সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বিষয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিশ্বসেরা এবং সর্বাধিক কার্যকর সফটওয়্যার নিয়ে আমার আজকের টিউন।
বর্তমান সময়ে মুক্ত কাজের ক্ষেত্রের ক্রমবর্ধমান বিকাশের কারনে মানুষের মাঝে সহজকাজগুলো করে কিছুটা উপার্জনক্ষম হওয়ার একটা মানুষিকতা ব্যাপকভাবে কাজ করছে। যে কাজ যতো সহজ তারপ্রতি মানুষের আকর্ষন ততো বেশি। ওয়েব সাইট কেন্দ্রিক কাজগুলোর মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) বর্তমান সময়ে এরকম একটি জনপ্রিয় বিষয়। যদিও বিষয়টা এতোটা সহজ নয় কিন্তু ওয়েব রিলেটেড অন্যন্য বিষয়গুলোর চাইতে এটাতে মানুষের আকর্ষণ যেন একটু বেশিই। মানুষের সার্বজনিন এই আকর্ষনের বিষয়টি আমার মনযোগ আকর্ষণ করতে তাই বেশি একটা বিলম্ব করেনি। টেকটিউনস পরিবারকে সব সময় সেরা কিছু দেওয়ার প্রত্যয় এক্ষেত্রেও আমাকে উৎসাহিত করেছে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি ভাত মাছ খাওয়ার মতো সহজ উপায়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারবেন। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য মতে কোন বার বছরের বালকের জন্যও সফটওয়্যারটি একেবারে সহজবোধ্য মনে হবে। এবং একেবারে নির্ভেজাল ভাবে সব বয়সের এবং সব দক্ষতার মানুষের জন্য সফটওয়্যারটি শতভাগ দক্ষতা প্রদর্শন করবে। যাহোক, টিউনের শুরুতে যারা টিউনের টপিক্সের সাথে পরিচিত না তাদের জন্য একটু পরিচিতির ব্যবস্থা করা যাক।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যে কেউ সার্চ ইঞ্জিনের রেজাল্টে নিচের সাইটকে প্রথম দিকের অবস্থানে এনে সেই ওয়েব সাইটকে বিনামূল্যে সকলের কাছে পৌঁছে দিতে পারে। একটি তথ্যবহুল এবং মার্জিত আঙ্গিকে তৈরী করা কোন ওয়েব সাইটে অসংখ্য ভিজিটর বাড়াতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিশেষ কোন কাজ সম্পন্ন করে সকলের কাছে পৌছে দিতে পারলেই কেবল কাজে সফলতা আসে। প্রতিযোগিতার এই যুগে কারো আপনার সাইটকে মনে রাখার মত সময় হয়তো নেই৷ তাই মানুষের প্রয়োজন মাফিক তথ্য অতি দ্রত পেতে সার্চ ইঞ্জিনের প্রয়োজন অনস্বীকার্য। এ কারনে আপনার পণ্যের প্রসার, বিজ্ঞাপন কিংবা মানুষের কাছে আপনার বার্তা পৌছে দেওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সার্চ ইঞ্জিনে যেন আপনার পন্য প্রথমে চলে আসে। আর এটা করার যে প্রকৃয়া সেটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
আজকের টিউনের মূল উদ্দেশ্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী সেই বিষয়ে কথা বলা না। বরং কীভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায় সেই বিষয়ে কথা বলা। তবে যদি কেউ টিউনের এই অংশ থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে টিউনটিকে প্রিয়তে রেখে আপাততো এ ব্যাপারে পূর্ণ জ্ঞান নিয়ে নিন। টিউনের শিরোনাম দেখেই হয়তো বুঝে গেছেন সফটওয়্যার নাম কি এবং এটা কতোটা মূল্যবান। এবার চলুন জেনে আসি সফটওয়্যারটিতে এমন কী আছে যার জন্য এই বিষয়ে আজ এতো আয়োজন।
সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে উইন্ডোজ, লিনাক্স, কিংবা ম্যাক এর জন্য ফ্রি ভার্সনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অফিশিয়াল সাইট হতে আপনি সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। তবে আমার আজকের আয়োজন হলো সফটওয়্যারটির এন্টারপ্রাইজ এডিশন নিয়ে যেটার বর্তমান বাজার মুল্য প্রায় ৫৪,০০০ টাকা। সুতরাং মেডিসিন ফাইল সহ ৭৭ মেগাবাইটে সফটওয়্যারটির এন্টারপ্রাইজ এডিশন ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
আপনি যদি সফলভাবে জিপ ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে সেটাকে আনজিপ করলে সেটাপ এবং মেডিসিন নামের দুটি ফোল্ডার পাবেন। সেখান থেকে প্রথমে সেটাপ ফাইলটি আপনার পিসিতে স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন। এবার আপনার ডেস্কটপে সফটওয়্যারটির ৫টি আলাদা আলাদা প্যাকেজ পাবেন। এবার মেডিসিন ফাইলটিকে এডমিন হিসাবে রান করলে প্রত্যেকটি প্যাকেজের জন্য আলাদা আলাদা নেইম এবং রেজিস্ট্রেশন কী পেয়ে যাবেন। এবার তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন। সফটওয়্যারটি ভালো লাগলে তাদের এখান থেকে অর্ডার করতে পারেন। কারন নৈতিক দিক থেকে আমাদের পাইরেসি পরিহার করা উচিত।
জিপ ফাইলের ভেতরে থাকা মেডিসিন ফাইল যদি কাজ না করে তাহলে এখান থেকে মেডিসিন ফাইল ডাউনলোড করুন।
মেডিসিন ফাইলটি রান হওয়ার জন্য ডট নেট ফ্রেমওয়ার্ক ৪ রিকোয়ার করতেও পারে আবার নাও করতে পারে।
আমি SEO সম্পর্কে বেশি কিছু জানিনা, এ ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। সব কিছু বিষয়ে কিছু জানতে হয় বলে কিছু জানি। কখনো এ সম্পর্কিত কোন কাজের অভিজ্ঞতা আমার নেই। সুতরাং টিউনে অনিচ্ছাকৃত ভুল থাকতেই পারে। যেহেতু আমি এই বিষয়ে বেশি কিছু জানিনা, তাই ভুলগুলো আমার দৃষ্টিগোচর হচ্ছেনা। টিউনে কোন অসংগতি থাকলে অনুগ্রহ করে আমাকে অবহিত করবেন। তাছাড়া টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
awsm bro.. just awsm. Thnks.