আসুন SEO শিখি -প্রথম পর্ব

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

হ্যাল্লো টেক পাগল বন্ধুরা।

এই টিউন টা একমাত্র তাদের জন্যই যাদের কাছে বিষয় গুলো অজানা।

SEO কি এইটা সবাই জানেন। সেটা বলতে যাচ্ছি না। এটা নিয়ে কয়েকটা টিউন করতে যাচ্ছি। যদি প্রথম টিউন টা ভালো লাগে তাহলে নেক্সট টিউন করবো।

আগে একটা বিষয় ছিলো যে অন পেজ হচ্ছে আপনার সাইটের মেটা ট্যাগ এ কি ওয়ার্ড বসানো। কিন্তু সেটি অনেক পুরাতন পদ্ধতি। এখন গুগল দেখে আপনার কনটেন্ট। আর কি ওয়ার্ড দেখে আপনার দেওয়া টিউন এর হেডিং এ।

আজকে অনপেজের ১ম পর্ব থাকছে

আপনার সাইটকে গুগল সার্চ এ সামনে আনার জন্য আপনাকে যা করতে হবে।

* প্রতিটা টিউন এ  কনটেন্ট এর পরিমান বাড়াতে হবে।

* কপি পেস্ট করা যাবে না।

* h1 h2 h3 h4 ট্যাগ গুলো ব্যবহার।

আসুন জেনে নেই পেজ স্পিড কিভাবে চেক করে এবং তা বাড়ায়

 google pagespeed insight এ গিয়ে আপনি আপনার সাইটের স্পিড টেস্ট করুন। আপনার স্পিড যত ভালো হবে আপনি তত তারাতারি সামনে চলে আসবেন।

আর ছবিতে দেখুন এই সাইট টির user experience ৯৬% ।

আপনি এটা ১০০%  রাখার চেস্টা করবেন।

আর যদি এটা ১০০% না থাকে  তবে কেন নাই সেটা গুগল আপনাকে জানিয়ে দিবে ।

আপনি তাদের ইন্সট্রাকশন গুলো ফলো করুন।

এছাড়াও এখানে গিয়ে আপনার সাইট টীর হোম পেজ কিংবা অন্যান্য পেজ গুলো কত সাইজের আছে তা চেক করতে পারেন।

এবং এটা যতটা সম্ভব ছোট রাখবেন। কারন হোমপেজ এর সাইজ যত কম হবে, পেজ তত তারাতারি লোড  হবে। আর পেজ লোদিং এ কম ডাটা খরচ হওয়া সব ইউজার ই চায়। তাই গুগলো ইউজার দের আপনার সাইট কে আগে দেখাবে

আর হ্যা আপনার সাইট কে মোবাইল ফ্রেন্ডলি করতে ভুলবেন না। কারন এখন ৬০ %  এর বেশি ইন্টারনে্ট ইউজার মোবাইল দিয়ে ব্রাউজ করে। সো আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি হওয়া একান্তই জরুরী।

আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি কি না চেক করুন এখানে গিয়ে। ছবিতে দেখুন

 

আজকে একটু খানি দিলাম  ভালো লাগলে আমার সাইট টি  থেকে ঘুরে আসুন এখানে ক্লিক করে দেখুন । আর নেক্সট এ ওয়েবমাস্টার নিয়ে থাকছে।

 

 

 

Level 0

আমি অমিত বসুনিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

ধন্যবাদ

কাজের টিউন চালিয়ে যান।

Useful Tune. I want to be a SEO expert please keep it up.

nice tunes আমার সাইট টি থেকে ঘুরে আসুন = http://www.todaytrust.com

সুন্দর টিউন

ধন্যবাদ ভাই