কেমন আছেন সবাই?
আজ বছরের শেষ তাই হয়ত সবাই বছরের শেষ কে ভালভাবেই বিদায় দিবে।
আশা করি সবার এই বছর ভালো ভাবেই কেটেছে।
আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
গত পোস্টে আমি দিয়েছিলাম Top Article Submission Sites List
সবাই হয়ত জানেন যে SEO করার সময় ১টি ধাপে এসে বিভিন্ন ব্লগ বা সাইটে পোস্ট করা হয় বা নিজের বা ক্লায়েন্টর আর্টিকেল সাবমিট করা হয়। এটি SEO-এর জন্য ১টা গুরুত্বপূর্ন কাজ। আর বেশি কথা বলে পোস্ট বড় করতে চাই না। পার্ট ১ এ বিস্তারিত সব দেওয়া আছে। দেখে নিতে পারেন।
দেখে নিন আরও কিছু High PR Article Submission Sites
সবার যাতে ২০১৫ সালটা ভালো কাটে সেই আশা রেখে আজ এখানেই শেষ করছি।
আর হ্যা, ডাউনলোড করতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
এসইও এর আরও তথ্য পেতে এই ব্লগের সাথে আপডেট থাকুন।
সৈজন্যঃ টেকিব্লগ
আমি রিয়াদ ফারভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রিয়াদ ফারভি। আমার প্রোফাইলে আপনাদের স্বাগতম। আমার টিউনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক টেকি সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ আছে। নিয়মিত এই ব্লগে ভিসিট করে বিভিন্ন টেকি সমস্যার সমাধান নিতে পারেন। http://www.amartrick2all.blogspot.com
ধন্যবাদ