আমরা সবাই জানি গুগল তার এলগরিদম আপডেট দেওয়ার কারনে এখন আর আগের যত SEO পদ্দতি বা টেকনিক ছিল তার অধিকাংশই কাজ করেনা...তার মধ্যে সবচেয়ে ভালো এবং ফল পাওয়া যেত "ব্যাকলিংক" নামের একটা টেকনিক।এটা দিয়েই একসময় ওয়েবসাইট কে র্যাংক করিয়ে ফেলা যেত।আগে হয়তবা সবাই যখন ব্যকলিংক করত তখন একাধারে করে যেত যে যত পারে তত।কিন্তু গুগল তার গুগল পেঙ্গুইন ,গুগল পান্ডা এইভাবে আপডেট দিতে দিতে তার রুলস রেগুলেশন এতটাই কঠিন করে ফেলছে যে আপনি যদি আনরিলেটেড ব্লগ,ফোরাম এইসব জায়গায় ব্যাকলিংক করেন ও তবুও আপনি কোন র্যাংক পাবেন না বরং এইসব আনরিলেটেড জায়গায় আপনার সাইট কে ব্যাকলিংক করার কারনে উল্টো আপনার সাইট ফল আপ করতে পারে।
তাই বলে অনেকেই মনে করেন ব্যাকলিংক বিষয়টা এখন আর কাজ করেনা আসলে তা না আপনি যদি সঠিক ভাবে ব্যকলিংক করতে পারেন তাহলে অবশ্যই কাজ করবে।আসলে কি আপনি যদি অনেক অনেক আনরিলেটেড ব্যাকলিংক তৈরি করেন আর তার তুলনায় যদি আপনি কিছু রিলেটেড ব্যাকলিংক তৈরি করেন ঐ হাজার হাজার ব্যাকলিংক থেকেও ভালো বেনিফিট পাবেন এই কয়েকটা ব্যাকলিংক থেকে। তাই আমার আজকের পোস্ট কীভাবে সঠিক এবং রিলেটেড সাইট খুজে পাবেন যা সত্যি আপনার সাইট কে গুগলে র্যাংক করাতে সাহায্যে করে।
মনে করেন আমাদের সাইট কিউয়ার্ড হল "SEO"
তাহলে এটা দিয়ে আমাদের সাইটের একদম পারফেক্ট এবং রিলেটেড সাইট খুজব
আপনি যদি ব্লগ কমেন্টিং এর জন্যে রিলেটেড সাইট খুজতে চান তাহলে আমার নীচের মত পদ্দতিতে গুগল এর সার্চ বারে লিখে সার্চ দিন
“SEO” “add to this list” site:squidoo.com
আপনি যদি ভাল গেস্ট ব্লগিং (গেস্ট ব্লগিং বিষয়টা হল আপনি কারো সাইটে আপনার একটা আর্টিকেল সাবমিট করবেন কোন একটা বিনিময়ে সেটা হতে পারে আপনার সাইটের একটা ডু-ফলো লিংক ) করে আপনার ব্যাকলিংক বাড়াতে চান তাহলে আপনার আগে গেস্ট ব্লগিং করা যায় এবং আপনার সাইটের সাথে সম্পর্কিত সাইট পেতে নীচের পদ্দতিতে সার্চ দিন।
আপনি যদি চান যে আপনার সাইট কে ডাইরেক্টরিতে সাবমিট করবেন তাহলে কীভাবে রিলেটেড ডাইরেক্টরি পাবেন চিন্তার কোন কারন নাই আপনি আমার মত করে আপনার গুগল সার্চ বারে লিখুন
“favorite sites” SEO”
আপনি যদি চান যে রিলেটেড ফোরাম পোস্টিং বা কমেন্টিং করতে তাহলে আগে আপনার রিলেটেড ফোরাম খুজে পেতে হবে তার জন্য আপনাকে প্রথমে আপনাকে এই পদ্দতিতে সার্চ বারে লিখে সার্চ দিলে আপনি একদম একুরেট এবং রিলেটেড সাইট এবং ফোরাম গুলা খুজে পাবেন
আর হা পরিশেষে একটা কথা বলি সেটা হল যদি উপরের পদ্দতি বা এইরকম ভাবে কোড বসিয়ে বসিয়ে আপনি না করতে পারেন তাহলে কীভাবে ইজিতে একটি সহজ টুলস ব্যবহার করে এই কাজ টি সহজেই এবং হাজার হাজার রিলেটেড ব্যাকলিংক করার সাইট খুজবেন এবং নির্দিষ্ঠ কিউয়ার্ড দিয়ে সেটা প্র্যাক্ট্রিকেল দেখতে আমার নীচের ইউটিউবের ভিডিও টি দেখতে পারেন
যা হোক আমি আর লিখবনা আপনি যদি এই ব্যাপারে কোন প্রবলেমে পড়েন তাহলে আমাকে নিচের যে কোন একটা মাধ্যমে যোগাযোগ করতে পারেন
আমার আগের কিছু টিউন দেখে না থাকলে দেখতে পারেন কাজে লগতেও পারে
আমার ব্লগ
আমার ফেসবুক আইডি
আমি সুজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
onek valo laglo tune ta