আসসালামুয়ালাইকুম । আমি শাওন, আপনাদের আজ আমি ২৬ টি হাই পেইজরাঙ্ক বিশিষ্ট ডুফলো ব্যাকলিঙ্ক উপহার দিব । এই ব্যাকলিঙ্ক গুলা Pagerank 1-6 এর মধ্যে । কি ভাবতেছেন আপনারা আমি ব্লাকহাট এসএও এর কথা বলতাছি ? আরা না ভাই এইটা BlackHat SEO না । সম্পূর্ণ WhiteHat Seo. So নো চিন্তা । আবার কি ভাবতাসেন ভাই ? WhiteHat Seo করা খুব কঠিন আর সময় সাপেক্ষ । আরে আমি আছি না । আপনাদের জন্য আমি সব ঠিক ঠাক কইরা রাখসি ।
BackLink পাওয়ার একটা পুরাতন পধতি হল Link Exchange. কিন্তু সমস্যা হল লিঙ্ক এক্সচেঞ্জ সাইটের PR কম হলে বা শূন্য হলে এইটা আপনাকে তেমন হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক দিতে পারে না । তাই আমি আমার সাইটের জন্য কিছু High PageRank Link Exchange সাইট খুজতে লাগলাম এবং কিছু সাইতে পেয়েও গেলাম । এই প্রজন্ত আমি ২৬ টা Auto Backlink Exchange সাইট খুজে পেয়েছি । Auto Backlink সাইট বলতে আমি বুঝিয়েছি যে এই আপনার সাটগুলাতে লিঙ্ক বসানোর পর শুধু লিঙ্ক গুলোতে একবার করে ক্লিক করলেই High Page Rank সাইটে আপনার লিঙ্ক এক্সচেঞ্জ হয়ে যাবে । দেখুন আমার eBook সাইটে আমি ব্যাকলিঙ্ক এক্সচেঞ্জ সাইটের লিঙ্কগুলো বসিয়েছি ।
কিছুদিন পর পর আমি এই ব্যাকলিঙ্ক গুলোতে ক্লিক করি । এবং আমি আমার সাইটা ব্যাকলিঙ্ক এক্সচেঞ্জ সাইটে দেখতে পাই । এই ছবিতে দেখুন-
কি ভাই আপনাদের ও কি Free Backlink লাগবে নাকি ? যদি লাগে তাহলে এই HTML Code টি আপনার সাইটে বসিয়ে নিন । Blogspot সাইটে বসানোর জন্য আপনার ব্লগার এর ---Layout>Add A Gadget>HTML/JavaScript এ কোডটি পেইস্ট করুন । Congratulation!! আপনি সফলভাবে, অল্পসময়ে কিছু Backlink পেয়েছেন । কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার FaceBook ও Blog এ । ধন্যবাদ ।
আমি এস এম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল ব্যান করবেনা তো? এরুপ করলে তো মনে হয় অ্যাডসেন্স পাওয়া যাবেনা!