সবাইকে আবার স্বাগতম। আজ আমি পোষ্ট টি করছি ওয়েব কন্টেন্ট Optimization নিয়ে। যাদের ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইট থেকে কোন না কোন ভাবে উপার্জন করছেন বা করতে চান তাদের জন্য এই পোষ্ট টা কাজে দিবে আশা করি।
কন্টেন্ট অপটিমাইজেশন কি এবং কেন ?
এটি হচ্ছে একটি প্রক্রিয়া যা আপনার সমগ্র ওয়েবসাইট এর Quality and relevancy (প্রাসঙ্গিকতা) বৃদ্ধি করে। আমাদের দেশের অধিকাংশ ওয়েবসাইট ই পরিকল্পিত না। আমরা খুব দ্রুত উপার্জন করতে চাই এবং তা যত কম খরচে সম্ভব। খরচ কমানো খারাপ বলছিনা কিন্তু একটা ওয়েবসাইট এর উপার্জন এবং ভিজিটর পুরোটাই নির্ভর করে সাইট এর কন্টেন্ট এবং SEO এর উপর। ওয়েবমাস্টার রা হয়তো শুনে থাকবেন
‘ content is king ’ আসলে ই কিন্তু কন্টেন্ট ই রাজা। আমার সাইট এ ভাল কন্টেন্ট আছে কিন্তু ভিজিটর নাই এমন কথা খুব কম শুনা যায়। রাজার মত Google Search result page (SERP) তে শীর্ষে থাকতে কে না চায়? ব্যাপারটা কঠিন কিন্তু ভয় পাবার মত না। আপনি একবার বুঝলে পরে আর সমস্যা হবার কথা না। কিছু ধাপ আমি আলোচনা করবো যা আপনার ওয়েবসাইট এর কন্টেন্ট এর গুরুত্ব বাড়িয়ে দিবে।
আপনার কন্টেন্ট হতে হবে সত্যিকার অর্থেই স্পষ্ট এবং তত্থবহুল।কারন হাজার হাজার ওয়েবসাইট আছে আপনার প্রতিদন্ধি হিসাবে আপনার সাইট এর কন্টেন্ট এর মান খারাপ হলে ভিজিটর অন্য সাইট এ চলে যাবে এবং আপনার Bounce Rate বেড়ে যাবার সম্ভাবনা ও বেশি।অন্য দিকে কন্টেন্ট ভাল হলে ভিজিটর পরে উপকৃত হলে আপনার কনটেন্ট বেশি বেশি Social Share হবে এবং আপনার Search Engine Visibility বেড়ে যাবে। আমরা বেশির ভাগ সাইট ই পরিকল্পিত ভাবে চালাইনা আর এই কারনে আমরা অনেক পিছিয়ে। কনটেন্ট অপটিমাইজেশন Traffic এবং Search engine দুইয়ের জন্য ই লাভজনক।সাইট এর কনটেন্ট গুলোকে অর্থবোধক ভাবে সাজাতে হবে এবং ভাল Internal linking করতে হবে তাহলে আপনার সাইট এর প্রাসঙ্গিকতা বা Relevancy বাড়বে যা একটি ওয়েবসাইট এর জন্য খুব জরুরী। Internal Linking একটি একটি সাইট কে সম্পূর্ণ ভাবে বুঝতে Search engine কে সহায়তা করে।
কনটেন্ট এর ধরনঃ
বর্তমানে কনটেন্ট আর শুধু টেক্সট এর মাঝে সীমাবদ্ধনা। কনটেন্ট হতে পারে যেকোনো কিছু ই -
Image, Video, Info graphic or others multimedia.
কিন্তু এই সব কিছু ভালো ভাবে অপটিমাইজ করতে হবে Search engine Crawler যেন এর গুরুত্ব বুঝতে পারে। Search engine কিন্তু ছবি অথবা ভিডিও বুজতে পারেনা তাই আসব কনটেন্ট এর অপটিমাইজেশন খুব জরুরী। Search engine তৈরি করা হয়েছে Searcher কে কোন নির্দিষ্ট Keyword এর প্রেক্ষিতে সবথেকে প্রাসঙ্গিক কনটেন্ট provide করতে।আমরা আস্তে আস্তে পুর ব্যাপারটা বুজার চেষ্টা করবো। কনটেন্ট অপটিমাইজেশন On Page SEO এর গুরুত্বপুণ্য ধাপ। আমরা এখন step by step একটা কনটেন্ট কিভাবে Search engine Friendly করে তুলা যায় টা দেখব।
প্রথমে ই আসবে Keyword Research –
আপনি যদি একটা কনটেন্ট রেডি করতে যান প্রথমে ই আপনাকে টার্গেট KEYWORD বা Topic Select করে নিতে হবে। এটা করতে Professional দের হেল্প নেয়া টাই আমার কাছে বেষ্ট মনে হয়। কারন আপনি হয়তো Google AdWords দিয়ে সহজেই কিছু Keywords Research করতে পারবেন কিন্তু Best হবেনা। অন্য দিকে পরিচিত Freelancer থেকে অথবা Fiverr থেকে $5 এ Keyword research service নিলে তা অবশ্যই কার্যকর এবং লাভ জনক হবে।
আমি Keywords Research করতে তিনটা জিনিস মাথায় রাখি
১। Google Trends – https://www.google.com/trends/
২। Google AdWords – https://adwords.google.com/KeywordPlanner
৩। Q&A SITE – http://www.quora.com/
এই ৩টা এক সাথে করে কনটেন্ট এর টপিক এর জন্য ভাল Keyword Choose করা যায়। এছাড়া ও অনেক Paid Service আছে Keyword Research এর জন্য। আপনার Keyword Research এ যত্নবান হন আপনার সাইট এর Traffic & Revenue বাড়ার সম্ভাবনা কয়েক গুনে বেড়ে যাবে।
এরপর আসেবে Title Create –
কনটেন্ট এর Title অনেক দরকারি একটা বিষয় এটাকে আকর্ষণীয় এবং Memorable করুন এবং এখানে আপনার Targeted Keywords অর্থবোধক ভাবে উপস্থাপন করুন।Title 140 Character পর্যন্ত করা গেলে ও Expert রা এটাকে ৫৫ -৭০ Character এর মাঝে ই রাখতে বলেন।
Moz(বেষ্ট SEO Research site) এর তথ্য মতে –
Google typically displays the first 50-60 characters of a title tag, or as many characters as will fit into a 512-pixel display. If you keep your titles under 55characters, you can expect at least 95% of your titles to display properly.
