এটা টেকটিউনস পরিবারে আমার প্রথম টিউন, কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।
আমি একজন ফ্রীল্যান্সার হিসেবে মাসদুয়েক হল আমার ক্যারিয়ার শুরু করেছি। ওয়েব কন্টেন্ট লিখি। টুকটাক লেখালেখিটাই পারি, অন্য কোনো কাজ পারি না। তাই এটা দিয়ে ফ্রীল্যান্সিং শুরু করার সিদ্ধান্ত নিলাম। আমি বাংলাদেশী একজন ভাইয়ের অধীনে কাজ করছি; আসলে বলা চলে কাজ শিখছি! উনার বদন্যতায় এসইও সম্পর্কে সামান্যবিস্তর ধারণা পেতে শুরু করেছি। আমাকে উনি বাংলা ও ইংরেজি দু'ভাষাতেই ব্লগ লেখার জন্য হায়ার করেছেন।
যাই হোক, আমরা সবাই জানি ইংরেজিতে কিওয়ার্ড রিসার্চ করাটা অভিজ্ঞদের কাছে পানিভাত! আর রিসার্চ সংশ্লিষ্ট টুলগুলো এর কার্যকারীতা আরও বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু বাংলায় কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা মোটেই এমন নয়। আমার স্বল্পজ্ঞান ও পরিশ্রমের বদৌলতে দেখেছি এখানে রিসার্চ টুল তো দূরের কথা কিওয়ার্ড সার্চ করার জন্য সামান্যতম সাহায্য করতে কোনো সার্চ ইঞ্জিন প্রস্তুত নয়, এমনকি গুগলও! সার্চ ইঞ্জিনগুলোর এমন বিমাতাসুলভ আচরণের কারণে আমরা যারা টুকটাক বাংলা কিওয়ার্ড রিসার্চ করি, তাদের এক দীর্ঘ ও কষ্টকর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তখন বার বার মনে হতে থাকে, ইস্ সবগুলো কিওয়ার্ড যদি একজায়গায় পেতাম, কতই না ভালো হত!
অনেক ঘাঁটাঘাঁটির পরে এমন এক সাইটের সন্ধান পেলাম যারা বাংলায় কীওয়ার্ড রিসার্চ করার সুবিধা দেয়। আসলে এতদিন চোখের সামনেই ছিল, খুঁজে পাইনি! সাইটটির নাম হল - http://keywordtool.io
উপরোক্ত ঠিকানায় প্রবেশ করার পরে নিচের মত একটা ছবি আসবে, যেখানে ডিফল্ট 'ইংরেজি' সিলেক্ট করা থাকবে। চিন্তা নেই! ওই বক্সটিতে ক্লিক করুন -
তারপরে সেখান থেকে নিচের ছবির মত ড্র্যাগ করে আমাদের 'বাঙ্গালী' সিলেক্ট করুন এভাবে -
এখন আপনার প্রয়োজনীয় কিওয়ার্ড সামনের ফাঁকা বক্সটিতে টাইপ করুন, আর জাদু দেখুন! ধরুন, আমরা 'টেকটিউনস' কিওয়ার্ডটি সার্চ করছি, তাহলে ফলাফল আসবে নিন্মরূপ -
আর দেরি কেন, লেগে যান আপনার আকাঙ্ক্ষিত কিওয়ার্ড সার্চে! কষ্ট কমুক আপনার, খুঁজে পান আপনার কার্যকরি কিওয়ার্ডগুলো! শুভাকামনা রইলো! 😀
ফেসবুকে আমি - https://www.facebook.com/MusfiqFahad1
টুইটারে আমি - https://twitter.com/MusfiqFahad
গুগল প্লাসে আমি - https://plus.google.com/u/0/+MusfiqFahad
আমি মুসফিক ফাহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গভীর রাতে জ্যোৎস্নার আলো আমার বুকে হাহাকার জাগায়। কেন যেন খুব কষ্ট হয়! কি জন্য কষ্ট হয় জানি না; জানতে ইচ্ছেও করে না! পৃথিবী খুব সুন্দর একটি জায়গা। এ জায়গা ছেড়ে কখনও চলে যেতে ইচ্ছে করে না। মাঝরাতে কবিতার খাতা খুলে বসি। মনের আবেগগুলোকে কবিতার রূপ দেয়ার চেষ্টা করি। কখনও...
অসাধারন। ধন্যবাদ ভাই