“ পরম করুণাময় আসীম দয়াময় আল্লাহতালার নামে শুরু করছি ”
SEO শিক্ষারত সকল ভাই বোনদের স্বাগতম আজ আমরা জানবো সার্চ ইঞ্জিন অপটিমাইজ কি এবং কেন এর এত প্রয়োজনীয়তা এত কদর।
SEO কথাটির পূর্ণ অর্থ সবাই জানি Search engine Optimization. SEO Wikipedia বলে - SEO হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা হয়। এসইও কোনো একক কাজ নয়, বরং বহুক্ষেত্রে বিভিন্ন ধরণের কাজের সাথে সম্পৃক্ত একটি পদ্ধতি, বলা যায় সমন্বিত একটি পদ্ধোতি।
এক কথায় বলা যায় SEO দারা একটি website সেই সকল বৈশিষ্ট অর্জন করে যা একটি website কে সার্চ রেজাল্ট এ এগিয়ে রাখে। সার্চ এ এগিয়ে থাকা মানে ই বেশি বেশি ভিজিটর বেশি লাভ। তাই SEO এর কোন বিকল্পও নাই। SEO একটি On Going Process যা কোন ওয়েবসাইটের গুরুত্ব বাড়ায় Search engine এ।
SEO বর্তমানে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় যা কোন ভাবে ই এড়িয়ে যাউয়া সম্ভব না। আমি আজ আপনাদের SEO সম্পর্কে সাধারণ ধারনা দিতে চেষ্টা করবো। Search engine Optimize বুজতে হলে প্রথমে বুজতে হবে Search engine কি।
সার্চ ইঞ্জিন কি আমরা মুটামুটি সবাই কম বেশি জানি। Google, Yahoo, Bing, MSN, BaiDu জনপ্রিয় Search engine.সার্চ ইঞ্জিন এমন ভাবে ই ডিজাইন করা যা সমগ্র ওয়েবসাইট থেকে সার্চ কারীর চাহিদা এবং ওয়েবসাইট এর তথ্যর ভিত্তিতে রেজাল্ট দিতে পারে। Search engineকে একটি Software অথবা Tool বলা যেতে পারে যা কোণ Word phase এর ভিত্তিতে ফলাফল দিয়ে থাকে। ১৯৯৫ সালে SEO যাত্রা শুরু করে। কিন্তু বর্তমান SEO এবং search engine এর মাঝে অনেক তফাৎ। বর্তমান এর প্রধান সার্চ ইঞ্জিন Googleপ্রায় ৮০% ভিজিটর দিয়ে থাকে ভিভিন্ন ওয়েবসাইট কে। SEOতে তাই Google Search engineএর গুরুত্বটাও তাই বেশি। মজার ব্যাপার হল কেউ যদি Google search এ রেঙ্ক পান Bing, yahoo সহ অন্যান্য সার্চ ইঞ্জিন এ ও এগিয়ে থাকবে। একটি ওয়েবসাইট Search engine এ রেঙ্ক পেতে অবশ্যই চিত্রের তিনটি পয়েন্ট মানতে হবে।
আমরা ধাপে ধাপে সবকিছু বুঝবো এবং আমাদের কাজে লাগাতে পারব ইন শাহ আল্লাহ।দেখে নিন Google কি বলে।
Google বলে –
Search engine is a program that searches for and identifies items in a database that correspond to keywords or characters specified by the user, used especially for finding particular sites on the World Wide Web.
