আস্লামুয়ালাইকুম আমি আপন আবার আপনাদের মাঝে হাজির হোলাম আমার ধাবাহিক SEO কোর্সের ৫ম টিউনটি নিয়ে। আজ শরীর ও মন দুটোই খারাপ তাও আপনাদের জন্য লিখতে বসলাম। আপ্নারা যারা আমার আগের টিউনটি মিস করেছেন তারা <এখান> থেকে দেখে আসুন। আসুন কথা না বারিয়ে কাজে আসি।
গত টিউনে যা যা ছিলঃ
১. Analytics
২. Backlink/Link Building
৩. Drictory Sumiton
৪. Social Book Marking
৫. Article Sumiton
৬. Blog Commenting
এই টিউনে যা যা থাকবেঃ
১. Forum Posting
২. Facebook, twitter, youtube ইত্যাদি।
৩. Guest posting
Forum Posting: ফোরাম টিউনিং ব্যাকলিঙ্ক করার একটি জনপ্রিয় মাধ্যম। আগে জানি ফোরাম জিনিস টি কি। ফোরাম এমন এক ধরনের ওয়েব সাইট যেখনে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলচনা করা হয়। এখনে মানুষ সাধারণত তাদের সমস্যা অ সমস্যার সমাধান খুজতে আসে। তাহলে বুঝতেই পারছেন যে একটি ভালো মানের ফোরামে কি পরিমান ভিজিটর আসে। তো আপনারা অনায়াসেই ফোরাম সাইট গুলকে আপনারদের সাইটের ব্যাকলিঙ্ক করার কাজে ব্যবহার করতে পারেন।
ফোরাম টিউনিং করার জন্য আপনার কাছে অবশ্যই একটি হাই PR ফোরাম টিউনিং সাইট লিস্ট থাকতে হবে। এইসব লিস্ট কিভাবে সংগ্রহ করবেন তা আমি আমার আগের টিউনের ব্যাকলিঙ্ক অংশে আলোচনা করেছি আপনারা ওখান থেকে দেখতে পারেন অথবা আমার ব্লগেও এরকম অনেক লিস্ট আছে। যারা আমার গত টিউনে দেয়া লিঙ্কটিতে ভিজিট করেছেন তারা অবশ্যই সেখানে ব্যাকলিঙ্ক করার অনেক সাইটের লিস্ট দেখতে পেয়েছেন। পর্যায়ক্রমে আমি আমার সংগ্রহে থাকা সকল তথ্য সমূহ দিয়ে ওই পেজটিকে তথ্য সমৃদ্ধ করার চেষ্টা করবো। আপনারা যারা এখন দেখেননি তারা <এখান> থেকে দেখে আসতে পারেন। আমি আবারো বলতেসি আমি আমার ব্লগের অ্যাডভ্যাটাইজ করতেছিনা, আমি আপনাদের সুবিধার জন্য দিলাম। কারো প্রয়োজন হলে নিতে পারেন। ওখানে ব্যাকলিঙ্ক সহ সব ধরনের সাইটের লিস্ট ও SEO টুল আছে আপনারা সেগুলো সংগ্রহে রাখতে পারেন।
ধরে নিলাম আপনার কাছে ফোরাম টিউনিং সাইট লিস্ট আছে, এবার আপনি সেখান থেকে যেকোনো একটি সাইট ওপেন করুন তারপর সেই সাইটে Registration করুন। Registration করার পর আপনি সেই সাইট রিলেটেড একটি টিউন করুন এবং টিউনের শেষে আপনার সাইটের লিংকটি দিয়ে দেন। তাহলেই হয়ে গেল আপনার ফোরাম টিউনিং।। আপনারা ইচ্ছা করলে অন্নের টিউনে টিউমেন্ট করেও ব্যাকলিংক করতে পারেন।
কোন সমস্যা হলে জানাবেন।
Facebook, twitter, youtube: ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি সোশ্যাল সাইটের সাথে সবাই পরিচিত। তাই নতুন করে পরিচয় করে দেওয়ার কছুই নেই।
আমি আগেই বলেছি যে OFF Page SEO এর প্রধান কাজ মূলত আপনার সাইটের মার্কেটিং করা। আপনি এখন এইসব সোশ্যাল মিডিয়া কে কাজে লাগাবেন আপনার সাইটের মার্কেটিং করার জন্য। এটি খুবই সহজ কাজ এজন্য আপনাকে সুধু বিভিন্ন সোশ্যাল সাইট যেমনঃ ফেসবুক, টুইটার, গুগল+, LInkedin সহ ইত্যাদি সাইটে আপনার সাইটের নামে Fan page তৈরি করতে হবে। এবং এই ফ্যান পেজ গুলোর ভিজিটর বাড়ানোর জন্য প্রতিনিয়ত এগুলকে Share করতে হবে। সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার সাইটের আপডেট বিসয় গুলো নিয়মিত ফ্যান পেজ গুলোতে টিউন করতে হবে। এই ছিল সোশ্যাল মিডিয়া।
আমরা সবাই ইউটিউব সম্পর্কে জানি। এটা একটি নামকরা ভিডিও সার্চিং সাইট। আমরা কোন ভিডিও দেখতে বা ডাউনলোড করার জন্য সবার আগে ইউটিউবে যাই। গুগল যেমন একটি বিখ্যাত সার্চ ইঙ্গিন তেমনি ইউটিউবও একটি নামকরা ভিডিও সার্চ ইঙ্গিন। এখনে আপনারা আপনাদের সাইটের একটি ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিয়ে আপনার সাইটের মার্কেটিং করতে পারেন। এজন্ন আপনাকে অবশ্যই ইউটিউবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
Guest posting: Guest posting ও ফোরাম টিউনিং এর মতই। কিন্তু এর একটি সুবিধা হল Guest posting করার জন্য আপনাকে কোন অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। আপনি Guest posting সাইটে ঢুকেই সরাসরি টিউন করতে পারবেন। Guest posting এর মানে হল বিভিন্ন সাইট আপনাকে তাদের সাইটে অথিতি হিসেবে টিউন করার সুযোগ দেয়।
আমরা এই টিউনেই Off Page Optimization শেষ করলাম। শেষ করলাম বললে ভুল হবে আমি প্রথম ৫ টি টিউনের মাধ্যমে আপনাদের বেসিক SEO শেখাতে চেষ্টা করেছি। এর পরের পর্ব গুলতে আমরা Advance SEO নিয়ে আলোচনা করবো। প্রথম ৫ টি টিউনের মাধ্যমে আপনি SEO এর বেসিক কিছু বিসয় শিখেছেন। কিন্তু আপনি যদি SEO এর Advance পর্ব গুলো না দেখেন তাহলে আপনি কখনই SEO তে Expert হবেন না। তাই কথা না বাড়িয়ে Advance SEO এর টিউন গুলো দেখার আমন্ত্রন জানিয়ে আজকে এখনেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
সময় হলে আমার ব্লগটিতে একবার ঘুরে আসতে পারেন এখানে
আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া, আপনার fb id link ta den