস্যার কারনে আমি আন্তরিক ভাবে দুঃখিত। আজ একটু ব্যস্ততার কারনে নতুন মেডিসিন ফাইল খুঁজতে পারছিনা। কালকের মধ্যে টিউন আপডেট করে দিবো।

    আর নাঈন আল আমিন সাহেব স্প্যামিং করেছিলেন। তাই এসব লিংকে না ক্লিক করায় ভালো। একটু ধৈর্য্য ধরুন।

    @shazzadul islam: টিউন আপডেট করা হয়েছে, নতুন মেডিসিন ফাইল শতভাগ কার্যকর। সাময়িক সমস্যার কারনে আমি আন্তরিক ভাবে দুঃখিত 🙁

SEO নিয়ে সরাসরি গুঁতোগুঁতি করার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য আমার হয়নি আজ অব্দি……তবে এটার পরিধি আর গুরুত্ব সম্বন্ধে বান্দার যথেষ্ট খেয়াল আছে কইলাম 😛

ভবিষ্যতে এটা নিজের প্রয়োজনেই কাজে লাগবে- না হলেও জোর করে লাগাতে হবেই…..তাই অনাগত ভবিষ্যপানে চেয়ে প্রিয়তে ঢুকিয়ে ফেললাম- আপাতত ফিচারগুলো দেখে বেশ লোভ হচ্ছে, আশাকরি আমার পূর্ণতৃপ্তি ঘটবে 😉

টিউনের জন্য সফটওয়্যারটার ওজন সমান ধইন্যা 🙂

    SEO সম্পর্কে আমার নিজেরও বেশি কিছু আইডিয়া নাই। তবে সফটওয়্যারটি অনেক কাজের। কখনো ব্যবহার করলে উপকৃত হবেন মনে হয়। যদিও আমি নিজে ব্যবহার করিনি তারপরেও দেখেই ভালোলেগেছে।

    বরাবরের মতো সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

আমি লেট করে ফেলেছি, ডাউনলোড হচ্ছে না।

দারুন সফট । অনেকদিন আগেই ডাউনলোড করেছি এবং ভাল লেগেছে । পুরোটা ঘাঁটাঘাঁটি করার পরে টিউমেন্ট করলাম । থ্যাংকস ।

Level 0

অনেক লেট করেই ডাউনলোড করেছি ভাই। সফটওয়্যার এর ভেতরে যে মেডিসিন আছে তা ব্লাঙ্ক দেখা যাচ্ছে। আর পরবর্তী লিংক থেকে ফাইল টা ডাউনলোডই হচ্ছেনা।এন্টিভাইরাস অফ করে ডাউনলোড দিলে নিচের মেসেজ টা শো করছেঃ
Blocked: May contain a virus or spyware।

আপনার সাহায্য চাই ভাই

Level 0

অনেক ধন্যবাদ ভাই ডাউনলোড করে রাখলাম।পরে কাজে লাগাবো ইন শা আল্লাহ।

ইনস্টল করার পরে এক্টিভেট করেছি কিন্ত নেট কানেক্ট হবার সাথে সাথে unactive হয়ে যাই. দয়া করে বলবেন কি আমি কি করতে পারি , ফায়ারওয়াল আপডেট করেছি ,কিন্ত কোনো কাজ হইনা

    টিউনটি তো অনেক আগের। আপনি টরেন্ট সাইটে খোঁজ নিয়ে লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে পারেন। অসুবিধার জন্য দুঃখিত।

ফাহাদ ভাই,
সফটওয়্যারটির এন্টারপ্রাইজ এডিশনের ডাউনলোড লিংক কাজ করছে না। Not Found, Error 404 দেখাচ্ছে। দয়াকরে সমাধান করলে উপকৃত হতাম।

ধন্যবাদ।

    টিউনটি তো অনেক আগের। আপনি টরেন্ট সাইটে খোঁজ নিয়ে লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে পারেন। অসুবিধার জন্য দুঃখিত।

medicine link not working anymore.Please update it brother

    ভাই দুঃখিত। এই টিউনের মেয়াদ শেষ হয়েছে। কোন ভাবেই নতুন সফটওয়্যারের মেডিসিন পাচ্ছি না।

ভাই, কোথাও থেকে ডাউনলোড করতে পারছিনা। দয়াকরে যদি, সেটাপ আর মেডিসিন ফাইল গুলো mega.nz তে ডাউনলোড দেন আশা করি আর প্রবলেম হবে না।

    ভাই দুঃখিত। এই টিউনের মেয়াদ শেষ হয়েছে। কোন ভাবেই নতুন সফটওয়্যারের মেডিসিন পাচ্ছি না।

vAI DOWNLOAD KORBO KIVABA?

    ভাই দুঃখিত। এই টিউনের মেয়াদ শেষ হয়েছে। কোন ভাবেই নতুন সফটওয়্যারের মেডিসিন পাচ্ছি না।

Level 0

Bro Your Link Isn’t Working…

    ভাই দুঃখিত। এই টিউনের মেয়াদ শেষ হয়েছে। কোন ভাবেই নতুন সফটওয়্যারের মেডিসিন পাচ্ছি না।

medicine file download link ta thik koren vai..

    ভাই দুঃখিত। এই টিউনের মেয়াদ শেষ হয়েছে। কোন ভাবেই নতুন সফটওয়্যারের মেডিসিন পাচ্ছি না।

youtube ar video rank kora jabe ai software diye

    ভাই দুঃখিত। এই টিউনের মেয়াদ শেষ হয়েছে। কোন ভাবেই নতুন সফটওয়্যারের মেডিসিন পাচ্ছি না।

sanim vai…plz download link ta den…link kaj korche na…

    ভাই দুঃখিত। এই টিউনের মেয়াদ শেষ হয়েছে। কোন ভাবেই নতুন সফটওয়্যারের মেডিসিন পাচ্ছি না।

গুরুদেব প্রনাম আপনাকে । এই সফটয়্যার টি অনেক উপকারে এসছে আমার।

medicine file er download link ta kaj korche na.

    ভাই দুঃখিত। এই টিউনের মেয়াদ শেষ হয়েছে। কোন ভাবেই নতুন সফটওয়্যারের মেডিসিন পাচ্ছি না।

ভাই বলা যায়, এটি একটি SEO Audit সফটওয়্যার।
আর সাজেস্ট করার জনয ধন্যবাদ।