আপনি কি SEO শিখতে চান ? তবে এই টিউন আপনার জন্যই। (শুধুমাত্র নতুনদের জন্য) Part-04

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামুলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপন আবার আপনাদের মাঝে হাজির হলাম আমার ধারাবাহিক টিউনের ৪র্থ পরব নিয়ে। তাহলে আসুন শুরু করা যাক আজকের পর্ব। একটি কথা যারা আমার আগের পর্বটি মিস করেছেন তারা এখান থেকে ধেকে আসতে পারেন।

 

এর আগের টিউনে আমরা যা যা শিখেছিঃ

১. কী-ওয়ার্ড রিসার্চ।

২. কী-ওয়ার্ড এর প্রজনিয়তা।

৩. কিভাবে কী-ওয়ার্ড রিসার্চ  করতে হয়।

এই টিউনে আমরা যা যা শিখবোঃ

১. Analytic

২.Off Page SEO

 

গত পর্বেই আমি অন পেজ SEO শেষ করেছি কিন্তু আমি নিজ ভুলেই একটি টপিক মিস করে গেছি তাই আগে ওটা নিয়ে আলচনা করব তারপর Off Page SEO শুরু করব। আসলে আমি যে অন পেজ SEO  একেবারে শেষ করেছি তা বললে ভুল হবে। পরবর্তীতে Advance SEO  পর্বে এই সমন্ধে বিস্তারিত আলচনা করব। তাহলে আসুন কথা না বাড়িয়ে কাজে আসি।

Analytics: Analytics মূলত এমন একটি প্রক্রিয়া বা মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার সাইটে কতগুল ভিজিটর আসছে কোথা থেকে আসছে এবং আপনার সাইটে কত সময় ধরে ছিল সেই সমন্ধতিত তথ্য পাওয়া যায়। এটি করার এক্তি কার্যকরী টুল হচ্ছে Google Analytics Tool। আপনারা Google এ Google Analytics Tool লিখে সার্চ দিলে এই টুলটি পাবেন এবং এর ব্যবহার অনেক সহজ তাই বিস্তারিত আলোচনা করলামনা। তারপর কন সমসসা হলে আমকে জানাবেন। আমরা যখন অ্যাডভান্স SEO শিখব তখন Analytics বিসয়ে বিস্তারিত জানব।

 

 

আমাদের মোটামুটিভাবে On Page SEOএর কাজ শেষ এখন আমরা Off Page SEO নিয়ে আলচনা করবো।

 

Off Page SEO

On Page SEO কয়েকটি ধাপে সীমাবদ্ধ কিন্তু OFF Page SEO এর কোন শেষ নেই আপনি আপনার সাইট এ যতো বেশি অফ পেজ SEO করবেন আপনার সাইট এর Page Rank,Visitor, Alexa Rank ইত্যাদি তত বাড়বে। OFF Page SEO এর প্রধান কাজ মূলত আপনার সাইটের মার্কেটিং করা।

OFF Page SEO এর কিছু কাজের নাম নিচে দেয়া হলঃ

 

1.Backlink/Link Building

  1. Drictory Sumiton

3 .Social Book Marking

4.Article Sumiton

5.Blog Commenting

6.Forum Posting

7.Facebook, twitter, youtube ইত্যাদি।

  1. Guest posting

 

এখন এগুল সম্পর্কে বিস্তারিত জানবো।

 

Backlink/Link Building: ব্যাকলিঙ্ক হল আপনার সাইটের লিংক অন্যান্য সাইটে ছড়িয়ে দেয়া। আপনার সাইটের লিংক অন্যান্য সাইটে ছড়িয়ে দেয়ার মাধ্যমে আপনার সাইটের সাথে ওই সকল সাইটের সংযোগ করা হবে। আপনার সাইটের যত বেশি ব্যাকলিঙ্ক থাকবে সার্চ এঞ্জিন আপনার সাইটকে সার্চ রেজাল্টের তত উপরে দেখাবে। আপনি বিভিন্ন সাইটে টিউমেন্ট করে বা টিউন করে টিউমেন্ট করে বা টিউনের শেষে আপনার সাইটের লিংক দিয়ে ব্যাকলিংক করতে পারেন।এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা ব্যাকলিঙ্ক করার জন্য সাইট গুলো কথায় পাবেন? হুম এর উত্তর ও আছে আপনারা গুগলে সার্চ দিয়ে পেতে পারেন কিন্তু তখন বেশিরভাগ লিঙ্কই কাজ করবে না এজন্য আপনাকে নিজের সংগ্রহ নিজেই তইরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা আবার কিভাবে করবো ? এজন্য আপনাকে গুগলে সার্চ দিয়ে পাওয়া লিঙ্ক গুলো নিয়ে কাজ করতে হবে এবং যেই লিঙ্ক গুলো কাজ করে সেই লিঙ্ক গুলো আপনি আপনার কম্পিউটারে এক্সেল সীট এ সংরক্ষন করে রাখুন পবরতিতে ব্যবহারের জন্য। আমি আমার সংগ্রহে থাকা লিঙ্ক গুলো দিতে পারতাম কিন্তু সেই লিংক গুলো এখনে দিলে টিউনটি অনেক বড় হয়ে যাবে তাই দিলাম না। তুবুও যদি আপানাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এই টিউনের নিচে দেয়া আমার ব্লগ থেকে সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি <এখনে> ক্লিক করেও ডাউনলোড করতে পারেন। আমি আগেই বলছি এখানে আমি আমার ব্লগের অ্যাডভ্যাটাইজ করতেছিনা, আমি আপনাদের সুবিধার জন্য দিলাম। কারো প্রয়োজন হলে নিতে পারেন। ওখানে ব্যাকলিঙ্ক সহ সব ধরনের সাইটের লিস্ট আছে আপনারা সেগুলো সংগ্রহে রাখতে পারেন।