সার্চ ইঞ্জিন সম্পর্কে আরও সুস্পষ্ট ধারনা নিতে নিজে ঘাটার কোন বিকল্পও নাই। কারন একটা ট্রেনিং আপনাকে SEO EXPERT করার ক্ষেত্রে Enough না।
এটি একটি গতিশীল প্রক্রিয়া যা প্রতিনিয়ত পরিবর্তনশীল। প্রতি নিয়ত search engine এর উন্নতি সাধিত হচ্ছে তাই আপনাকে এই পরিবর্তনের সাথে Update থাকতে হবে। এখন আশা যাক Search engine Optimize কি তা সম্পর্কে মূল আলোচনায়।
আগেই বলা হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি যা সার্চ ইঞ্জিন এ একটি ওয়েবসাইট এর গুরুত্ব বাড়ায় এবং সার্চ রেজাল্টে এগিয়ে রাখে। সার্চ ইঞ্জিন অপটিমাইজ কে প্রধানতও দুই ভাগে ভাগ করা হয়েছে –
আমরা আপাদত White hat SEO Technique সম্পর্কে জানবো কারন এর চাহিদা ই বেশি। Search engine ও এর কদর করে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজ এর ব্যাপ্তি বিশাল তাই নিজেকে কষ্ট বেশি করতে হবে সার্চ করে করে অনেক ব্যাপারে ধারনা নিতে হবে। প্রথমে আমরা কিছু পরিভাষা যা On page SEO এর সাথে সম্পর্কিত তা আস্তে আস্তে জানব।
SEOতে মুলত অনেক গুলু কাজের সমন্বয় করা হয়। আমরা আগে On Page SEO সম্পর্কে এবং পরে Off Page SEO জানবো এবং তা কাজে লাগানুর চেষ্টা করবো।
প্রথমে ই আসবে সাইট Title,
Title একটা সাইট এর পরিচয় এবং কি ধরনের তথ্য নির্ভর তা ধারণ করে। SEO তে এর গুরুত্ব অনেক আমরা যা আস্তে আস্তে শিকব। Title এর জন্য নীতিমালা আসে এবং এর দ্বারা আপনি আপনার সাইট কে প্রকাশ করবেন।
এর পর আসবে Tag,
Tagএর ব্যাবহার ও অনেক আমরা SEO তে কিছু HTML tagব্যাবহার করবো। Meta Tag, Title Tag, ALT Tag, heading tag & Anchor Tag ব্যাপক গুরুত্বপূর্ণ। যা আমরা ধারাবাহিক ভাবে জানব।
Keywords,
Keyword SEOএর ক্ষেত্রে অপরিহার্য একটা ব্যাপার। কীওয়ার্ড বাছাই করা এবং সঠিক ভাবে তা আপনার সাইট এ রাখা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনার কাঙ্ক্ষিত ভিজিটর পেতে এর কোন জুড়ি নেই। কীওয়ার্ড বাছাই এর জন্য অনেক ধরনের Tools আছে, আমরা Google AdWord Keyword tools ব্যাবহার করবো। কীওয়ার্ড বাছাই এর জন্য আমদের Keyword এর প্রতিযোগিতা এবং CPA সম্পর্কে খেয়াল রাখতে হবে যা আমরা ধাপে ধাপে শিখব।
এমন অনেক ব্যাপার এর সমন্বয় এই আমরা একটি সাইট কে করে তুলতে পারি SEARCH ENGINE Friendly করে যাতে করে আমরা সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আশা করতে পারি।
ধরা যাক আমি একটা ওয়েবসাইট এর মালিক যেখানে ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ Facebook Phone verified Account (PVA) বিক্রি করা হয়। আমি ওয়েবসাইট টি বাণিজ্যিক উদ্দেশে করেছি যার উদ্দেশ PVA কিনতে আগ্রহীদের আমার সাইট এ আকৃষ্ট করা এবং PVA বিক্রি করা। তো আমার Target Audience হল যারা PVA কিনতে আগ্রহী, যারা PVA এর উপকারিতা জানতে আগ্রহী, PVA এর ব্যাবহার জানতে আগ্রহী এবং যারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানতে চায়।ওয়েব এ অনেক অনেক সাইট এর ভিড়ে আমার সাইট টিকে আমার গ্রাহকের কাছে পৌঁছে দিতে SEO এর কোন বিকল্পও নাই।
মোট কথা ওয়েবসাইট কে সার্চকারীর সার্চ রেজাল্ট এ পৌঁছে দিতে আমদের SEO বা SEARCH ENGINE OPTIMIZ করতে হবে।কোণ ওয়েবসাইট তার targeted keyword দিইয়ে Google এর সার্চ লিস্ট এ ১-৫০ এর মাঝে না থাকলে তার Organic Visitor পাবার আশা ছেড়ে দিতে হবে আর অর্গানিক ভিজিটর না পেলে ওয়েবসাইট এর কোন দাম এ নাই। ওরগানিক ভিজিটর হল কোন পেইড এড না দিয়ে Naturally SEARCH ENGINE এ সার্চ রেজাল্ট লিস্ট এ আসা এবং এতে যে ভিজিটর পাই তা।