এরপর আসে Heading Tag –
কনটেন্ট এর ধরন অনুসারে H1 থেকে H6 পর্যন্ত হেডিং ব্যাবহার করা যায়। H1, H2 বেশী গুরুত্ব বোহোণ করে। একটা কনটেন্ট এ একটি H1 ব্যাবহার করাই উত্তম। হেডিং Search engine crawler কে কনটেন্ট সম্পর্কে স্পষ্ট ধারনা প্রদান করে তাই এখানে Targeted Keyword রাখা অনেক কার্যকর হয়।
এরপর আসি META TAG –
Meta tag এর মাঝে Meta Description যদিও Search engine ranking এ সাহায্য করবেনা কিন্তু এটা আপনার সাইট এর CTR (CLICK THROUGH RATE) বাড়াবে। এবং এখানে ও আপনি আপনার KEYWORD রাখতে পারেন আপনার ভিজিটর কে আকৃষ্ট করতে।
এখন আসি URL –
URL হচ্ছে কনটেন্ট এর Location এখানে আপনার keyword (-) দিয়ে আলাদা করে রাখতে পারেন যা আপনার কনটেন্ট কে represent করবে। কোন কনটেন্ট রেঙ্ক এ URL গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
Keyword Density –
এটি ও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার কনটেন্ট এ keyword এর ঘনত্ব কেমন হবে। এটার জন্য একটা ফর্মুলা আছে এটা ফলো করলে আরও ভাল ফল পেতে পারেন।সাধারণত ২-৪% ঘনত্ব থাকা ই উত্তম। ফর্মুলা -
Image ALT Tag –
Image alt tag খুবই কার্যকর এটি Search engine crawlr কে ইমেজটি কি নিয়ে তা বুজতে সহায়তা করে। Image Alt tag এবং Image description এ আপনার Targeted Keyword রেখে উপকৃত হতে পারেন। এই ব্যাপার গুলা আমরা সাধারনত এড়িয়ে যাই অথবা দায় সাড়া কাজ করি যার ফলে আমরা আশানুরূপ ফল থেকে বঞ্চিত হই।
উপরের সব গুলো স্টেপ যখন একই টপিক বা Keyword represent করবে আপনার কনটেন্ট quality বহুগুনে বেড়ে যাবে এবং আপনি আগের থেকে আরও বেশি ভিজিটর পাবেন overall আপনার earning ও বেড়ে যাবে।
সকল ওয়েবমাস্টার এর ই উচিৎ তার সাইট এর জন্য একজন Permanent SEO Auditor নিয়োগ করা এটা সম্ভব না হলে Fiverr থেকে খুব ই স্বল্প খরচে Professional service ও নিতে পারেন। আমি জোর দিয়ে বলতে পারি আপনার এতে করে লাভ ই হবে। বর্তমান যুগের প্রতিযোগীটা এত ই বেশি যে আপনার টিকে থাকতে হলে Update থাকার কোন বিকল্পও নাই। আর যারা কপি কনটেন্ট দিতেসেন তাদের কে কিছু বলার নাই। 100% Unique Content আর spinner এর মাঝে আকাশ পাতাল তফাৎ। Google ঘাস খাউয়া পাবলিক দিয়া চলেনা। আজ না হয় কাল প্রতিদান অবশ্যই পাবেন। Content unique হলে পরিমানে কম থাকলে ও অসুবিধা নাই কিন্তু Quality content না দিলে হাজার হাজার থেকে ও লাভ খুব বেশি আশা করতে পারবেন না। আজ এই পর্যন্ত ই 🙂
ফেসবুক এ আমি - Anwar ul kader
সবাই কে Dew Drop Developer এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
সবাই ভাল থাকবেন আমার জন্য দুয়া করবেন।
আমি সাইয়েদ সিরাত উল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
we are a web developer and a social promoting company in Mymensingh, wanna give mymensingh Best service ever..
such a very nice post .. very informative . Thanks