ফ্রী এস ই ও শিখুন তাও ঘরে বসে ( সাথে আয় করার পরিপূর্ণ দিকনির্দেশনা )

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

অনেক ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে আমি এবং ২ বড় ভাই মিলে নতুন ব্লগার দের জন্য কিছু করব।  নতুন ব্লগার দের  দেখি ব্লজ্ঞিং এ ক্যারিয়ার গরতে যায় কিন্তু মাঝ পথে বিশ্বাস হারিয়ে ফেলে কারন একটাই ঠিক মত এস ই ও না জানা ।  সাইটে ভিজিটর না থাকলে বা আনতে না পারলে লাভ কি ব্লগিং করে।

বাংলাদেশ সহ আরও অনেক দেশে এস ই ও শিখতে ১০০০০ থেকে ২৫০০০ টাকা খরচ হয়। আমি নিজেও টাকা খরচ করে এস ই ও শিখেছিলাম কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে যা রিতিমত অসম্ভব এবং সময় এর ও যথেষ্ট  অভাব । অনেকের দারাই কোন প্রতিষ্ঠানে গিয়ে এসইও  সেখা সম্ভব নয়

তাই আগামি ১৫ তারিখ থেকে একটি এস ই ও  প্রশিক্ষণ  দেয়ার বাবস্থা  করতে যাচ্ছি যা সম্পূর্ণ  ফ্রী এবং ঘরে বসে অনলাইনে শিখতে পারবেন।

কোর্স থেকে আপনি কি কি শিখবেন ?

  • এস ই ও  বিগিনার লেবেল থেকে  অ্যাডভান্স লেবেল পর্যন্ত
  • এস ই ও শিখে  কোথার  থেকে এবং কিভাবে অনলাইন এ আয় করবেন তার দিকনির্দেশনা

অনলাইন এ কিভাবে শিখবেন ?

  • আপনাকে নোট প্রদান করা হবে।
  • টিম ভিউয়ার সফটওয়্যার এর মাধহমে সরাসরি আপনাকে অনলাইন এ কথা বলে এবং দেখিয়ে দেখিয়ে শিখিয়ে দেয়া হবে।
  • প্রতি ক্লাসের শেষে ভিডিও টিউটোরিয়াল প্রদান করা হবে।
  • ক্লাস শেষে সমস্ত প্রস্নের উত্তর দেয়া হবে।

আপনার কি কি যোগ্যতা থাকতে হবে ? 

  • সাধারন ইংলিশ বুঝতে হবে।
  • কম্পিউটার এ নেট  কানেকশন থাকতে হবে।
  • আপনার কোন ব্লগ বা ওয়েবসাইট থাকতে হবে।
  • আপনাকে গ্রুপে সদস্য হতে হবে

এখন আপনি যদি এস ইও শিখতে চান তাহলে এখনি যোগ দিন কারন শুধুমাত্র প্রথম ২০০০ জন এর জন্য ফ্রী ।   এখনি যোগ দিন যোগ দিতে এখানে ক্লিক করুন বা নিচের বাটন এ ক্লিক করে একটি ফরম পাবেন সেটা পুরন করে পরবর্তী আপডেট এর জন্য আপনার মেইল এবং Techtunes এ চোখ রাখুন। কোর্স এর সব গুলি টিউটোরিয়াল Techtunes এ পোস্ট করা হবে। 

বিদ্রঃ জেহুতু সম্পূর্ণ ফ্রী  শেখানো হবে সুতরাং কোন লাভ এর আশায় পোস্ট টি করিনি। কেউ কোন বাজে মন্তব্ব করবেন না আসা করি। ধন্যবাদ।

কোর্স টি তে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তা হলঃ

On page Optimization

Discussion Class 1
  • Domain Name tips for SEO
  • Why domain name is also importent for a site.
  • why a good hosting need for top rank?
Discussion Class 2
  • What is SEO ?
  • Types of SEO (Onpage and Offpage Optimization)
  • What is Search Engine and how it is work?
  • Why SEO needed for a website?
Lecture-One
  • Useful things before start SEO classes
  • What is SERP ?
Practical Session:
  • Example of a SEO Friendly Website
  • Basic HTML knowledge
  • Basic Meta tag knowledge
  • Image Optimization
  • Anchor Text Optimization
  • Title Tag Optimization
Lecture-Two
  • What is Onpage Optimization?
  • What is Keyword
  • Details about keywords and Keyword Optimization.