Search Result Pic -1
SEARCH RESULT Pic - 2
Pic 1 এ আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি কীওয়ার্ড Buy smartphone online লিখে সার্চ ইঞ্জিন এ সার্চ করায় ঠিক নিচে পেইড রেজাল্ট শো করছে। Paid SEO তে প্রতি ভিজিটরের জন্য টাকা গুনতে হবে।
Pic 2 আমরা পেইড রেজাল্ট এর নিচে Organic Search Result দেখতে পাচ্ছি।
Search Result Pic – 3
Pic 3 তে আমরা দেখতে পাচ্ছি Organic Result এর নিচে ও কিছু Paid result আছে এবং Similar search Key Phase আমদের দিচ্ছে যা আমার সার্চ এর সাথে সঙ্গতিপূর্ণ।গুগলে সার্চ রেজাল্টে মোট ১০ টি পেজ থাকে সাধারনত ভিজিটররা ৩য় পেজ এর পর কীওয়ার্ড পরিবর্তন করে সার্চ করে। তাই আপনি সার্চ রেজাল্টে পিছিয়ে থাকলে Organic Visitor পবার সম্ভাবনা কমে যায়।আর এই Organic Visitor এবং Site Rank এ আগানোর জন্য SEO এর বিকল্পও নেই। সার্চ রেজাল্ট এ প্রথম দিকে থাকলে Long Time Organic visitor পাইয়া আমরা ওয়েবসাইট থেকে লাভবান হতে পারি।
আশা করি Search Engine Optimize (SEO) কি এবং কেন দরকার আপনারা বুঝতে পারছেন। কোথায় সমস্যা থাকলে কম্মেণ্ট করতে পারেন।
এখন একটু বলি SEO এর Career সম্পর্কে,
প্রতিনিয়তই তৈরি হচ্ছে অনেক ওয়েবসাইট এবং প্রতিযোগীটা ও বেরে যাচ্ছে তাই SEO পারে সুন্দর একটা Career Platform কিন্তু হ্যাঁ SEO Expert হতে হলে আপনার নিজের তাগিদটা সবচেয়ে বেশি প্রয়োজন।গুগল প্রতিনিয়তই পরিবর্তন করে তার সার্চ রেঙ্ক Algorithm যা সম্পর্কে সর্বদা সজাগ থাকতে হবে। SEO অনেক টাই Challenging Career চাহিদা প্রচুর তুলনামূলক দক্ষ লোক কম। SEO এর কাজ এর ক্ষেত্র ও প্রতিনিয়ত বাড়ছে। Digital এই পৃথিবীতে Information যার কাছে বেশি সেই এগিয়ে যাবে। তাই SEO নিয়ে যারা Career Develop করতে চায় তাদের অবশ্যই এক ধাপ এগিয়ে থাকতে হবে।
OdesK, Elance, Freelancer ও Fiverr এ ও SEO Related প্রচুর কাজ পাউয়া যাবে কিন্তু আমরা একটা কথা মনে রাখতে হবে আসব Market Place এ আমদের globally প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে তাই নিজেকে ও ওই ভাবে ই তৈরি করতে হবে।। আগে আমাদের সিখতে হবে ভাল করে কারন শিখে কাজে নামলে আপনি মানসিক দিক দিয়ে এগিয়ে থাকবেন যা আপনাকে প্রমান করতে খুব দরকারি। সবথেকে Impotent যা English Skill Develop করতে হবে নাহয় আপনার Skill আপনি যথাযথ প্রয়গ ই করতে পারবেন না। English Article, PDF পড়ুন নতুন নতুন বিষয় গুলু খুজে বের করে করে জানুন প্রবলেম এ এক্সপার্ট এর সাহায্য নিন।আপনাকে আত্মস্থ কেউ করিয়ে দিতে পারবেনা আপনার শিখার আগ্রহ এবং যথাযথ মাধ্যম আমরা দিতে সেরা চেষ্টা করা হবে।
ধন্যবাদ সব্বাইকে। নেক্সট পোষ্ট এ আরও নতুন কিছু থাকছে। বিভিন্ন সার্চ ইঞ্জিন, TRAFFIC, SEARCH QUERY সম্পর্কে আলোচনা করা হবে।
কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ফেসবুক এ আমি - Anwar u Kader
Dew Drop Developer এর পক্ষ থেকে সবার জন্য রইল শুভেচ্ছা ।
খোদা হাফিজ
আমি সাইয়েদ সিরাত উল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
we are a web developer and a social promoting company in Mymensingh, wanna give mymensingh Best service ever..
Seo নিয়ে পূর্নাংগ কোন টিওটেরিল পেলাম না