FREELANCING seo করে যারা আর্ন করতে চান

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আজ এক টেকটিউনার ভাই জানতে চাইলেন  SEO  সম্বন্ধে // মন্তব্যে আমি যা জানিয়েছিলাম  এই লিংকে https://www.techtunes.io/reports/tune-id/330050 তা নিচে তুলে ধরলাম

SEO  কিছুদিন আগেও লো রেট কাজ ছিল । এতে বর্তমানে odesk এ প্রচুর কাজ আছে । আর কাজগুলোতে আপনাকে দীর্ঘমেয়াদে hire করবে বায়ার । ODESK এ বর্তমানে এর সর্বনিম্ন রেট ০৩ ডলার । অর্থাৎ বায়ার আপনাকে  হায়ার করলে সর্বনিম্ন ০৩ ডলার এর নিচে দিতে পারবেনা । এটা ওডেস্ক এর নিয়ম । দিনে যদি ০২ ঘন্টাও কাজ করেন তবে দিনে ০৬ ডলার ,এটা বললাম মিনিমাম , সাধারনত বায়ার দিনে ০৪ থেকে ০৫ ঘন্টা কাজ চাইবে বায়ার , তাহলে ভাবুন আপনার আয়। তবে এর জন্য আপনাকে হাতে কলমে দক্ষ হতে হবে । কোন কোচিং এ ভর্তি হলে ১০০০০ টাকা নেবে । সময় লাগবে ০২ থেকে ০৩ মাস ।devsteam বা blackiz it তে শিখতে পারেন // outsourcing institute বা itbari.com এর টিউটোরিয়াল থেকে শিখতে পারেন । তবে মার্কেটপ্লেসে নামার আগে practical ভাবে একটা সাইট এর seo করে অভিজ্ঞতা বা portfolio তৈরি করুন । আর seo শেখা থাকলে আপনি নিজস্ব ওয়েবসাইট তৈরি করে আর্ন করতে পারবেন । তবে মূল কথা অধিক চর্চা না করলে শিখলে seo , web , design , graphics কোনটাতেই সাফল্য পাবেননা । কারন এখানে প্রথম কাজ পাওয়া খুব কঠিন , আর এখানে কাজ করতে গেলে আপনি ঘরে বসে ইনকাম বলতে এটা বুঝবেননা কোনরকম কাজ শিখে ঘরে বসে যা খুশি তাই করা নয় // আপনার উপর BANGLADESH এর সুনাম নির্ভর করছে । আর আপনি তৈরি তবে হবেন আন্তর্জাতিক মানের freelancer হিসেবে । তবেই অর্থ ও সম্মান পাবেন আপনি । কষ্ট না করলে কেষ্ট মিলবেনা এটা মনে রাখবেন । আর freelancing -  joking , MLM বা ptc না । কষ্ট করে ডাঃ বা ইন্জিনিয়ার হবার মত এটাকেও তাই মনে করুন । তবেই সফল হবেন । freelancer দের উপার্জন শুনতে আমাদের ভালো লাগে , কিন্তু তাদের পিছনের কষ্টের কাহিনীটাও জানুন । আর আপনার স্থানীয় পর্যায়ে কোথাও ভর্তি হতে চাইলে ভালো করে খোজ নিয়ে ভর্তি হোন । কারন  IT  লাইনে সফলের সাথে বাটপার এর ও অভাব নেই ।

Level 0

আমি horse। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল বলছেন। কিভাবে ভালভাবে শিখা যায় একটু বলতেন যদি

    Level 0

    @সাজ্জাদুল আনোয়ার হামিম: ভালোভাবে শেখবার পদ্ধতি তো পোষ্টেই বলে দিয়েছি ভাই । আপনার নিজের এলাকার ভালো কোচিং আছে কিনা দেখেন । সেখান থেকে শিখে নিন । তবে http://it-bari.com/ এর 500/= টিউটোরিয়াল বা http://outsourcing-institute77.blogspot.com/ এর 3000/= এর টিউটোরিয়াল দুটো দেখলে ও অনুশীলন করলে মাষ্টার পর্যায়ের seo expert হতে পারবেন । এবং কোন কোচিং সেন্টার যারা seo শেখায় তাদের syllabus এর সাথে video tutorial এর syllabus এর মিল আছে কিনা দেখুন // কি কি কম বেশি আছে দেখুন tutorial এবং কোচিং এ। তাহলে বুঝতে পারবেন সব । outsourcing institute এর dvd আমি একবার problem পেয়েছিলাম / পরে অবশ্য helpline এ ফোন করে কুরিয়ার return করবার পর ভালো dvd দিয়েছিল । তবে এটা ওদের অনিচ্ছাকৃত । তবে শুধু আমার experience টা বলে রাখলাম ।

Level 1

bujlam vi .kaj na hoy siklam and ami pari kicu kintu odex ba freelencer a to kaj pete hole bayer er sate english a kota bolte hobe kintu jara english jane na tara ki korbe?

    Level 0

    @Habib80: ইংরেজীর দূর্বলতা আপনার যদি basic ভাবে আপনার স্কুল জীবন থেকে থাকে তো আপনি english এ দূর্বল । এর জন্য teaching of tense নামে একটা বই আছে বা আপনি যে কোন grammer বই থেকে tense ভালোভাবে শিখুন // ০৭ দিন ভালোভাবে শিখলে tense পারবেন । তখন ইচ্ছামত buyer কে কি বলতে চান সেটা প্রথমে মনে মনে বাংলাতে বলে সেটাকে tense অনুযায়ী english করুন । আর একটা কথা আপনি যে বললেন কাজ মোটামুটি পারেন , এটা বললে হবেনা , dont mind brother , আপনার সুন্দর কর্মজীবনের জন্য বললাম আপনাকে সবকিছু শিখে সম্পূর্ন হতে হবে // এটার ভালো ফল আপনিই পাবেন । আপনার ভালো উপার্জন বা ব্যর্থতা আপনার শেখার basic এর উপর নির্ভর করে ।

Tnx 4 ur response. 🙂 more than enough :-*

    Level 0

    @ইবরাহীম খলীল: Thanks আপনাকেও ভাই , আরো কিছু উপদেশ আপনাকে দিই // কাজ শেখা শুরু করবার পর video tutorial / কোচিং সেন্টার যেভাবেই শিখুন , / শেখবার সময় blogspot ও wordpress এ আপনার আপনার একটা free সাইট খুলে blogging করবেন // এবং এগুলোর directory submission // forum posting // article submission এগুলো করে লিংক গুলো excel ফাইলে সেভ করে রাখুন // পরবর্তীতে এগুলোই odesk এ আপনার portfolio হিসেবে কাজ করবে // আর outsourcing institute এর 3000 টাকার সিডিটা সম্ভব হলে কিনবেন । এক্সপার্ট এক ভাইয়ের কাছ থেকে কপিটা আমি দেখেছিলাম । ভালো মনে হলো তাই বললাম । কাজ তো বার বার শিখবেননা । শিখবেন বা কষ্ট করবেন একবার আয় করবেন আজীবন । ভালো কোচিং সেন্টার হলে হয়তো এ ডিভিডি লাগবেনা ।

অনেক ধন্যবাদ আপনাকে, সম্মানিত মান্যবর!

thanks for your advice

Level 1

amar coment kew reply dei na ken?

I like u all ……..