Creating robots.txt file and Submission on Google Webmaster Tools.
What is Sitemap?
What is Google Webmaster Tools?
How to Create and Submission Sitemap on Google Webmaster Tools
Practical Session

Lecture- Three

  • Whay is Google Analytics and how to setup Google Analytics Code on your website
  • Article/Content optimization
  • Content Copywriting and Optimization
  • SEO friendly content writing
  • How to use H1,H2,H3 tag in code
  • Back link/ Inbound link
  • Out bound link
  • Do follow back link
  • No follow back link
  • How to Maintain a Keyword Density on Content

Practical Session
  • H1,H2,H3 tag use
  • Dofollow and nofollow backlink
  • Advance Keyword Research
  • How to Competitor Analysis
  • Pagerank and traffic rank checking
  • How to use different SEO Tools

Offpage Optimization


Lecture- Four
  • What is off page optimization?
  • What is backlink
  • Do follow and no follow back link
  • Different link building strategy
  • Blog commenting
  • Social bookmarking
  • Forum posting
  • Directory submission
  • What is link wheel?
  • How to create an effective link wheel?

Lecture- Five

  • Article submission
  • Profile link building
  • Web 2.0 submission
  • Press release submission
  • RSS feed generates
  • E-mail Marketing
  • Keyword rank monitor
  • Link building monitoring

Lecture- Six
  • Advance SEO with Keyword Research
  • Google adwords
  • Google Insights
  • Google Analytics
  • Practical for keyword research

Lecture- Seven

  • Video Optimization properly
  • Image optimization
  • Slide optimization
  • Audio file optimization
  • SEO friendly article writing tips with keyword proximity
  • Paid Link Building
  • Social Media Link Building
  • Corporate Link Building Strategies

Lecture- Eight

  • What is SMO (Social media optimization)
  • Facebook page creation
  • Facebook Group Creation
  • Linkedin Profile creation
  • Backlink age, authority, popularity and overall quality
  • Ways to get High quality backlinks
  • Need to know what is Recent Update (Google Panda and Penguin Update)

Lecture- Nine

  • What is SMM(Social Media marketing) and details discussion
  • What is SEM(Search Engine Marketing)and details discussion
  • What is PPC(Pay Per Click)and details discussion
  • What is CPC(Cost per click)and details discussion
Lecture- Ten
  • Open discussion and FAQ Session
  • Practical SEO
  • Real life Project

Lecture- Eleven

  • Outsourcing Tips for SEO and Internet Marketing
  • How to Affiliate Marketing
  • How to Blogging
  • How to Earn money from Internet world With SEO knowledge
  • full money earning tutorial.



Lecture- Twelve
  • What Is Google Algorithm and Changeing Update ?
  • Penguin Update
  • Panda Update
  • Humming Bird Update
  • Provide important power point presentation for proper SEO guideline


Lecture- Thirteen
  • How to WordPress, Blogspot and other CMS SEO
  • SEO Plugin Instruction
  • SEO Tools Instruction
  • Real Life SEO Guideline

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Level 0

আমি জায়েদ সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে ও জানাতে আগ্রহী


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sathei asi……..

ধন্যবাদ । আশা করি রেজিস্টার করেসেন 🙂

খুব প্রয়োজন

ফরমটি পূরণ করেছি আশা করি আমাকে নেওয়া হবে

ফরমটি পূরণ করেছি

ফরমটি পূরণ করলাম। আপনাদের সাথে আছি। আশা করি সম্পূর্ণ কোর্সটি আপনারা শেষ করবেন।

ফরমটি পূরণ করেছি ।কখন শিখাবেন যদি সময় বলে দিতেন তাহলে ভাল হত ।

ফর্ম পুরন করে গ্রুপে জয়েন করুন সব গ্রুপে জানানো হবে।