এসইও এর বিভিন্ন মেটা ট্যাগ জেনে নিন। সাথে জানুন এদের কোনটা কী কাজে ব্যবহার হয়।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

এসইও প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালই আছেন। কেননা টেকটিউনসের টিউটোরিয়াল গুলো আপনাদের ভালই রাখে।
আমরা সকলেই জানি Search Engine Optimization বা এসইও করার ক্ষেত্রে মেটা ট্যাগ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। আর মেটা ট্যাগ গুলো কোনটার কী কাজ সেটা জানা আমাদের একান্ত প্রয়োজন। আর সে জন্যই টেকপ্রাণে আমার এই টিউন করা। এর আগে টিপিতে দেখে নিন কীভাবে আপনার ব্লগস্পট সাইটের প্রতি পোষ্টে মেটা ট্যাগ ব্যবহার করবেন। আপনার সাইটের ভিজিটর বাড়াতে এটি সবচেয়ে বেশি অবদান রাখে এই টিউনটি করেছিলাম, এই টিউনটিও দেখতে পারেন। বেশি কথা না বাড়িয়ে জেনে নেই কোন ট্যাগ গুলো কী কাজ করে থাকে।

Meta Keywords
এসইও করার জন্য এই ট্যাগটিই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অন্যতম On-Page SEO স্টেপ। কেননা এটি ছাড়া এসইওতে কখনোই সফল হতে পাবেন না। এই ট্যাগে আপনার সাইটের কীওয়ার্ড গুলো ক্রমান্নয়ে দিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার সাইট যা নিয়ে তৈরী সেই সম্পক্রিত সেই সম্পর্কে কীওয়ার্ড দিবেন। যেমনঃ আপনার সাইটটি যদি সফটওয়্যার সংক্রান্ত হয় তবে সেক্ষেত্রে সফটওয়্যারের সাথে মিলে এমন কীওয়ার্ড দিবেন। মেটা কীওয়ার্ডের কোডটি হলঃ
<meta name="keywords" content="software, apps, android games, nokia software"/>

Meta Description
মেটা ডেসক্রিপসানও হল এসইও এর বিরাট একটি অংশ। আপনার সাইটটি কি সম্পর্কিত তা সার্চ ইন্জিনকে জানানোই মেটা ডেমক্রিপসানের কাজ। আপনার সাইটের বিস্তারিত এই ট্যাগে দিবেন। তবে ১৫০ শব্দের বেশি না দেওয়াই ভালো। মেটা ডেসক্রিপসানের কোডটি হলঃ
<meta name="description" content="Free download mobile software, download android games"/>

Meta Author
এই ট্যাগটি দিয়ে সার্চ ইন্জিনকে বোঝানো হয় যে সাইটটি কে তৈরী করেছে। এই ট্যাগে আপনি আপনার দিবেন। মেটা অওথর এর কোডটি হলঃ
<meta name="author" content="Name">

Meta Language
মেটা ল্যাংগুয়েজ ব্যবহার করে সাইটকে জানানো হয় যে সাইটটি কোন ভাষায়। যেমনঃ টেকপ্রাণ বাংলা ভাষায় তাই bn ব্যবহার করা হয়েছে। আপনার সাইট যদি ইংরেজিতে হয় তবে en দিবেন। মেটা ল্যাংগুয়েজ ট্যাগের কোডটি হচ্ছেঃ
<META HTTP-EQUIV="Content-Language" content="en"/>

Meta Revisit Tag
এই ট্যাগের দ্বারা সার্চ ইন্জিনকে বলা হয় যে, সে কবে আবার আপনার সাইটে আসবে। আপনি যদি ৭দিন দেন, তবে ৭দিন পর সার্চ ইন্জিন আবার আপনার সাইটে আসবে। যদি ১৫দিন দেন, তবে ১৫দিন পর আসবে। এই ট্যাগের কোডটি হলঃ
<meta name="revisit" content="15 days"/>

আশা করছি এই টিউনটি আপনাদের অনেক কাজে লাগবে। আর যদি সময় পান তাহলে গরীবের সাইটটি ঘুরে আইসেন।

Level 2

আমি মাসুম রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট আমার নেশা ❤️


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরেকটু বেশি লিখলে ভালো হত। ধন্যবাদ

Bhai amar ekta blog ace blogger.com e. Tobe ami eta banglay khulcilam. Eta te seo kore lav ki? Amake ki adsense dibe?

Level 0

ছবি কোথায় ?

ji vai korsi, prembd.com a.. r tnx u very very much.. etodin bujhtam na..