 

Directory Sumiton: ডিরেক্টটরি সামবিসনও একধরনের ব্যাকলিংক করার মাধ্যম। বিভিন্ন দেশের আলাদা আলাদা লোকাল ডিরেক্টটরি আছে যেগুলিতে আপনি আপনার সাইট সামবিট করবেন। এর মাদ্ধমে আপনার সাইটটিকে সেই দেশের ভিজিটররা খুজে পাবে। এটি তেমন কোন কঠিন কাজ না আপনি সুধু সেইসব সাইটে অ্যাকাউন্ট খুলে আপনার সাইটের বিভিন্ন তথ্য দিলেই হবে। ডিরেক্টটরি সামবিসন করার সাইট ও আপনারা গুগলে সার্চ দিয়ে পেতে পারেন। আমার ব্লগেও এমন অনেক সাইট এর লিস্ট আছে আপনারা চাইলে সরাসরি <এখান> থেকেও সংগ্রহ করতে পারেন। আমি উদাহরণ হিসেবে নিচে কয়েকটি সাইট দিলাম।।

Egyptbot.com
Phantis.com
Searchengines.com
Welovefreebies.com
Math.psu.edu

 

 

Social Book Marking: OFF Page SEO এর প্রতিটি জিনিসই প্রায় একি রকম। তেমনি Social Book Marking ও। এখনে Social Book Marking বলতে বিভিন্ন Social সাইটে আপনার সাইটের রিলেটেড কোন বিষয়ের উপর টিউন করে আপনার সাইটের লিংক যুক্ত করে দেয়াকে বুঝায়। আমরা যেমন Facebook, Tuitter, Linkedin, Google+ কে সোস্যাল সাইট হিসেবে জানি তেমনি এগুলো ছাড়াও আর অনেক সোস্যাল সাইট আছে সেগুলোতে বুকমারকিং বা টিউন করাই সোস্যাল বুকমারকিং। আশা করি বুঝতে পেরেছেন। আমি উদাহরণ হিসেবে নিচে কয়েকটি Social Book Marking সাইট দিলাম।।

  1. Stumbleupon.com
  2. Digg.com
  3. Reddit.com
  4. Slashdot.org
  5. Delicious.com
  6. Fark.com

 

 

Blog Commenting: ব্লগ টিউমেন্টও ব্যাকলিংক করার একটি বহুল ব্যাবহত মাধ্যম। অনেক ব্লগ সাইট আছে যেগুলো আমাদেরকে তাদের সাইটে টিউমেন্ট বা টিউমেন্ট করার সুযোগ দিয়ে থাকে। সেই সাইট গুলোতে আমরা টিউমেন্ট করে টিউমেন্টের শেষে আমাদের সাইটের লিঙ্ক দিয়ে ব্যাকলিংক করতে পারি। এজন্য আমদেরকে প্রথমে আমদের সাইট রিলেটেড কোন ব্লগ সাইটে যেতে হবে তারপর সেই ব্লগের একটি টিউনের ভিতর ঢুকতে হবে তারপর সেই টিউন রিলেটেড একটি টিউমেন্ট লিখে টিউমেন্টের শেষে আমাদের সাইটের লিঙ্ক দিতে হবে। এক্ষেত্রে একটি বিসয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে টিউমেন্টে কিছু না লিখে সাইটের লিঙ্ক সরাসরি দেয়া যাবেনা। এসব সাইটের লিস্ট আপনারা গুগল থেকেও পেতে পারেন অথবা উপরে আমি আমার ব্লগের একটি লিঙ্ক দিয়েছিলাম সেখানেও পাবেন।

 

আজ এ পর্যন্তই পরবর্তী টিউন দেখার আমন্ত্রন জানিএ আজকে এখনেই বিদায় নিচ্ছি।

 

সময় হলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন এখানে

 

Level 0

আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লিখেছেন……

অনেক ধন্যবাদ । চালিয়ে যান ।

ভাই আমার একটা সাইট এ সইও করছি প্লিজ একটু চেক করে দেখেন হইছে কি না। http://BDLove33.Com

Level 2

apnar site a ki Bangladesh er লোকাল ডিরেক্টটরি list ase?

Level 2

Apnar site er data onek helpful thanks to share.

@সৌরভ সরকার: ভাই আপনার সাইটের সার্ভার পাচ্ছে না।

আয় করুন মাসে কমপক্ষে 300$ বা কুড়ি হাজার টাকা —> http://www.freelancertube.blogspot.com