কিভাবে তৈরি করবেন আপনার সাইট এর জন্য একটি পারফেক্ট সাইটম্যাপ?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। যাইহোক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি ভাবে আপনার সাটের জন্য একটি পারফেক্ট সাইটম্যাপ তৈরি করবেন তা নিয়ে। কেননা যে কোন সাইট এর জন্য সাইট ম্যাপ তৈরি করা অত্যান্ত জরুরি একটি বিষয়। কারণ মনে করুন আপনার কাছে কেও প্রশ্ন করল আপনি কি বাংলাদেশ নামের যে একটি দেশ আছে তা জানেন আপনি বললেন হা জানি তারপরে সে আবার আপনার কাছে প্রশ্ন করল বাংলাদেশে কয়টি বিভাগ বা জেলা আছে সে সম্পর্কে কি আপনার ধারনা আছে?

এখন যদি আপনার কাছে ঐ সময় বাংলাদেশের কোন ম্যাপ থাকে তাহলে নিশ্চয় আপনার ঐ প্রশ্নের উত্তর দিতে কোন কষ্ট হবে না, কি আমি কোন ভুল কথা বললাম নাকি? নিশ্চই আপনারা বলবেন ভুল বলি নাই, ঠিক একই ভাবে যদি কোন সার্চ ইঞ্জিনের কাছে আপনার পুরা সাইটের একটি ম্যাপ থাকে তাহলে তার কাছে আপনার সাইটের যে কোন তথ্য খুব ভালো ভাবে জমা থাকবে ফলে কেও আপনার সাইট সম্পর্কিত কোন প্রশ্ন করলেই খুব সহজেই সেই সার্চ ইঞ্জিন উত্তর দিতে পারবে ।

কিভাবে তৈরি করবেন সাইটম্যাপ?

এখন চলুন দেখে নি কিভাবে একটি সাইট ম্যাপ তৈরি করতে হয়। প্রথমে এখানে ক্লিক করুন, তারপরে যে পেজটি আসবে সেখানে আপনার সাইটের এড্রেস টা দিন তারপরে নিচে দেখুন Change frequency লেখা আছে সেখান থেকে আপনার ইচ্ছা মত frequency সেট করে দিন দেখুন আমি Weekly সেট করে দিয়েছি তারপরে অন্যান্য সব সেটিং ঠিক রেখে নিচের থেকে Start বাটনে ক্লিক করুন, না বুঝতে পারলে নিচের ছবিটা দেখুন

xml-sitemap তারপরে কিছুক্ষন অপেক্ষা করুন এবার দেখুন নতুন একটি পেজ এসেছে যে খানে আপনাকে কিছু কাজ করতে বলছে ।

কি কাজ করতে হবে?

দেখুন এই পেজে বলছে যে আপনার সাইটম্যাপ তৈরি হয়ে গেছে এখন আপনি আপনার সাইট ম্যাপটি ডাউনলোড করে নিন এবং আপনার domain এর root folder এ এটি আপলোড করে নিন, তারমানে আপনার সাইটের ডাটাগুলো যেখানে রাখা আছে সেখানে এই সাইট ম্যাপটিও রাখুন। রাখার পরে আবার এই পেজে চলে আসুন এবং আপনার সাইট ম্যাপটি সঠিক জায়গায় রাখা হয়েছে কিনা তা চেক করে নেওয়ার জন্য ২নং এ আপনার সাইটের লিঙ্কে ক্লিক করুন। বুজতে কোন সমস্যা হলে নিচের ইমেজটি দেখুন

complete site mapআজ এই পর্যন্ত । আগামি পোষ্টে Google Webmaster এ কিভাবে আপনার সাইট সাবমিট করবেন তা নিয়ে আলোচনা করব ইন শা আল্লাহ। আল্লাহ হাফেজ।

পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে

সোজন্যে ঃ- টেকটুইট২৪ ডট কম

ফেসবুকে আমি

Level 0

আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ অনেকের কাজে লাহতে পারে

জানতাম না জানানোর যন্য ধন্যবাদ

প্রবাশি টেল এবং সিয়াম ইসলাম উভয়কে কমেন্টের জন্য ধন্যবাদ

ধন্যবাদ